ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • গীতসংহিতা ৭
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

গীতসংহিতা ৭:শীর্ষলিখন

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

গীতসংহিতা ৭:৪

পাদটীকা

  • *

    বা সম্ভবত, “আর অন্যদিকে, যে বিনা কারণে আমার বিরোধিতা করেছে, তাকে ছেড়ে দিয়ে থাকি।”

গীতসংহিতা ৭:৮

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১২/১৫/২০০৮, পৃষ্ঠা ৬

গীতসংহিতা ৭:৯

পাদটীকা

  • *

    বা “তুমি হৃৎপিণ্ড ও কিডনি।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১২/১৫/২০০৮, পৃষ্ঠা ৬

গীতসংহিতা ৭:১১

পাদটীকা

  • *

    বা “প্রতিদিন জোরালোভাবে ধমক দেন।”

গীতসংহিতা ৭:১৭

পাদটীকা

  • *

    বা “নামের উদ্দেশে সংগীত বাজাব।”

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
গীতসংহিতা ৭:১-১৭

গীতসংহিতা

দায়ূদের শোকের গান। এই গানে তিনি যিহোবাকে সেই কথাগুলোর বিষয়ে বলেছেন, যেগুলো বিন্যামীন বংশের কূশ বলেছিল।

৭ হে যিহোবা, আমার ঈশ্বর, আমি তোমার কাছে আশ্রয় নিয়েছি।

যারা আমাকে তাড়না করে, তাদের সবার কাছ থেকে আমাকে রক্ষা করো, আমাকে উদ্ধার করো।

 ২ নাহলে, তারা আমাকে সিংহের মতো ছিঁড়ে টুকরো টুকরো করে দেবে,

তারা আমাকে তুলে নিয়ে যাবে, আমাকে উদ্ধার করার কেউ থাকবে না।

 ৩ হে যিহোবা, আমার ঈশ্বর, দোষ যদি আমার হয়ে থাকে,

আমি যদি কোনো অন্যায় করে থাকি,

 ৪ কারো উপকারের প্রতিদানে তার অপকার করে থাকি

কিংবা বিনা কারণে আমার শত্রুকে লুট করে থাকি,*

 ৫ তা হলে তুমি শত্রুকে বাধা দিয়ো না,

সে যেন আমার পিছু ধাওয়া করে আমাকে ধরে ফেলে,

আমাকে মাটিতে পিষে মেরে ফেলে,

আমার মহিমা ধুলোয় মিশিয়ে দেয়। (সেলা)

 ৬ হে যিহোবা, ওঠো, তোমার রাগ দেখাও,

আমার রাগান্বিত শত্রুদের বিরুদ্ধে উঠে দাঁড়াও,

আমার জন্য জেগে ওঠো আর আদেশ দাও, যেন ন্যায়বিচার করা হয়।

 ৭ জাতিগুলো যেন তোমার চারপাশে জড়ো হয়,

তুমি উপর থেকে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে।

 ৮ যিহোবা বিভিন্ন জাতির লোকের বিচার করবেন।

হে যিহোবা, আমার ধার্মিক ও বিশ্বস্ত আচার-আচরণ অনুযায়ী

আমার বিচার করো।

 ৯ মন্দ লোকদের মন্দ কাজ শেষ করে দাও,

কিন্তু ধার্মিক লোকদের সুরক্ষিত রাখো

কারণ তুমি ন্যায়পরায়ণ ঈশ্বর আর তুমি হৃদয় এবং সবচেয়ে গভীরে থাকা অনুভূতি* পরীক্ষা কর।

১০ ঈশ্বর আমার ঢাল আর যাদের হৃদয় সৎ, তিনি তাদের ত্রাণকর্তা।

১১ ঈশ্বর ন্যায়পরায়ণ বিচারক,

তিনি প্রতিদিন তাঁর রায় ঘোষণা করেন।*

১২ কেউ যদি অনুতাপ না করে,

তা হলে ঈশ্বর তাঁর তলোয়ারে ধার দেন,

তিনি তাঁর ধনুক প্রস্তুত করে সেটা তাক করেন।

১৩ তিনি তাঁর ধ্বংসাত্মক অস্ত্রশস্ত্র প্রস্তুত করেন

এবং তাঁর জ্বলন্ত তিরগুলো প্রস্তুত করেন।

১৪ সেই ব্যক্তিকে দেখো, যার গর্ভে মন্দতা রয়েছে,

সে গর্ভে সমস্যা ধারণ করে এবং মিথ্যার জন্ম দেয়।

১৫ সে গর্ত খুঁড়ে সেটাকে আরও গভীর করে,

কিন্তু সে নিজেই সেই গর্তে পড়ে যায়।

১৬ সে যে-সমস্যা সৃষ্টি করেছে, সেটা তারই মাথার উপর এসে পড়বে,

সে নিজেরই দৌরাত্ম্যের শিকার হবে।

১৭ আমি যিহোবার ন্যায়বিচারের জন্য তাঁর প্রশংসা করব,

সর্বমহান ঈশ্বর যিহোবার নামের প্রশংসায় গান গাইব।*

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার