ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • যিশাইয় ১৫
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

যিশাইয় ১৫:২

পাদটীকা

  • *

    আক্ষ., “বাড়িতে।”

যিশাইয় ১৫:৭

পাদটীকা

  • *

    এর জন্য ব্যবহৃত ইব্রীয় শব্দ এমন এক গাছকে নির্দেশ করে, যেটা সাধারণত মধ্যপ্রাচ্যে নদীর ধারে পাওয়া যায়। ইংরেজি নাম “পপলার।”

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
যিশাইয় ১৫:১-৯

যিশাইয়

১৫ মোয়াবের বিরুদ্ধে এক বার্তা:

মোয়াবের আর্‌কে চুপ করিয়ে দেওয়া হয়েছে

কারণ এক রাতের মধ্যেই সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে।

মোয়াবের কীরকে চুপ করিয়ে দেওয়া হয়েছে

কারণ এক রাতের মধ্যেই সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে।

 ২ সে উপরে মন্দিরে* ও দীবোনে গিয়েছে,

সে উঁচু জায়গাগুলোতে গিয়েছে, যাতে সে কাঁদতে পারে।

মোয়াব নবো ও মেদবার জন্য জোরে জোরে কাঁদছে।

প্রত্যেকের মাথা ন্যাড়া করা হয়েছে আর প্রত্যেকের দাড়ি কামানো হয়েছে।

 ৩ সেটার রাস্তায় রাস্তায় তারা চট পরে রয়েছে।

তাদের ছাদ এবং তাদের নগরের খোলা জায়গাগুলোতে তারা সবাই জোরে জোরে কাঁদছে,

তারা কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ছে।

 ৪ হিষ্‌বোন ও ইলিয়ালী জোরে জোরে কাঁদছে,

তাদের আওয়াজ দূরে যহস থেকে শোনা যাচ্ছে।

এইজন্য মোয়াবের সৈনিকেরা চিৎকার করে চলেছে।

সে থরথর করে কাঁপছে।

 ৫ মোয়াবের জন্য আমার হৃদয় কাঁদছে।

সেটার পলাতকেরা দূরে সোয়র ও ইগ্লৎ-শলিশীয়া পর্যন্ত পালিয়ে গিয়েছে।

লূহীতে ওঠার রাস্তায় যেতে যেতে তারা কাঁদছে,

হোরোণয়িমে যাওয়ার রাস্তায় তারা ধ্বংসের কারণে কাঁদছে।

 ৬ কারণ নিম্রীমের জল শুকিয়ে গিয়েছে,

সবুজ ঘাস শুকিয়ে গিয়েছে,

ঘাস আর নেই, সবুজ বলে আর কিছু নেই।

 ৭ এইজন্য তারা তাদের বেঁচে যাওয়া সম্পদ ও ধন নিয়ে

গাছগুলোর* উপত্যকা পার হয়ে যাচ্ছে।

 ৮ কারণ মোয়াবের পুরো এলাকায় কান্নার আওয়াজ শোনা যাচ্ছে।

এই কান্নার আওয়াজ ইগ্লয়িম পর্যন্ত গিয়ে পৌঁছোচ্ছে,

এই কান্নার আওয়াজ বের্‌-এলীম পর্যন্ত গিয়ে পৌঁছোচ্ছে।

 ৯ কারণ দীমোনের জল রক্তে পূর্ণ।

আর আমি দীমোনের উপর আরেকটা বিপদ নিয়ে আসব:

যারা মোয়াব থেকে পালিয়ে যাবে এবং যারা দেশে থেকে যাবে,

তাদের জন্য আমি একটা সিংহ পাঠাব।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার