যিশাইয়
১৮ ধিক সেই দেশকে, যেখানে পোকা ভনভন করে,
সেই দেশকে, যেটা ইথিওপিয়ার নদীগুলোর পাশে অবস্থিত!
২ সেই দেশ নিজের বার্তাবাহকদের সমুদ্রপথে,
জলের উপর দিয়ে নলখাগড়ার তৈরি নৌকাতে এই বলে পাঠায়:
“হে দ্রুতগামী বার্তাবাহকেরা, তোমরা সেই জাতির কাছে যাও,
যেটার লোকেরা লম্বা এবং যেটার লোকদের ত্বক মসৃণ,
যেটার লোকদের সবাই ভয় পায়,
যেটা খুবই শক্তিশালী এবং যেটা অন্যান্য জাতিকে পরাজিত করে
আর যেটার দেশকে নদীগুলো ভাসিয়ে নিয়ে গিয়েছে।”
৩ বিভিন্ন দেশের সমস্ত বাসিন্দা এবং পৃথিবীর সমস্ত লোক,
তোমরা যা দেখবে, সেটা পর্বতগুলোর উপর তোলা পতাকার মতো হবে
এবং তোমরা যা শুনবে, সেটা শিঙার আওয়াজের মতো হবে।
৪ কারণ যিহোবা আমাকে বলেছেন:
“সূর্যের কড়া রোদের মতো
এবং শস্য কাটার সময় গরমের মধ্যে কুয়াশার মতো
আমি চুপ করে থাকব এবং আমার প্রতিষ্ঠিত জায়গার দিকে* তাকিয়ে থাকব।
৫ ফুল ফুটবে এবং আঙুর পাকতে শুরু করবে,
কিন্তু ফল পাড়ার সময় আসার আগেই
কচি ডালগুলো কাস্তে দিয়ে কেটে ফেলা হবে
এবং আকর্ষগুলো কেটে ফেলে দেওয়া হবে।
৬ পর্বতের শিকারি পাখির জন্য
এবং পৃথিবীর বন্যপশুর জন্য তাদের ছেড়ে দেওয়া হবে।
গ্রীষ্ম কালজুড়ে শিকারি পাখিরা তাদের খাবে
আর শস্য কাটার সময়জুড়ে সমস্ত বন্যপশু তাদের খাবে।
৭ সেইসময় স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবার জন্য
সেই জাতির কাছ থেকে একটা উপহার আনা হবে,
যেটার লোকেরা লম্বা এবং যেটার লোকদের ত্বক মসৃণ,
যেটার লোকদের সবাই ভয় পায়,
যেটা খুবই শক্তিশালী এবং যেটা অন্যান্য জাতিকে পরাজিত করে
আর যেটার দেশকে নদীগুলো ভাসিয়ে নিয়ে গিয়েছে।
সেই উপহার স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবার নাম বহনকারী সিয়োন পর্বতে নিয়ে আসা হবে।”