ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • ২ বংশাবলি ২১
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

২ বংশাবলি ২১:১

পাদটীকা

  • *

    আক্ষ., “যিহোশাফট তার পূর্বপুরুষদের সঙ্গে শুয়ে পড়লেন।”

২ বংশাবলি ২১:১১

পাদটীকা

  • *

    বা “দিয়ে বেশ্যাদের মতো খারাপ কাজ।”

২ বংশাবলি ২১:১৩

পাদটীকা

  • *

    বা “দিয়ে বেশ্যাদের মতো খারাপ কাজ।”

  • *

    বা “বেশ্যাদের মতো খারাপ কাজ।”

২ বংশাবলি ২১:১৭

পাদটীকা

  • *

    এই ব্যক্তিকে অহসিয় বলেও ডাকা হয়েছে।

২ বংশাবলি ২১:২০

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১১/১৫/১৯৯৮, পৃষ্ঠা ৩২

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
  • ১৯
  • ২০
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
২ বংশাবলি ২১:১-২০

বংশাবলির দ্বিতীয় খণ্ড

২১ তারপর, যিহোশাফট মারা গেলেন* আর তাকে দায়ূদ-নগরে তার পূর্বপুরুষদের কবরে কবর দেওয়া হল। তার জায়গায় তার ছেলে যিহোরাম রাজা হলেন। ২ যিহোরামের ভাইয়েরা অর্থাৎ যিহোশাফটের ছেলেরা হল অসরিয়, যিহীয়েল, সখরিয়, অসরিয়, মীখায়েল ও শফটিয়। এরা সবাই ইজরায়েলের রাজা যিহোশাফটের ছেলে। ৩ তাদের বাবা তাদের উপহার হিসেবে অনেক সোনা-রুপো এবং মূল্যবান জিনিস দিয়েছিলেন আর সেইসঙ্গে যিহূদার প্রাচীর দিয়ে ঘেরা নগরগুলোও দিয়েছিলেন। কিন্তু, রাজ্যটা তিনি যিহোরামকে দিয়েছিলেন কারণ তিনি প্রথমজাত ছেলে ছিলেন।

৪ যিহোরাম যখন তার বাবার রাজ্যের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নিলেন, তখন তিনি নিজের পদ সুরক্ষিত রাখার জন্য তার সমস্ত ভাইকে এবং ইজরায়েলের কয়েক জন অধ্যক্ষকে তলোয়ার দিয়ে মেরে ফেললেন। ৫ যিহোরাম ৩২ বছর বয়সে রাজা হলেন আর তিনি জেরুসালেম থেকে আট বছর ধরে রাজত্ব করলেন। ৬ যিহোরাম ইজরায়েলের রাজাদের পথে চললেন, ঠিক যেমনটা আহাবের পরিবারও চলেছিল কারণ তিনি আহাবের মেয়েকে বিয়ে করেছিলেন। তিনি যিহোবার দৃষ্টিতে যা মন্দ, তা-ই করতে থাকলেন। ৭ তারপরও, যিহোবা দায়ূদের সঙ্গে করা চুক্তির জন্য দায়ূদের পরিবারকে ধ্বংস করতে চাইলেন না কারণ তিনি দায়ূদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে, তার এবং তার ছেলেদের প্রদীপ চিরকাল ধরে জ্বলবে।

