গীতসংহিতা
কোরহের বংশধরদের সংগীত। সংগীত পরিচালকের জন্য নির্দেশনা।
৮৫ হে যিহোবা, তুমি তোমার দেশের প্রতি অনুগ্রহ দেখিয়েছ,
তুমি যাকোবের সন্তানদের বন্দিত্ব থেকে ফিরিয়ে এনেছ।
২ তুমি তোমার লোকদের ভুল ক্ষমা করেছ,
তুমি তাদের সমস্ত পাপ ক্ষমা করেছ।* (সেলা)
৩ তুমি তোমার ক্রোধ প্রকাশ করা থেকে নিজেকে আটকালে,
তুমি তোমার প্রচণ্ড ক্রোধকে শান্ত করলে।
৪ হে আমাদের পরিত্রাণের ঈশ্বর, আমাদের ফিরিয়ে আনো,*
আমাদের প্রতি আর অসন্তুষ্ট হয়ে থেকো না।
৫ তুমি কি চিরকাল আমাদের উপর রেগে থাকবে?
তুমি কি প্রজন্মের পর প্রজন্ম ধরে রেগে থাকবে?
৬ তুমি কি আবারও আমাদের সতেজ করবে না,
যাতে তোমার লোকেরা তোমার কারণে আনন্দ করতে পারে?
৭ হে যিহোবা, আমাদের প্রতি তোমার অটল প্রেম দেখাও
আর আমাদের পরিত্রাণ করো।
৮ সত্য ঈশ্বর যিহোবা যা বলবেন, আমি তা শুনব
কারণ তিনি তাঁর লোকদের, তাঁর অনুগত লোকদের কাছে শান্তির কথা বলবেন,
তবে তারা যেন আবারও অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে না পড়ে।
৯ সত্যিই, ঈশ্বর সেই লোকদের রক্ষা করার জন্য প্রস্তুত থাকেন, যারা তাঁকে ভয় করে,
যাতে আমাদের দেশের উপর তাঁর মহিমা থাকে।
১০ অটল প্রেম এবং বিশ্বস্ততা একে অন্যের সঙ্গে মিলিত হবে,
ন্যায়বিচার* ও শান্তি একে অন্যকে চুম্বন করবে।
১১ বিশ্বস্ততা মাটি থেকে অঙ্কুরিত হবে
আর ন্যায়বিচার* আকাশ থেকে নীচে তাকাবে।
১২ হ্যাঁ, যিহোবা আমাদের যা ভালো, তা* দেবেন
আর আমাদের জমি নিজের ফল দেবে।
১৩ ন্যায়বিচার* তাঁর আগে আগে যাবে
এবং তাঁর পা ফেলার জন্য পথ প্রস্তুত করবে।