যিশাইয়
২১ সেই প্রান্তরের বিরুদ্ধে এক বার্তা, যেটা সমুদ্রের মতো:*
প্রান্তর থেকে, এক ভয়ংকর দেশ থেকে বিপর্যয় আসছে,
যেটা দক্ষিণ দিক থেকে আসা ঝোড়ো বাতাসের মতো।
২ আমাকে এক ভয়ংকর দর্শন দেখানো হয়েছে:
বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতকতা করছে
এবং বিনাশক বিনাশ করছে।
হে এলম, তুমি যাও! হে মাদিয়া, তুমি অবরোধ করো!
এই নগরী যে-দুঃখকষ্ট ঘটিয়েছে, আমি সেইসমস্ত দুঃখকষ্ট শেষ করব।
৩ এই দর্শন দেখে আমি খুব কষ্টের মধ্যে রয়েছি।*
জন্ম দিচ্ছে এমন মহিলার মতো আমি যন্ত্রণায় ছটফট করছি।
আমি এত দুশ্চিন্তার মধ্যে রয়েছি যে, শুনতে পাচ্ছি না,
আমার মন এত অশান্ত যে, আমি দেখতে পাচ্ছি না।
৪ আমার হৃদয় ধুক ধুক করছে, আমি আতঙ্কে কাঁপছি।
আমি যে-গোধূলির জন্য অপেক্ষা করে ছিলাম, সেটার কারণে আমি থরথর করে কাঁপছি।
৫ টেবিল সাজাও, আসন পাতো!
খাওয়া-দাওয়া করো এবং পান করো!
হে অধ্যক্ষেরা, ওঠো, ঢাল অভিষেক করো!*
৬ কারণ যিহোবা আমাকে বলেছেন:
“যাও, একজন পাহারাদারকে মোতায়েন করো এবং সে যা-কিছু দেখে, সেটা জানাতে বলো।”
৭ আর সে দেখল, একটা যুদ্ধরথ, যেটাকে এক জোড়া ঘোড়া টানছে,
একটা যুদ্ধরথ, যেটাকে গাধা টানছে
এবং একটা যুদ্ধরথ, যেটাকে উট টানছে।
সে ভালোভাবে দেখল, খুব মনোযোগ দিয়ে দেখল।
৮ তারপর, সে সিংহের মতো গর্জন করে বলল:
“হে যিহোবা, আমি দিনের বেলায় সবসময় পাহারাদারদের দুর্গে দাঁড়িয়ে থাকি
আর প্রতি রাতে আমি আমার পাহারাদারদের চৌকিতে দাঁড়িয়ে থাকি।
৯ তারপর, আমি দেখলাম:
একটা যুদ্ধরথ, যেটাকে এক জোড়া ঘোড়া টানছে এবং যেটাতে কয়েক জন পুরুষ রয়েছে!”
তারপর, সে জোরগলায় বলল:
“সে পড়ে গিয়েছে! ব্যাবিলন পড়ে গিয়েছে!
তার দেবতাদের সমস্ত খোদাই-করা মূর্তি ভেঙে টুকরো টুকরো হয়ে মাটিতে পড়ে রয়েছে!”
১০ হে আমার লোকেরা, যাদের মাড়াই করা হয়েছে,
হে আমার শস্য মাড়াই করার জায়গার শস্য,*
ইজরায়েলের ঈশ্বর, স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবার কাছ থেকে আমি যা-কিছু শুনেছি, সেই সমস্ত কিছু আমি তোমাদের জানালাম।
১১ দূমার* বিরুদ্ধে এক বার্তা:
সেয়ীর থেকে কেউ আমাকে ডেকে বলছে:
“পাহারাদার, রাত আর কতক্ষণ?
পাহারাদার, রাত আর কতক্ষণ?”
১২ পাহারাদার বলল:
“সকাল হতে চলেছে, তারপর রাতও হবে।
তোমাদের যদি কিছু জিজ্ঞেস করার থাকে, তা হলে জিজ্ঞেস করো।
আবার এসো!”
১৩ মরুভূমির* বিরুদ্ধে এক বার্তা:
হে দদানের পথযাত্রীর দল,
তোমরা মরুভূমির বনে রাত কাটাবে।
১৪ হে টেমার বাসিন্দারা,
তৃষ্ণার্ত লোকদের জন্য জল নিয়ে এসো,
পলাতক ব্যক্তিদের জন্য রুটি নিয়ে এসো।
১৫ কারণ তারা তলোয়ারের সামনে থেকে, খোলা তলোয়ারের সামনে থেকে পালিয়ে এসেছে,
তারা তাক করে রাখা ধনুকের সামনে থেকে এবং যুদ্ধের নিষ্ঠুরতা থেকে পালিয়ে এসেছে।
১৬ কারণ যিহোবা আমাকে এই কথা বললেন: “বেতনভোগী মজুরের বছর অনুযায়ী* এক বছরের মধ্যে কেদরের সমস্ত গৌরব শেষ হয়ে যাবে। ১৭ কেদরের যোদ্ধাদের মধ্যে খুব কম তিরন্দাজ অবশিষ্ট থাকবে কারণ ইজরায়েলের ঈশ্বর যিহোবা এই কথা বলেছেন।”