গীতসংহিতা
আরোহণের গান।
১৩৪ যিহোবার প্রশংসা করো,
যিহোবার সমস্ত দাস,
তোমরা যারা রাতের বেলায় যিহোবার গৃহে দাঁড়িয়ে থাক,
তাঁর প্রশংসা করো।
২ পবিত্রতায়* তোমাদের হাত তোলো
আর যিহোবার প্রশংসা করো।
৩ যিহোবা, যিনি আকাশ ও পৃথিবীর নির্মাতা,
তিনি যেন সিয়োন থেকে তোমাকে আশীর্বাদ করেন।