৮ যিহোরামের দিনে ইদোম যিহূদার বিরুদ্ধে বিদ্রোহ করল আর নিজেদের উপর একজনকে রাজা হিসেবে নিযুক্ত করল। ৯ এইজন্য যিহোরাম এবং তার সেনাপতিরা তার সমস্ত রথ নিয়ে ওপারে গেলেন। যিহোরাম রাতের বেলায় গিয়ে ইদোমীয়দের উপর আক্রমণ করলেন, যারা তাকে এবং তার রথে চড়ে যুদ্ধ করে এমন সেনাবাহিনীর সেনাপতিদের ঘিরে ছিল আর তাদের পরাজিত করলেন। ১০ তারপরও, ইদোম যিহূদার বিরুদ্ধে বিদ্রোহ করা বন্ধ করল না আর আজ পর্যন্ত তারা বিদ্রোহ করে চলেছে। সেই সময় লিব্‌নাও তার বিরুদ্ধে বিদ্রোহ করল কারণ যিহোরাম তার পূর্বপুরুষদের ঈশ্বর যিহোবাকে ছেড়ে দিয়েছিলেন। ১১ তিনি জেরুসালেমের লোকদের দিয়ে ঈশ্বরের সঙ্গে বিশ্বাসঘাতকতা* করানোর জন্য যিহূদার পর্বতগুলোতে উঁচু জায়গাও তৈরি করলেন। তিনি যিহূদাকে ভুল পথে নিয়ে গেলেন।

১২ একসময় তার কাছে ভাববাদী এলিয়ের এই বার্তা এল: “তোমার পূর্বপুরুষ দায়ূদের ঈশ্বর যিহোবা এই কথা বলেন, ‘তুমি তোমার বাবা যিহোশাফট বা যিহূদার রাজা আসার পথে চলনি। ১৩ এর পরিবর্তে, তুমি ইজরায়েলের রাজাদের পথে চলেছ এবং যিহূদা ও জেরুসালেমের লোকদের দিয়ে ঈশ্বরের সঙ্গে বিশ্বাসঘাতকতা* করিয়েছ, ঠিক যেভাবে আহাবের পরিবার বিশ্বাসঘাতকতা* করেছে। তুমি এমনকী তোমার নিজের ভাইদের, তোমার বাবার পরিবারকেও হত্যা করেছ, যারা তোমার চেয়ে ভালো ছিল। ১৪ তাই, যিহোবা তোমার লোকদের, তোমার ছেলেদের এবং তোমার স্ত্রীদের উপর চরম বিপর্যয় নিয়ে আসবেন আর তোমার সমস্ত ধনসম্পদ বিনষ্ট করে দেবেন। ১৫ আর তুমি অনেক রোগে ভুগবে। তুমি অন্ত্রের রোগেও ভুগবে আর সময়ের সঙ্গে সঙ্গে সেই রোগ এতটাই বেড়ে যাবে যে, তোমার অন্ত্র বাইরে বেরিয়ে আসবে।’”

১৬ তারপর, যিহোবা পলেষ্টীয়দের এবং ইথিওপিয়ার লোকদের কাছে বসবাসরত আরবীয়দের যিহোরামের উপর আক্রমণ করার জন্য পরিচালিত করলেন। ১৭ তাই, তারা যিহূদার উপর আক্রমণ করল এবং দেশে ঢুকে পড়ল আর তারা রাজপ্রাসাদে যে-সমস্ত ধনসম্পদ পেয়েছিল, সেই সমস্ত কিছু নিয়ে গেল। তারা যিহোরামের ছেলেদের ও স্ত্রীদেরও নিয়ে গেল। শুধু তার সবচেয়ে ছোটো ছেলে যিহোয়াহস* তার কাছে রয়ে গেল। ১৮ এই সমস্ত কিছুর পর, যিহোবা তাকে অন্ত্রের এক দুরারোগ্য রোগে আক্রান্ত করলেন। ১৯ পরে, দু-বছর পর রোগের কারণে তার অন্ত্র বেরিয়ে এল। এই রোগের কারণে তিনি প্রচণ্ড কষ্ট পেলেন আর তারপর তিনি মারা গেলেন। তার লোকেরা তার সম্মানে আগুন জ্বালাল না, যেমনটা তারা তার পূর্বপুরুষদের জন্য জ্বালিয়েছিল। ২০ যিহোরাম ৩২ বছর বয়সে রাজা হয়েছিলেন আর তিনি জেরুসালেম থেকে আট বছর ধরে রাজত্ব করেছিলেন। তিনি যখন মারা গেলেন, তখন কেউই দুঃখ পেল না। তারা তাকে দায়ূদ-নগরে কবর দিল কিন্তু রাজাদের কবরে নয়।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার