যিরমিয়
১১ যিহোবার এই বার্তা যিরমিয়ের কাছে এল: ২ “হে লোকেরা, তোমরা এই চুক্তির কথাগুলো শোনো!
“এর কথাগুলো যিহূদার লোকদের এবং জেরুসালেমের বাসিন্দাদের জানাও* ৩ আর তাদের বলো, ‘ইজরায়েলের ঈশ্বর যিহোবা এই কথা বলেন: “যে এই চুক্তির কথাগুলো পালন করে না, সে অভিশপ্ত। ৪ যে-দিন আমি তোমাদের পূর্বপুরুষদের মিশর থেকে, সেই লোহা গলানোর অগ্নিকুণ্ড থেকে বের করে এনেছিলাম, সেই দিন আমি তাদের এই বলে এই চুক্তির বিষয়ে আজ্ঞা দিয়েছিলাম, ‘আমার কথার বাধ্য হও আর আমি তোমাদের যা-কিছু করার আজ্ঞা দিই, তোমরা সেই সমস্ত কিছু করো। তা হলে, তোমরা আমার লোক হবে আর আমি তোমাদের ঈশ্বর হব, ৫ যাতে আমি তোমাদের পূর্বপুরুষদের কাছে দিব্য করে করা এই শপথ পূর্ণ করতে পারি যে, আমি তাদের সেই দেশ দেব, যেখানে দুধ ও মধু বয়ে যায়। আর আজ পর্যন্ত তোমরা সেই দেশেই রয়েছ।’”’”
তখন আমি উত্তর দিলাম: “হে যিহোবা, আমেন।”*
৬ তারপর, যিহোবা আমাকে বললেন: “যিহূদার নগরগুলোতে এবং জেরুসালেমের রাস্তাগুলোতে এইসমস্ত কথা ঘোষণা করো: ‘এই চুক্তির কথাগুলো শোনো এবং এগুলো পালন করো। ৭ কারণ যে-দিন আমি তোমাদের পূর্বপুরুষদের মিশর থেকে বের করে এনেছিলাম, সেই দিন এবং সেই দিন থেকে আজ পর্যন্ত আমি তাদের বার বার* জোরালোভাবে বলেছি: “আমার কথার বাধ্য হও।” ৮ কিন্তু, তারা শুনল না কিংবা মনোযোগ* দিল না। এর পরিবর্তে, তারা প্রত্যেকে একগুঁয়েভাবে নিজেদের মন্দ হৃদয় অনুযায়ী চলতে থাকল। তাই, আমি চুক্তিতে লেখা কথা অনুসারে তাদের শাস্তি দিলাম। আমি তাদের সেই চুক্তি পালন করার আজ্ঞা দিয়েছিলাম। কিন্তু, তারা তা করতে রাজি হয়নি।’”
৯ তারপর, যিহোবা আমাকে বললেন: “যিহূদার লোকেরা এবং জেরুসালেমের বাসিন্দারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ১০ তারা সেই ভুলগুলোই করে, যেগুলো তাদের পূর্বপুরুষেরা প্রথম থেকে করে আসছে, যারা আমার কথাগুলো পালন করতে রাজি হয়নি। তারাও অন্য দেবতাদের অনুসরণ করেছে এবং তাদের সেবা করেছে। ইজরায়েলের পরিবার এবং যিহূদার পরিবার আমার সেই চুক্তি ভেঙেছে, যেটা আমি তাদের পূর্বপুরুষদের সঙ্গে করেছিলাম। ১১ তাই, যিহোবা এই কথা বলেন, ‘দেখো, আমি তাদের উপর এমন এক বিপর্যয় নিয়ে আসছি, যেটা থেকে তারা পালাতে পারবে না। তারা যখন সাহায্য চেয়ে আমাকে ডাকবে, তখন আমি তাদের কথা শুনব না। ১২ তারপর, যিহূদার নগরগুলো এবং জেরুসালেমের বাসিন্দারা সেই দেবতাদের কাছে যাবে, যাদের কাছে তারা বলি উৎসর্গ করে* আর তারা সাহায্য চেয়ে তাদের ডাকবে। কিন্তু, তাদের বিপর্যয়ের সময়ে সেই দেবতারা কোনোভাবেই তাদের রক্ষা করতে পারবে না। ১৩ হে যিহূদা, তোমার যত নগর, তত দেবতা হয়ে উঠেছে আর জেরুসালেমে যত রাস্তা রয়েছে, তোমরা সেই লজ্জাজনক জিনিসটার* জন্য তত বেদি তৈরি করেছ, যাতে তোমরা বাল দেবতার উদ্দেশে বলি উৎসর্গ করতে পার।’
১৪ “তুমি* এই লোকদের হয়ে প্রার্থনা কোরো না। এদের হয়ে কান্নাকাটি কোরো না কিংবা এদের জন্য প্রার্থনা কোরো না। কারণ এরা যখন এদের বিপর্যয়ের সময়ে আমাকে ডাকবে, তখন আমি শুনব না।
১৫ আমার প্রিয় লোকদের আমার গৃহে থাকার কোন অধিকার রয়েছে,
যখন তাদের মধ্যে এত লোক ষড়যন্ত্র করে মন্দ কাজ করেছে?
তোমাদের উপর যখন বিপর্যয় নেমে আসবে, তখন তারা কি পবিত্র মাংসের* সাহায্যে সেটাকে থামাতে পারবে?
তুমি কি সেই সময় আনন্দ করবে?
১৬ একসময় যিহোবা তোমাকে ফলবান জলপাই গাছ বলেছিলেন,
যেটাতে ভালো ভালো ফল ছিল এবং যেটা দেখতে খুব সুন্দর ছিল।
কিন্তু, তিনি জোরে গর্জন করে তাতে আগুন ধরিয়ে দিয়েছেন
আর তারা তার ডালপালা ভেঙে দিয়েছে।
১৭ “স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবা, যিনি তোমাকে গাছের মতো লাগিয়েছেন, তিনি ঘোষণা করেছেন যে, তোমার উপর এক বড়ো বিপর্যয় নেমে আসবে। কারণ ইজরায়েলের পরিবার এবং যিহূদার পরিবার মন্দ কাজ করেছে আর তারা বাল দেবতার উদ্দেশে বলি উৎসর্গ করে আমাকে রাগিয়ে তুলেছে।”
১৮ যিহোবা, তুমি আমাকে জানালে, যাতে আমি জানতে পারি।
সেইসময় তুমি আমাকে দেখালে যে, তারা কী করছে।
১৯ আমি একটা নিরীহ মেষশাবকের মতো ছিলাম, যাকে হত্যা করার জন্য নিয়ে আসা হচ্ছিল।
আমি জানতাম না, তারা আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করছে:
“চলো, আমরা গাছটাকে সেটার ফল-সহ কেটে ফেলি।
আর চলো, আমরা তাকে পৃথিবী থেকে দূর করে দিই,
যাতে তার নাম আর মনে রাখা না হয়।”
২০ কিন্তু, স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবা ন্যায্যভাবে বিচার করেন।
তিনি হৃদয় এবং সবচেয়ে গভীরে থাকা চিন্তাভাবনা* পরীক্ষা করেন।
হে ঈশ্বর, আমাকে দেখতে দাও, কীভাবে তুমি তাদের উপর প্রতিশোধ নেবে
কারণ আমি আমার মামলা তোমার হাতে তুলে দিয়েছি।
২১ তাই, যিহোবা অনাথোতের সেই লোকদের বিরুদ্ধে এই কথা বলেন, যারা তোমার প্রাণ কেড়ে নেওয়ার চেষ্টা করছে এবং যারা বলে: “তুমি যিহোবার নামে ভবিষ্যদ্বাণী করবে না, নাহলে তুমি আমাদের হাতে মারা পড়বে।” ২২ তাই, স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবা এই কথা বলেন: “দেখো, আমি তাদের কাছ থেকে হিসাব চাইব। যুবকেরা তলোয়ারের আঘাতে মারা পড়বে আর তাদের ছেলে-মেয়েরা দুর্ভিক্ষের কারণে মারা পড়বে। ২৩ তাদের মধ্যে এক জনও বাঁচবে না কারণ যে-বছর আমি অনাথোতের লোকদের কাছ থেকে হিসাব চাইব, সেই বছর আমি তাদের উপর বিপর্যয় নিয়ে আসব।”