যিরমিয়
৪৭ ফরৌণ গাজাকে আক্রমণ করার আগে পলেষ্টীয়দের বিষয়ে যিহোবার এই বার্তা ভাববাদী যিরমিয়ের কাছে এল। ২ যিহোবা এই কথা বলেন:
“দেখো! উত্তর দিক থেকে জল আসছে।
সেই জল দ্রুত গতিতে বয়ে আসবে এবং বন্যার রূপ ধারণ করবে
আর সেই বন্যা সেই দেশ এবং সেটার মধ্যে থাকা সমস্ত কিছুকে
ও সেইসঙ্গে সেই নগর এবং সেটার বাসিন্দাদের ভাসিয়ে নিয়ে যাবে।
লোকেরা কাঁদবে,
সেই দেশের প্রত্যেক বাসিন্দা জোরে জোরে কাঁদবে।
৩ যখন তার ঘোড়াদের দৌড়োনোর শব্দ শোনা যাবে,
তার যুদ্ধরথের শব্দ শোনা যাবে
এবং তার চাকাগুলোর শব্দ শোনা যাবে,
তখন বাবারা এমনভাবে দৌড়োবে যে, তারা এমনকী ঘুরে নিজেদের ছেলেদেরও দেখবে না
কারণ তাদের হাত নিস্তেজ হয়ে পড়বে।
৪ কারণ সমস্ত পলেষ্টীয়কে ধ্বংস করার দিন,
সোর ও সীদোনের সমস্ত অবশিষ্ট সাহায্যকারীকে নিশ্চিহ্ন করে দেওয়ার দিন আসছে।
কারণ যিহোবা পলেষ্টীয়দের ধ্বংস করে দেবেন,
যারা কপ্তোর* দ্বীপের অবশিষ্ট লোক।
৫ গাজা ন্যাড়া হয়ে যাবে।*
অস্কিলোন নীরব হয়ে গিয়েছে।
হে উপত্যকার সমভূমির* অবশিষ্ট লোকেরা,
তোমরা আর কতদিন নিজেদের শরীরে কাটাকুটি করবে?
৬ হে যিহোবার তলোয়ার!
তুমি কবে শান্ত হবে?
নিজের খাপে ফিরে যাও।
বিশ্রাম করো আর চুপ করে থাকো।
৭ যিহোবা যখন সেটাকে আজ্ঞা দিয়েছেন,
তখন সেটা কীভাবে শান্ত হয়ে থাকতে পারে?
তিনি সেটাকে অস্কিলোন এবং সমুদ্রতীরে পাঠিয়েছেন,
যাতে সেটা সেই জায়গাগুলোকে আক্রমণ করে।”