গীতসংহিতা
মনে করানোর জন্য দায়ূদের সংগীত।
৩৮ হে যিহোবা, তুমি রেগে গিয়ে আমাকে ধমক দিয়ো না,
তুমি রেগে গিয়ে আমাকে সংশোধন কোরো না।
২ তোমার তিরগুলো আমার একেবারে ভিতর পর্যন্ত ঢুকে গিয়েছে,
তোমার হাত আমার উপর ভারী হয়ে আছে।
৩ তোমার রাগের কারণে আমার সারা শরীর অসুস্থ হয়ে গিয়েছে।*
আমার পাপের কারণে আমার হাড়গুলোতে একটুও শান্তি নেই।
৪ কারণ আমার পাপের ঢিবি আমার মাথার চেয়েও উঁচু হয়ে গিয়েছে,
সেগুলো এমন ভারী বোঝার মতো হয়ে গিয়েছে যে, আমি সেগুলো বইতে পারছি না।
৫ আমার মূর্খতার কারণে আমার ক্ষত পচে গিয়েছে,
সেগুলো থেকে দুর্গন্ধ বের হয়।
৬ আমি ভেঙে পড়েছি, আমি এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না।
আমি সারাদিন হতাশ হয়ে ঘুরে বেড়াই।
৭ আমার শরীরের ভিতরটা যেন জ্বলছে,*
আমার সারা শরীর অসুস্থ।
৮ আমি স্তব্ধ হয়ে গিয়েছি, একেবারে ভেঙে পড়েছি,
আমি মনের উদ্বিগ্নতার কারণে জোরে জোরে আর্তনাদ করছি।
৯ হে যিহোবা, তুমি আমার সমস্ত আকাঙ্ক্ষা সম্বন্ধে জান,
আমি যে-দীর্ঘশ্বাস ফেলছি, সেটা তোমার কাছে গোপন নয়।
১০ আমার বুক ধুক ধুক করছে, আমার শক্তি ফুরিয়ে গিয়েছে
আর আমার চোখের আলো চলে গিয়েছে।
১১ আমার ক্ষতগুলো দেখে আমার বন্ধুরা ও সঙ্গীরা আমাকে এড়িয়ে চলে,
যারা একসময় আমার ঘনিষ্ঠ ছিল, তারা এখন আমার কাছ থেকে দূরে দূরে থাকে।
১২ যারা আমাকে মেরে ফেলতে চায়, তারা আমার জন্য ফাঁদ পাতে,
যারা আমার ক্ষতি করতে চায়, তারা আমাকে ধ্বংস করার কথা বলে,
তারা আমাকে প্রতারিত করার জন্য সারাদিন ধরে চক্রান্ত করে।
১৩ আমি বধির ব্যক্তির মতোই তাদের কথায় কান দিই না,
আমি বোবা ব্যক্তির মতোই নিজের মুখ খুলি না।
১৪ আমি এমন একজন লোকের মতো হয়ে গিয়েছি, যে শুনতে পায় না,
যে নিজের পক্ষে কিছু বলতে পারে না।
১৫ কারণ হে যিহোবা, আমি তোমার জন্য অপেক্ষা করেছি
আর হে যিহোবা, আমার ঈশ্বর, তুমি আমাকে উত্তর দিয়েছ।
১৬ আমি বলেছিলাম: “আমার পা যদি পিছলে যায়,
তা হলে আমার সেই অবস্থা দেখে তারা যেন আনন্দ না করে কিংবা অহংকারী হয়ে না ওঠে।”
১৭ কারণ আমি প্রায় পড়েই যাচ্ছিলাম
আর সবসময় যন্ত্রণার মধ্যে ছিলাম।
১৮ আমি আমার ভুল স্বীকার করলাম,
আমি আমার পাপের কারণে দুশ্চিন্তার মধ্যে ছিলাম।
১৯ কিন্তু, আমার শত্রুরা খুবই চনমনে ও শক্তিশালী,*
যারা আমাকে বিনা কারণে ঘৃণা করে, তারা অসংখ্য হয়ে উঠেছে।
২০ তারা আমার ভালো কাজের প্রতিদানে আমার প্রতি মন্দ কাজ করেছে,
তারা আমার বিরোধিতা করে যাচ্ছিল কারণ আমি ভালো কাজ করার প্রচেষ্টা করছিলাম।
২১ হে যিহোবা, আমাকে পরিত্যাগ কোরো না।
হে ঈশ্বর, আমার কাছ থেকে দূরে থেকো না।
২২ হে যিহোবা, আমার পরিত্রাণ,
আমাকে সাহায্য করার জন্য তাড়াতাড়ি এসো।