ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • যিরমিয় ৯
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

যিরমিয় ৯:১

পাদটীকা

  • *

    অর্থাৎ ভূমি থেকে বের হওয়া জল।

যিরমিয় ৯:১০

পাদটীকা

  • *

    অর্থাৎ পশু চরানোর মাঠ।

যিরমিয় ৯:১৩

পাদটীকা

  • *

    বা “নির্দেশনা।”

যিরমিয় ৯:১৫

পাদটীকা

  • *

    সোমরাজ হল এক প্রকারের উদ্ভিদ, যেটাতে এমন এক ধরনের উপাদান রয়েছে, যা তেতো ও বিষাক্ত।

যিরমিয় ৯:২৫

পাদটীকা

  • *

    শব্দকোষ দেখুন।

  • *

    শব্দকোষ দেখুন।

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৩/১৫/২০১৩, পৃষ্ঠা ৯-১০

যিরমিয় ৯:২৬

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৩/১৫/২০১৩, পৃষ্ঠা ৯-১০

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
  • ১৯
  • ২০
  • ২১
  • ২২
  • ২৩
  • ২৪
  • ২৫
  • ২৬
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
যিরমিয় ৯:১-২৬

যিরমিয়

৯ হায়! আমার মাথা যদি চোখের জলে পূর্ণ কুয়ো হত

আর আমার চোখ যদি সেটার ঝরনা* হত!

তা হলে, আমি আমার জাতির নিহত লোকদের জন্য দিন-রাত কাঁদতাম।

 ২ হায়! প্রান্তরে আমার যদি পথিকদের থাকার জায়গার মতো একটা জায়গা থাকত!

তা হলে, আমি আমার লোকদের ছেড়ে দিয়ে অনেক দূরে চলে যেতাম।

কারণ তারা সবাই ব্যভিচারী, প্রতারকদের দল।

 ৩ তারা নিজেদের জিভকে ধনুকের মতো বাঁকায়।

দেশে এক জন বিশ্বস্ত লোকও নেই, দেশ মিথ্যায় ভরে গিয়েছে।

যিহোবা ঘোষণা করেন: “তারা মন্দ থেকে আরও মন্দ হয়ে উঠছে

আর তারা আমার প্রতি একটুও মনোযোগ দেয় না।”

 ৪ “তোমরা প্রত্যেকে তোমাদের প্রতিবেশীর কাছ থেকে সাবধানে থেকো

আর এমনকী তোমার ভাইকেও বিশ্বাস কোরো না।

কারণ প্রত্যেক ভাই বিশ্বাসঘাতকতা করে

আর প্রত্যেক প্রতিবেশী বদনাম করে।

 ৫ প্রত্যেকে নিজের প্রতিবেশীকে ঠকায়

আর কেউ সত্যি কথা বলে না।

তারা তাদের জিভকে মিথ্যা কথা বলতে শিখিয়েছে।

তারা মন্দ কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে।

 ৬ তুমি প্রতারণার মাঝে বাস করছ।

তারা অন্যদের ঠকায় আর আমাকে জানতে চায় না।” যিহোবা এই কথা ঘোষণা করেছেন।

 ৭ তাই, স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবা এই কথা বলেন:

“আমি তাদের গলিয়ে পরীক্ষা করব।

কারণ আমি আমার লোকদের মেয়ের প্রতি আর কীই-বা করতে পারি?

 ৮ তাদের জিভ মারাত্মক তিরের মতো, সেটা মিথ্যা কথা বলে।

তারা তাদের প্রতিবেশীর সঙ্গে শান্তির কথা বলে

কিন্তু মনে মনে ওত পাতার ষড়যন্ত্র করে।”

 ৯ যিহোবা ঘোষণা করেন: “আমি কি এই সমস্ত কিছুর জন্য তাদের কাছ থেকে কৈফিয়ত চাইব না?

আমি কি এইরকম এক জাতির উপর প্রতিশোধ নেব না?

১০ আমি পর্বতগুলোর জন্য কাঁদব, শোক করব,

আমি প্রান্তরের চারণভূমিগুলোর* জন্য শোকের গান গাইব

কারণ সেগুলোকে এমনভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে যে, সেখান দিয়ে কোনো মানুষ যায় না

আর সেখানে পশুপালের আওয়াজ শোনা যায় না।

পশুরা এবং আকাশের পাখিরা পালিয়ে গিয়েছে, তারা আর নেই।

১১ আমি জেরুসালেমকে পাথরের ঢিবি এবং শিয়ালের ডেরা করে তুলব,

আমি যিহূদার নগরগুলোকে ধ্বংস করে দেব। সেখানে এক জন বাসিন্দাও থাকবে না।

১২ কে এতটা বিজ্ঞ যে, এটা বুঝবে?

যিহোবা কাকে বলেছেন, যেন সে এটা ঘোষণা করে?

দেশ কেন ধ্বংস হয়ে গিয়েছে?

কেন সেটা প্রান্তরের মতো এমনভাবে পুড়ে গিয়েছে যে,

কেউ সেটার মধ্য দিয়ে যায় না?”

১৩ যিহোবা উত্তর দেন: “কারণ আমি তাদের সামনে যে-আইন* স্থাপন করেছিলাম, তারা তা প্রত্যাখ্যান করেছে। তারা সেটা পালন করেনি এবং তারা আমার কথার বাধ্য হয়নি। ১৪ এর পরিবর্তে, তারা একগুঁয়েভাবে নিজেদের হৃদয় অনুযায়ী চলল আর তারা বাল দেবতার মূর্তিগুলোকে অনুসরণ করল, ঠিক যেমনটা তাদের বাবারা তাদের করতে শিখিয়েছিল। ১৫ তাই, স্বর্গীয় বাহিনীর শাসক এবং ইজরায়েলের ঈশ্বর যিহোবা এই কথা বলেন, ‘দেখো! আমি এই লোকদের সোমরাজ* এবং বিষ মেশানো জল খেতে বাধ্য করব। ১৬ আমি তাদের সেই জাতিগুলোর মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে দেব, যেগুলোর বিষয়ে তারা এবং তাদের পূর্বপুরুষেরা জানত না। আর আমি তাদের পিছনে একটা তলোয়ার পাঠাব, যতক্ষণ না তাদের নিশ্চিহ্ন করে দিই।’

১৭ স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবা এই কথা বলেন,

‘বোঝার ক্ষমতা দেখিয়ে কাজ করো।

সেই মহিলাদের ডেকে পাঠাও, যারা শোকের গান গায়,

সেই দক্ষ মহিলাদের ডেকে পাঠাও,

১৮ যাতে তারা তাড়াতাড়ি আসে এবং আমাদের জন্য শোকের গান গায়

আর এর ফলে, আমাদের চোখ থেকে জলের ধারা বয়ে যায়

এবং আমাদের চোখের পাতা জলে ভিজে যায়।

১৯ কারণ সিয়োন থেকে শোকের আওয়াজ শোনা গিয়েছে:

“হায়, কীভাবে আমাদের ধ্বংস করা হয়েছে!

আমাদের কতটা লজ্জিত করা হয়েছে!

কারণ আমাদের দেশ ছাড়তে হয়েছে আর তারা আমাদের ঘর-বাড়ি ধ্বংস করে দিয়েছে।”

২০ হে মহিলারা, যিহোবার কথা শোনো।

তোমাদের কান যেন তাঁর মুখ থেকে বের হওয়া কথা শোনে।

তোমাদের মেয়েদের এই শোকের গান শেখাও,

একে অন্যকে এই শোকের গান শেখাও।

২১ কারণ মৃত্যু আমাদের জানালাগুলো দিয়ে ঢুকে পড়েছে,

সেটা আমাদের দৃঢ় দুর্গগুলোতে ঢুকে পড়েছে,

যাতে রাস্তাগুলো থেকে সন্তানদের

এবং নগরের খোলা জায়গাগুলো থেকে যুবকদের কেড়ে নিতে পারে।’

২২ তুমি বলো, ‘যিহোবা এই কথা ঘোষণা করেন:

“লোকদের মৃতদেহ মাটির উপর সারের মতো পড়ে থাকবে,

সেগুলো শস্যছেদক চলে যাওয়ার পর মাটিতে পড়ে থাকা সদ্য কাটা শস্যের মতো হবে,

সেগুলোকে জড়ো করার জন্য কেউ থাকবে না।”’”

২৩ যিহোবা এই কথা বলেন:

“বিজ্ঞ ব্যক্তি নিজের প্রজ্ঞা নিয়ে গর্ব না করুক,

শক্তিশালী ব্যক্তি নিজের শক্তি নিয়ে গর্ব না করুক

আর ধনী ব্যক্তি নিজের ধনসম্পদ নিয়ে গর্ব না করুক।”

২৪ যিহোবা ঘোষণা করেন: “কিন্তু, যে গর্ব করে, সে এই বিষয়ে গর্ব করুক যে,

তার আমার বিষয়ে বোঝার ক্ষমতা এবং জ্ঞান রয়েছে যে,

আমি যিহোবা, যিনি অটল প্রেম, ন্যায়বিচার এবং পৃথিবীতে যা সঠিক, তা-ই করেন

কারণ এগুলোতেই আমি খুশি হই।”

২৫ যিহোবা ঘোষণা করেন: “দেখো! সেই দিন আসছে, যখন আমি এমন প্রত্যেকের কাছ থেকে হিসাব চাইব, যে ছিন্নত্বক* হওয়া সত্ত্বেও অছিন্নত্বকের* মতো। ২৬ অর্থাৎ আমি মিশর, যিহূদা, ইদোম ও মোয়াবের কাছ থেকে, অম্মোনীয়দের কাছ থেকে এবং প্রান্তরের যে-বাসিন্দাদের জুলফি কামানো, তাদের সবার কাছ থেকে হিসাব চাইব। কারণ সমস্ত জাতি অছিন্নত্বক এবং ইজরায়েলের সমস্ত পরিবার হৃদয়ে অছিন্নত্বক।”

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার