যিরমিয়
১৯ যিহোবা এই কথা বলেন: “যাও, কুমোরের কাছ থেকে একটা মাটির কলসী কেনো। লোকদের কয়েক জন প্রাচীনকে এবং যাজকদের কয়েক জন প্রাচীনকে নিয়ে ২ হিন্নোম উপত্যকায়* যাও এবং কুমোরদ্বারের মুখে দাঁড়াও। সেখানে সেই বার্তা ঘোষণা করো, যেটা আমি তোমাকে বলছি। ৩ তুমি তাদের বলবে, ‘হে যিহূদার রাজারা এবং জেরুসালেমের বাসিন্দারা, যিহোবার বার্তা শোনো। স্বর্গীয় বাহিনীর শাসক এবং ইজরায়েলের ঈশ্বর যিহোবা এই কথা বলেন:
“‘“আমি এই জায়গার উপর একটা বিপর্যয় আনতে চলেছি আর যে-কেউ সেটার বিষয়ে শুনবে, সে একেবারে হতবাক হয়ে যাবে।* ৪ কারণ তারা আমাকে পরিত্যাগ করেছে এবং এই জায়গার এমন অবস্থা করেছে যে, এটাকে চেনাই যায় না। তারা এই জায়গায় অন্য দেবতাদের উদ্দেশে বলি উৎসর্গ করছে, যাদের তারা কিংবা তাদের পূর্বপুরুষেরা কিংবা যিহূদার রাজারা জানত না আর তারা এই জায়গাটা নির্দোষ ব্যক্তিদের রক্তে পূর্ণ করেছে। ৫ তারা বালের উদ্দেশে উঁচু উঁচু জায়গা তৈরি করল, যাতে তারা তাদের ছেলেদের আগুনে পুড়িয়ে বালের উদ্দেশে হোমবলি হিসেবে উৎসর্গ করতে পারে। এটা এমন একটা কাজ, যেটার বিষয়ে আমি আজ্ঞা দিইনি বা বলিনি, এমনকী কখনো কল্পনাও করিনি।”’
৬ “‘যিহোবা এই কথা ঘোষণা করেন: “তাই দেখো, এমন দিন আসছে, যখন এই জায়গাকে আর তোফৎ কিংবা হিন্নোম উপত্যকা* বলা হবে না বরং এটাকে হত্যার উপত্যকা বলা হবে। ৭ আমি এই জায়গায় যিহূদা ও জেরুসালেমের পরিকল্পনাগুলো ব্যর্থ করে দেব। আর তাদের যে-শত্রুরা তাদের প্রাণ কেড়ে নেওয়ার চেষ্টা করছে, তাদের তলোয়ারের দ্বারা আমি তাদের মৃত্যু ঘটাব। আর আমি তাদের মৃতদেহগুলো আকাশের পাখিদের এবং পৃথিবীর পশুদের খাবার হিসেবে দেব। ৮ আমি এই নগরের এমন অবস্থা করব যে, লোকেরা তা দেখে আতঙ্কিত হয়ে পড়বে এবং সেটা নিয়ে ঠাট্টা করে শিস দেবে। সেটার পাশ দিয়ে যাওয়া প্রত্যেকে আতঙ্কিত হয়ে তাকিয়ে থাকবে এবং সেটার বিপর্যয়গুলোর কারণে শিস দেবে। ৯ আর আমি তাদের নিজেদের ছেলে-মেয়েদের মাংস খেতে বাধ্য করব আর তারা একে অন্যের মাংস খাবে কারণ তাদের শত্রুরা এবং যারা তাদের প্রাণ কেড়ে নেওয়ার চেষ্টা করছে, তারা তাদের অবরোধ করবে বলে তারা মরিয়া হয়ে উঠবে।”’
১০ “তারপর, যে-লোকেরা তোমার সঙ্গে যাবে, তাদের চোখের সামনে কলসীটা ভেঙে দিয়ো ১১ আর তাদের বোলো, ‘স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবা এই কথা বলেন: “ঠিক যেভাবে কেউ কুমোরের পাত্রকে এমনভাবে ভেঙে ফেলে যে, সেটাকে আর মেরামত করা যায় না, সেভাবেই আমি এই লোকদের এবং এই নগরকে ভেঙে ফেলব আর তারা তাদের মৃতদেহগুলো তোফতে কবর দেবে, যতক্ষণ না কবর দেওয়ার জন্য আর কোনো জায়গা অবশিষ্ট না থাকে।”’
১২ “যিহোবা ঘোষণা করেন: ‘আমি এই জায়গার প্রতি এবং এখানকার বাসিন্দাদের প্রতি এমনটাই করব, যাতে এই নগরটা তোফতের মতো হয়ে যায়। ১৩ আর জেরুসালেমের বাড়িগুলো এবং যিহূদার রাজাদের বাড়িগুলো এই তোফতের মতো অশুচি হয়ে যাবে। হ্যাঁ, সেইসমস্ত বাড়ি অশুচি হয়ে পড়বে, যেগুলোর ছাদে তারা আকাশের সমস্ত বাহিনীর উদ্দেশে বলি উৎসর্গ করেছিল এবং অন্য দেবতাদের উদ্দেশে পেয় নৈবেদ্য ঢেলে দিয়েছিল।’”
১৪ যিরমিয় যখন তোফৎ থেকে ফিরে এলেন, যেখানে যিহোবা তাকে ভবিষ্যদ্বাণী করার জন্য পাঠিয়েছিলেন, তখন তিনি যিহোবার গৃহের প্রাঙ্গণে দাঁড়ালেন আর সমস্ত লোককে বললেন: ১৫ “স্বর্গীয় বাহিনীর শাসক এবং ইজরায়েলের ঈশ্বর যিহোবা এই কথা বলেন, ‘দেখো, আমি এই নগরের উপর এবং এটার আশেপাশের সমস্ত নগরের উপর সেইসমস্ত বিপর্যয় আনতে চলেছি, যেগুলোর বিষয়ে আমি বলেছিলাম কারণ তারা একগুঁয়ে মনোভাব দেখিয়েছে আর আমার কথার বাধ্য হতে চায়নি।’”