ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • ২ করিন্থীয় ১১
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

২ করিন্থীয় বইয়ের আউটলাইন

      • পৌল এবং বিশেষ প্রেরিতেরা (১-১৫)

      • প্রেরিত হিসেবে পৌলের কষ্টভোগ (১৬-৩৩)

২ করিন্থীয় ১১:২

পাদটীকা

  • *

    বা “ঈশ্বর যেমন ঈর্ষা করেন, তেমনই আমি তোমাদের ব্যাপারে ঈর্ষা করি।”

২ করিন্থীয় ১১:৩

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    ‘ঈশ্বরের প্রেম’, পৃষ্ঠা ২২০

    প্রহরীদুর্গ,

    ১০/১৫/২০০২, পৃষ্ঠা ৮

২ করিন্থীয় ১১:৪

পাদটীকা

  • *

    বা “ঈশ্বরের যে-শক্তির।”

২ করিন্থীয় ১১:৭

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    পুঙ্খানুপুঙ্খ সাক্ষ্য দেওয়া, পৃষ্ঠা ১৪৮-১৫০

    প্রহরীদুর্গ (অধ্যয়ন),

    ৪/২০১৯, পৃষ্ঠা ৪

২ করিন্থীয় ১১:৯

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    পুঙ্খানুপুঙ্খ সাক্ষ্য দেওয়া, পৃষ্ঠা ১৫১

২ করিন্থীয় ১১:১৪

পাদটীকা

  • *

    বা “দীপ্তিময়।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ২/১৫/২০০৪, পৃষ্ঠা ৪-৫

    ৩/১/২০০২, পৃষ্ঠা ১১

২ করিন্থীয় ১১:২২

পাদটীকা

  • *

    আক্ষ., “বীজ।”

  • *

    আক্ষ., “বীজ।”

২ করিন্থীয় ১১:২৩

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ (অধ্যয়ন),

    ১০/২০২১, পৃষ্ঠা ২৬

    প্রহরীদুর্গ,

    ৭/১৫/২০০০, পৃষ্ঠা ২৬-২৭

২ করিন্থীয় ১১:২৪

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৭/১৫/২০০০, পৃষ্ঠা ২৬-২৭

২ করিন্থীয় ১১:২৫

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৭/১৫/২০০০, পৃষ্ঠা ২৬-২৭

২ করিন্থীয় ১১:২৬

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৭/১৫/২০০০, পৃষ্ঠা ২৬-২৭

    ১২/১/১৯৯২, পৃষ্ঠা ৫

২ করিন্থীয় ১১:২৭

পাদটীকা

  • *

    আক্ষ., “এবং উলঙ্গ থাকার কারণে।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৭/১৫/২০০০, পৃষ্ঠা ২৬-২৭

২ করিন্থীয় ১১:২৯

পাদটীকা

  • *

    আক্ষ., “কি দুর্বল হই।”

  • *

    বা “আরেকজন ব্যক্তির হোঁচট খাওয়ার কারণ হয়।”

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • খ্রিস্টীয় গ্রিক শাস্ত্র (bi7) পড়ুন
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
  • ১৯
  • ২০
  • ২১
  • ২২
  • ২৩
  • ২৪
  • ২৫
  • ২৬
  • ২৭
  • ২৮
  • ২৯
  • ৩০
  • ৩১
  • ৩২
  • ৩৩
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
২ করিন্থীয় ১১:১-৩৩

করিন্থীয়দের প্রতি দ্বিতীয় চিঠি

১১ যদিও আমাকে নির্বোধ বলে মনে হয়, কিন্তু আমি চাই যেন তোমরা আমাকে সহ্য কর। অবশ্য, ইতিমধ্যেই তোমরা আমাকে সহ্য করছ! ২ ঈশ্বর যেমন তোমাদের জন্য গভীরভাবে চিন্তা করে থাকেন, তেমনই আমিও তোমাদের জন্য গভীরভাবে চিন্তা করি,* কারণ আমি নিজে খ্রিস্টের সঙ্গে তোমাদের বিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছি, যেন আমি তাঁর কাছে তোমাদের এক শুদ্ধ কুমারী হিসেবে উপস্থিত করতে পারি। ৩ কিন্তু, আমার ভয় হচ্ছে, সাপ যেমন হবাকে এর চাতুরী দিয়ে প্রতারণা করেছিল, তেমনই কেউ না আবার তোমাদের মনকে কলুষিত করে ফেলে আর এভাবে খ্রিস্টের প্রতি তোমাদের যে-আন্তরিকতা ও শুদ্ধতা রয়েছে, তা থেকে তোমরা সরে পড়। ৪ কেউ যদি এসে তোমাদের কাছে অন্য কোনো যিশুর কথা প্রচার করে, যার সম্বন্ধে আমরা প্রচার করিনি, কিংবা কেউ যদি তোমাদের অন্য কোনো শক্তির দ্বারা প্রভাবিত করতে চায়, যা ইতিমধ্যেই তোমরা যে-শক্তির* দ্বারা প্রভাবিত হয়েছ, সেটা থেকে আলাদা, কিংবা কেউ যদি এমন সুসমাচার নিয়ে আসে, যা তোমরা গ্রহণ করনি, তা হলে তোমরা সহজেই সেই ব্যক্তিকে সহ্য করছ। ৫ কারণ আমি মনে করি না যে, কোনো দিক দিয়েই আমি তোমাদের সেই প্রেরিতদের চেয়ে পিছিয়ে আছি, যারা বিশেষ প্রেরিত হওয়ার ভান করে। ৬ যদিও আমি কথা বলার ক্ষেত্রে দক্ষ নই, কিন্তু ঈশ্বর সম্বন্ধে আমার জ্ঞান রয়েছে; আর আমরা সবদিক দিয়ে এবং সমস্ত কিছুতে তোমাদের কাছে তা স্পষ্টভাবে প্রকাশ করেছি।

৭ কিংবা আমি বিনা বেতনে তোমাদের কাছে আনন্দের সঙ্গে ঈশ্বরের সুসমাচার ঘোষণা করেছি বলে আর তোমরা যেন সম্মান লাভ করতে পার, সেইজন্য নিজেকে নত করেছি বলে কি পাপ করেছি? ৮ তোমাদের সেবা করার জন্য আমি অন্যান্য মণ্ডলীর কাছ থেকে সাহায্য গ্রহণ করেছি, বলতে গেলে তাদের লুট করেছি। ৯ আমি যখন তোমাদের কাছে ছিলাম এবং আমার অভাব হয়েছিল, তখন আমি কারো বোঝা হইনি। কারণ ম্যাসি­ডোনিয়া থেকে যে-ভাইয়েরা এসেছিলেন, তারা আমার সমস্ত অভাব পূরণ করেছিলেন। হ্যাঁ, আমি কোনো দিক দিয়েই তোমাদের বোঝা না হওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি আর এরপরও তা করে চলব। ১০ যতদিন আমি খ্রিস্টের একজন অনুসারী থাকব, ততদিন কোনো কিছুই আমাকে সমস্ত আখায়া অঞ্চলে এই বিষয় নিয়ে গর্ব করা থেকে বিরত করতে পারবে না। ১১ কেন আমি তোমাদের বোঝা হইনি? আমি তোমাদের ভালোবাসি না বলে? ঈশ্বর জানেন, আমি তোমাদের ভালোবাসি।

১২ কিন্তু, আমি যা করছি, তা করে চলব, যাতে সেই ব্যক্তিদের অজুহাত দূর করতে পারি, যারা নিজেদের পদ নিয়ে গর্ব করার মাধ্যমে আমাদের সমান হতে চায়। ১৩ কারণ এইরকম ব্যক্তিরা ভণ্ড প্রেরিত; তারা অন্যদের প্রতারণা করে এবং খ্রিস্টের প্রেরিতদের ছদ্মবেশ ধারণ করে। ১৪ আর এতে অবাক হওয়ার কিছু নেই, কারণ শয়তান নিজেও একজন ভালো* স্বর্গদূতের ছদ্মবেশ ধারণ করে থাকে। ১৫ তাই, তার সেবকেরাও যে সঠিক কাজের সেবক হওয়ার ছদ্মবেশ ধারণ করে থাকে, তাতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু, তাদের কাজ অনুযায়ী তাদের পরিণতি ঘটবে।

১৬ আমি আবারও বলছি: কেউ যেন আমাকে নির্বোধ বলে মনে না করে। কিন্তু, তোমরা যদি তা-ই মনে করে থাক, তা হলে আমাকে নির্বোধ ব্যক্তি হিসেবেই গ্রহণ করো, যাতে আমিও একটু গর্ব করতে পারি। ১৭ এখন আমি যা বলছি, তা প্রভুর উদাহরণ অনুসরণ করে বলছি না, বরং এমন একজন নির্বোধ ব্যক্তির মতো বলছি, যে নিজের উপর নির্ভর করে এবং গর্ব করে। ১৮ যেহেতু অনেকে এই জগতের বিষয়গুলো নিয়ে গর্ব করে থাকে, তাই আমিও গর্ব করব। ১৯ যেহেতু তোমরা মনে কর, তোমরা অনেক বুদ্ধিমান, তাই তোমরা নির্বোধ ব্যক্তিদের আনন্দের সঙ্গে সহ্য করে থাক। ২০ আসলে, যে-কেউ তোমাদের দাস করে, যে-কেউ তোমাদের সম্পদ আত্মসাৎ করে এবং তোমাদের যা আছে, তা দখল করে, যে-কেউ তোমাদের ছোটো করে নিজেদের বড়ো করে তুলে ধরে এবং যে-কেউ তোমাদের মুখে আঘাত করে, তাদের তোমরা সহ্য করে থাক।

২১ এটা বলা আমাদের জন্য লজ্জাজনক, কারণ তোমাদের মধ্যে কারো কারো মনে হতে পারে, আমরা এতই দুর্বল যে, আমরা সঠিকভাবে আমাদের কর্তৃত্ব ব্যবহার করতে পারি না।

কিন্তু, কেউ কেউ যদি গর্ব করার ব্যাপারে লজ্জা বোধ না করে, তা হলে আমিও গর্ব করার ব্যাপারে লজ্জা বোধ করি না, যদিও এর ফলে কেউ হয়তো আমাকে নির্বোধ বলে মনে করতে পারে। ২২ তারা কি ইব্রীয়? আমিও একজন ইব্রীয়। তারা কি ইজরায়েলীয়? আমিও একজন ইজরায়েলীয়। তারা কি অব্রাহামের বংশধর?* আমিও তার বংশধর।* ২৩ তারা কি খ্রিস্টের সেবক? আমি পাগলের মতো চিৎকার করে বলছি, খ্রিস্টের সেবক হিসেবে আমি তাদের চেয়ে আরও বেশি উল্লেখযোগ্য: আমি আরও বেশি কাজ করেছি, আরও বেশি বার কারাগারে গিয়েছি, অসংখ্য বার প্রহার সহ্য করেছি এবং বহু বার মৃত্যুর মুখোমুখি হয়েছি। ২৪ পাঁচ বার আমি যিহুদিদের কাছ থেকে ৩৯ বার করে প্রহার সহ্য করেছি, ২৫ তিন বার আমাকে বেত দিয়ে প্রহার করা হয়েছে, এক বার আমাকে পাথর ছুঁড়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে, তিন বার আমি জাহাজডুবির শিকার হয়েছি, এক দিন এবং এক রাত আমি সমুদ্রের অগাধ জলের মধ্যে কাটিয়েছি; ২৬ যাত্রার সময় প্রায়ই বিপদের মুখে পড়েছি এবং নদীর মধ্যে, দস্যুদের দ্বারা, নিজের লোকদের দ্বারা এবং অন্যান্য জাতির দ্বারা বিপদের মুখে পড়েছি। নগরে, প্রান্তরে ও সমুদ্রের মধ্যে এবং ভণ্ড ভাইদের দ্বারা বিপদের মুখে পড়েছি। ২৭ এ ছাড়া, শারীরিক কাজ এবং অক্লান্ত পরিশ্রম করেছি, প্রায়ই না ঘুমিয়ে রাত কাটিয়েছি, ক্ষুধা ও তৃষ্ণায় কষ্ট পেয়েছি, প্রায়ই না খেয়ে থেকেছি আর ঠাণ্ডায় এবং কাপড়ের অভাবে* কষ্ট পেয়েছি।

২৮ বাইরের এই বিষয়গুলো ছাড়াও, প্রতিদিন আমার উপর এক চাপ রয়েছে: সমস্ত মণ্ডলীর জন্য উদ্‌বিগ্নতা। ২৯ কেউ যখন দুর্বল হয়, তখন আমিও কি কষ্ট পাই* না? কেউ যদি আরেকজন ব্যক্তিকে বিশ্বাস হারানোর দিকে পরিচালিত করে,* তখন আমিও কি রেগে যাই না?

৩০ আমাকে যদি গর্ব করতেই হয়, তা হলে আমি সেই বিষয়গুলো নিয়ে গর্ব করব, যেগুলো আমার দুর্বলতাকে প্রকাশ করে। ৩১ ঈশ্বর, যিনি প্রভু যিশুর পিতা এবং চিরকাল প্রশংসা পাওয়ার যোগ্য, তিনি জানেন, আমি মিথ্যা কথা বলছি না। ৩২ দামেস্কে, রাজা আরিতার অধীনে কর্মরত রাজ্যপাল আমাকে ধরার জন্য নগরদ্বারে প্রহরী নিযুক্ত করেছিলেন। ৩৩ কিন্তু, নগরের প্রাচীরের জানালার মধ্য দিয়ে একটা ঝুড়িতে করে আমাকে নামিয়ে দেওয়া হয়েছিল আর এভাবে আমি তার হাত থেকে রক্ষা পেয়েছিলাম।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার