যিরমিয়
৪৩ যিরমিয় সমস্ত লোককে তাদের ঈশ্বর যিহোবার এই সমস্ত কথা বললেন। তাদের ঈশ্বর যিহোবা তাদেরকে যে-সমস্ত কথা বলার জন্য যিরমিয়কে পাঠিয়েছিলেন, তিনি সেইসমস্ত কথাই বললেন। যিরমিয় এই সমস্ত কথা বলে শেষ করার পর ২ হোশয়িয়ের ছেলে অসরিয়, কারেহের ছেলে যোহানন এবং সমস্ত দুঃসাহসী লোক যিরমিয়কে বললেন: “তুমি মিথ্যা কথা বলছ! আমাদের ঈশ্বর যিহোবা তোমাকে এই কথা বলতে পাঠাননি, ‘তোমরা মিশরে বাস করার জন্য সেখানে যেয়ো না।’ ৩ কিন্তু, নেরিয়ের ছেলে বারূক আমাদের বিরুদ্ধে তোমাকে উসকাচ্ছে, যাতে আমাদের কল্দীয়দের হাতে তুলে দেওয়া হয় আর তারা আমাদের মেরে ফেলে কিংবা বন্দি করে ব্যাবিলনে নিয়ে যায়।”
৪ এভাবে কারেহের ছেলে যোহানন, সমস্ত সেনাপতি এবং সমস্ত লোক যিহোবার এই আজ্ঞার বাধ্য হল না যে, তারা যেন যিহূদা দেশেই থাকে। ৫ এর পরিবর্তে, কারেহের ছেলে যোহানন এবং সমস্ত সেনাপতি যিহূদার অবশিষ্ট লোকদের নিজেদের সঙ্গে নিলেন। এরা ছিল সেই লোক, যারা সেইসমস্ত দেশ থেকে যিহূদা দেশে বাস করার জন্য ফিরে এসেছিল, যে-দেশগুলোতে তাদের ছড়িয়ে-ছিটিয়ে দেওয়া হয়েছিল। ৬ তারা পুরুষদের, মহিলাদের, সন্তানদের, রাজার মেয়েদের এবং পাহারাদারদের অধ্যক্ষ নবূষরদন শাফনের ছেলে অহীকামের ছেলে গদলিয়ের কাছে যে-সমস্ত লোককে রেখে গিয়েছিলেন, তাদের ও সেইসঙ্গে ভাববাদী যিরমিয়কে এবং নেরিয়ের ছেলে বারূককে সঙ্গে নিল। ৭ আর তারা মিশর দেশে গেল কারণ তারা যিহোবার কথার বাধ্য হল না। তারা তফন্হেষ পর্যন্ত গেল।
৮ তারপর, তফন্হেষে যিহোবার এই বার্তা যিরমিয়ের কাছে এল: ৯ “তুমি কয়েকটা বড়ো বড়ো পাথর নাও আর তফন্হেষে ফরৌণের যে-বাড়ি রয়েছে, সেটার প্রবেশস্থানে যিহুদি লোকদের চোখের সামনে ইটের রাস্তার উঁচু অংশে সেগুলো মিশ্রণের মধ্যে লুকিয়ে রাখো। ১০ তারপর, তুমি তাদের বলবে, ‘স্বর্গীয় বাহিনীর শাসক এবং ইজরায়েলের ঈশ্বর যিহোবা এই কথা বলেন: “দেখো, আমি আমার দাস ব্যাবিলনের রাজা নবূখদ্নিৎসরকে* ডেকে পাঠাচ্ছি আর আমি তার সিংহাসন ঠিক এই পাথরগুলোর উপর স্থাপন করব, যেগুলো আমি লুকিয়ে রেখেছি আর সে এগুলোর উপর নিজের রাজকীয় তাঁবু বিস্তার করবে। ১১ আর সে এসে মিশরকে আঘাত করবে। যারা মারাত্মক মহামারির জন্য নির্ধারিত, তারা মারাত্মক মহামারির কাছে যাবে, যারা বন্দিত্বের জন্য নির্ধারিত, তারা বন্দিত্বে যাবে আর যারা তলোয়ারের জন্য নির্ধারিত, তারা তলোয়ারের কাছে যাবে। ১২ আর আমি মিশরের দেবতাদের মন্দিরগুলোতে আগুন লাগিয়ে দেব আর সে সেগুলো পুড়িয়ে দেবে এবং তাদের বন্দি করে নিয়ে যাবে। একজন মেষপালক যেভাবে নিজের গায়ে পোশাক জড়ায়, সেভাবেই সে মিশরকে নিজের গায়ে জড়াবে আর সে শান্তিতে* সেখান থেকে চলে যাবে। ১৩ আর সে মিশরে বৈৎ-শেমশের* স্তম্ভগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দেবে এবং মিশরের দেবতাদের মন্দিরগুলোকে আগুনে পুড়িয়ে দেবে।”’”