ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • ১ বংশাবলি ৪
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

১ বংশাবলি ৪:৯

পাদটীকা

  • *

    যাবেষ নামটা হয়তো একটা ইব্রীয় শব্দের সঙ্গে সম্পর্কযুক্ত, যেটার অর্থ “যন্ত্রণা।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৪/১/২০১১, পৃষ্ঠা ২৩

১ বংশাবলি ৪:১০

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৪/১/২০১১, পৃষ্ঠা ২৩

    ১০/১/২০০৫, পৃষ্ঠা ৯

১ বংশাবলি ৪:১৩

পাদটীকা

  • *

    আক্ষ., “ছেলেরা।”

১ বংশাবলি ৪:১৪

পাদটীকা

  • *

    অর্থ, “কারিগরদের উপত্যকা।”

১ বংশাবলি ৪:১৫

পাদটীকা

  • *

    আক্ষ., “ছেলেরা।”

১ বংশাবলি ৪:১৭

পাদটীকা

  • *

    সম্ভবত, ১৮ পদে উল্লেখিত বিথিয়াকে নির্দেশ করছে।

১ বংশাবলি ৪:৩৯

পাদটীকা

  • *

    অর্থাৎ পশু চরানোর মাঠ।

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
  • ১৯
  • ২০
  • ২১
  • ২২
  • ২৩
  • ২৪
  • ২৫
  • ২৬
  • ২৭
  • ২৮
  • ২৯
  • ৩০
  • ৩১
  • ৩২
  • ৩৩
  • ৩৪
  • ৩৫
  • ৩৬
  • ৩৭
  • ৩৮
  • ৩৯
  • ৪০
  • ৪১
  • ৪২
  • ৪৩
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
১ বংশাবলি ৪:১-৪৩

বংশাবলির প্রথম খণ্ড

৪ যিহূদার ছেলেরা পেরস, হিষ্রোণ, কর্মি, হূর ও শোবল। ২ শোবলের ছেলে রায়া এবং রায়ার ছেলে যহৎ। যহতের ছেলে অহূময় ও লহদ। এগুলো সরাথীয়দের পরিবার। ৩ এরা ঐটমের বাবার ছেলে: যিষ্রিয়েল, যিশ্মা ও যিদ্‌বশ (আর তাদের বোনের নাম হৎসলিল-পোনী) ৪ আর পনূয়েল গদোরের বাবা এবং এৎসর হূশের বাবা। এরা হূরের ছেলে, যে ইফ্রাথার প্রথমজাত এবং বেথলেহেমের বাবা। ৫ তকোয়ের বাবা অস্‌হূরের দু-জন স্ত্রী ছিল: হিলা ও নারা। ৬ নারা অস্‌হূরের জন্য এই ছেলেদের জন্ম দিল: অহুষম, হেফর, তৈমিনি ও অহষ্টরি। এরা নারার ছেলে। ৭ হিলার ছেলেরা সেরৎ, যিষ্‌হর ও ইৎনন। ৮ কোষ হল আনূব ও সোবেবার এবং হারুমের ছেলে অহর্হলের পরিবারগুলোর বাবা।

৯ যাবেষ* তার ভাইদের চেয়ে আরও বেশি সম্মাননীয় ব্যক্তি ছিলেন আর তার মা এই বলে তার নাম যাবেষ রেখেছিলেন: “আমি অনেক যন্ত্রণার মধ্যে এর জন্ম দিয়েছি।” ১০ যাবেষ ইজরায়েলের ঈশ্বরের কাছে এই প্রার্থনা করলেন: “হে ঈশ্বর, আমাকে আশীর্বাদ করো আর আমার এলাকার সীমা বৃদ্ধি করো। তোমার হাত যেন আমার উপর থাকে আর আমাকে বিপদ থেকে রক্ষা করে, যাতে আমার কোনো ক্ষতি না হয়!” তাই, তিনি যা চাইলেন, ঈশ্বর তার জন্য ঠিক তা-ই করলেন।

১১ শূহের ভাই কলূবের ছেলে মহীর। মহীরের ছেলে ইষ্টোন। ১২ ইষ্টোন বৈৎরাফা, পাসেহ ও তহিন্নের বাবা আর তহিন্ন ঈরনাহসের বাবা। এরা রেকার লোক। ১৩ কনসের ছেলেরা অৎনীয়েল ও সরায়। অৎনীয়েলের ছেলে* হথৎ। ১৪ মিয়ানোথয়ের ছেলে অফ্রা। সরায়ের ছেলে যোয়াব। আর যোয়াব গী-হরসীমের বাসিন্দাদের বাবা। এই জায়গাটাকে গী-হরসীম* বলা হত কারণ এখানকার লোকেরা কারিগর ছিল।

১৫ যিফুন্নির ছেলে কালেবের ছেলেরা ঈরূ, এলা ও নয়ম। এলার ছেলে* কনস। ১৬ যিহলিলেলের ছেলেরা সীফ, সীফা, তীরিয় ও অসারেল। ১৭ ইষ্রার ছেলেরা যেথর, মেরদ, এফর ও যালোন। সে* গর্ভবতী হল এবং মরিয়ম, শম্ময় ও যিশ্‌বহের জন্ম দিল, যে ইষ্টিমোয়ের বাবা। ১৮ (তার যিহুদি স্ত্রী যেরদ, হেবর ও যিকুথীয়েলের জন্ম দিয়েছিল। যেরদ গদোরের বাবা, হেবর সোখোর বাবা ও যিকুথীয়েল সানোহের বাবা।) এরা ফরৌণের মেয়ে বিথিয়ার ছেলে, যাকে মেরদ বিয়ে করেছিল।

১৯ নহমের দিদি অর্থাৎ হোদিয়ের স্ত্রীর ছেলেরা গর্মীয় কিয়িলা এবং মাখাথীয় ইষ্টিমোয়ের বাবারা। ২০ আর শীমোনের ছেলেরা অম্নোন, রিণ্ণ, বিন্‌হানন ও তীলোন। যিশীর ছেলেরা সোহেৎ ও বিন্‌সোহেৎ।

২১ এরা যিহূদার ছেলে শেলহের ছেলে: লেকার বাবা এর, মারেশার বাবা লাদা, অসবেয়ের বংশধরদের পরিবার, যারা উচ্চমানের কাপড় তৈরি করত, ২২ যোকীম, কোষেবার লোকেরা, যোয়াশ ও সারফ, যারা মোয়াবীয় মহিলাদের বিয়ে করেছিল এবং যাশূবিলেহম। এগুলো প্রাচীন কালের নথি। ২৩ এরা কুমোর ছিল আর এরা নতায়ীম ও গদেরায় থাকত। এরা সেখান থেকে রাজার জন্য কাজ করত।

২৪ শিমিয়োনের ছেলেরা নমূয়েল, যামীন, যারিব, সেরহ ও শৌল। ২৫ শৌলের ছেলে শল্লুম, শল্লুমের ছেলে মিব্‌সম এবং মিব্‌সমের ছেলে মিশ্‌ম। ২৬ এরা মিশ্‌মের ছেলে: তার ছেলে হম্মুয়েল, হম্মুয়েলের ছেলে সক্কূর এবং সক্কূরের ছেলে শিমিয়ি। ২৭ শিমিয়ির ১৬টি ছেলে এবং ৬টি মেয়ে ছিল। কিন্তু, তার ভাইদের বেশি ছেলে ছিল না আর তাদের কোনো পরিবারেই যিহূদার লোকদের মতো এত লোক ছিল না। ২৮ তারা এই জায়গাগুলোতে থাকত: বের্‌-শেবা, মোলাদা, হৎসর-শূয়াল, ২৯ বিল্‌হা, এৎসম, তোলদ, ৩০ বথূয়েল, হর্মা, সিক্লগ, ৩১ বৈৎ-মর্কাবোৎ, হৎসর-সূষীম, বৈৎ-বিরী ও শারয়িম। দায়ূদের রাজত্ব পর্যন্ত এই নগরগুলো তাদের ছিল।

৩২ তারা যে-জায়গাগুলোতে থাকত, সেগুলো হল: ঐটম, ঐন, রিম্মোণ, তোখেন ও আশন অর্থাৎ পাঁচটা নগর ৩৩ ও সেইসঙ্গে এই নগরগুলোর আশেপাশে অবস্থিত গ্রামগুলো, যেগুলো বাল পর্যন্ত বিস্তৃত ছিল। এগুলো তাদের বংশাবলি এবং সেই জায়গাগুলোর নাম, যেখানে তারা থাকত। ৩৪ আর মশোবব, যম্লেক, অমৎসিয়ের ছেলে যোশঃ, ৩৫ যোয়েল, অসীয়েলের ছেলে সরায়ের ছেলে যোশিবিয়ের ছেলে যেহূ, ৩৬ ইলীয়ৈনয়, যাকোবা, যিশোহায়, অসায়, অদীয়েল, যিশীমীয়েল, বনায় ৩৭ এবং শময়িয়ের ছেলে শিম্রির ছেলে যিদয়িয়ের ছেলে অলোনের ছেলে শিফির ছেলে সীষঃ। ৩৮ এগুলো তাদের নাম, যারা নিজের নিজের পরিবারের অধ্যক্ষ ছিল। তাদের পূর্বপুরুষদের পরিবারের লোকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল। ৩৯ তারা তাদের মেষ ও ছাগলের পালের জন্য চারণভূমি* খুঁজতে গদোরের প্রবেশস্থান পর্যন্ত গেল, যেটা উপত্যকার পূর্ব দিকে অবস্থিত ছিল। ৪০ অবশেষে, তারা খুব ভালো চারণভূমি পেল, যেগুলো ঘাসে ভরতি ছিল। সেই দেশটা বিশাল বড়ো এবং শান্ত ছিল আর সেখানে কোনো কিছুর ভয় ছিল না। আগে সেখানে হামের বংশধরেরা থাকত। ৪১ এই লোকেরা, যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা যিহূদার রাজা হিষ্কিয়ের দিনে সেখানে গেল এবং সেখানে হামের যে-বংশধরেরা ও মিয়ূনীয়েরা বাস করত, তাদের তাঁবু ধ্বংস করে দিল। তারা তাদের ধ্বংস করে দিল, যেটার প্রমাণ আজও দেখা যায় আর তারা তাদের জায়গায় থাকতে লাগল কারণ তাদের পশুপালের জন্য সেখানে চারণভূমি ছিল।

৪২ কয়েক জন শিমিয়োনীয় ব্যক্তি, যাদের সংখ্যা ছিল ৫০০, তারা পলটিয়, নিয়রিয়, রফায় ও উষীয়েলের সঙ্গে সেয়ীর পর্বতে গেল। যিশীর এই ছেলেরা সেই ৫০০ জন ব্যক্তিকে নেতৃত্ব দিয়েছিল। ৪৩ তারা সেখানে সেই অমালেকীয়দের মেরে ফেলল, যারা পালিয়ে গিয়েছিল। তারা আজও সেখানেই রয়েছে।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার