ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • যিরমিয় ২৭
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

যিরমিয় ২৭:৫

পাদটীকা

  • *

    আক্ষ., “আর আমার চোখে যাকে দেওয়া সঠিক বলে মনে হয়েছে।”

যিরমিয় ২৭:৮

পাদটীকা

  • *

    বা “রোগের।”

যিরমিয় ২৭:১৮

পাদটীকা

  • *

    বা “রাজপ্রাসাদের।”

যিরমিয় ২৭:১৯

পাদটীকা

  • *

    অর্থাৎ মন্দিরে থাকা তামার তৈরি বিশাল পাত্র, যেটাকে সাগর বলা হত।

যিরমিয় ২৭:২১

পাদটীকা

  • *

    বা “রাজপ্রাসাদে।”

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
  • ১৯
  • ২০
  • ২১
  • ২২
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
যিরমিয় ২৭:১-২২

যিরমিয়

২৭ যোশিয়ের ছেলে এবং যিহূদার রাজা যিহোয়াকীমের রাজত্বের শুরুতে যিহোবার এই বার্তা যিরমিয়ের কাছে এল: ২ “যিহোবা আমাকে এই কথা বললেন, ‘তুমি নিজের জন্য কয়েকটা দড়ি ও জোয়াল তৈরি করে নিজের ঘাড়ে রাখো। ৩ তারপর, যে-বার্তাবাহকেরা জেরুসালেমে যিহূদার রাজা সিদিকিয়ের কাছে এসেছে, তাদের হাতে সেগুলো ইদোমের রাজা, মোয়াবের রাজা, অম্মোনীয়দের রাজা, সোরের রাজা এবং সীদোনের রাজার কাছে পাঠাও। ৪ সেই বার্তাবাহকদের আদেশ দাও, যেন তারা তাদের প্রভুদের এই কথা বলে:

“‘“স্বর্গীয় বাহিনীর শাসক এবং ইজরায়েলের ঈশ্বর যিহোবা এই কথা বলেন, তোমরা তোমাদের প্রভুদের বলবে, ৫ ‘আমিই আমার মহাশক্তিতে আমার হাত বাড়িয়ে পৃথিবীকে, মানবজাতিকে এবং ভূমিতে থাকা পশুদের তৈরি করেছি আর আমি যাকে ইচ্ছা,* তাকেই এই সমস্ত কিছু দিয়েছি। ৬ আর এখন আমি এই সমস্ত দেশ আমার দাস ব্যাবিলনের রাজা নবূখদ্‌নিৎসরের হাতে তুলে দিয়েছি। আমি এমনকী মাঠের বন্যপশুদেরও তাকে দিয়েছি, যাতে সেগুলো তার সেবা করতে পারে। ৭ সমস্ত জাতি তার, তার ছেলের এবং তার নাতির সেবা করবে, যতদিন না তার নিজের দেশের সময় উপস্থিত হয়, যখন অনেক জাতি এবং মহান রাজারা তাকে তাদের দাস করে তুলবে।’

৮ “‘“যিহোবা ঘোষণা করেন, ‘কোনো জাতি কিংবা রাজ্য যদি ব্যাবিলনের রাজা নবূখদ্‌নিৎসরের সেবা করতে রাজি না হয় এবং ব্যাবিলনের রাজার জোয়ালের নীচে নিজের ঘাড় রাখতে রাজি না হয়, তা হলে আমি সেই জাতিকে তলোয়ার, দুর্ভিক্ষ ও মহামারির* দ্বারা শাস্তি দেব, যতক্ষণ না আমি রাজার হাতে তাদের নিশ্চিহ্ন করে দিই।’

৯ “‘“‘তাই, তোমরা তোমাদের ভাববাদীদের, জ্যোতিষীদের, স্বপ্ন দেখে ভবিষ্যৎ বলে দেয় এমন ব্যক্তিদের, জাদুকরদের এবং মায়াবিদ্যা চর্চাকারী ব্যক্তিদের কথায় কান দিয়ো না, যারা তোমাদের বলে: “তোমাদের ব্যাবিলনের রাজার সেবা করতে হবে না।” ১০ কারণ তারা তোমাদের কাছে মিথ্যা ভবিষ্যদ্‌বাণী করছে। তোমরা যদি তাদের কথা শোন, তা হলে তোমাদেরকে তোমাদের দেশ থেকে অনেক দূরে নিয়ে যাওয়া হবে আর আমি তোমাদের ছিন্নভিন্ন করে দেব এবং তোমরা বিনষ্ট হয়ে যাবে।

১১ “‘“‘কিন্তু, যে-জাতি ব্যাবিলনের রাজার জোয়ালের নীচে নিজের ঘাড় রাখবে এবং তার সেবা করবে, আমি তাকে তার নিজের দেশে থাকতে দেব, যেন সে সেখানে চাষ করে এবং সেখানে বাস করে।’ যিহোবা এই কথা ঘোষণা করেছেন।”’”

১২ আমি একইভাবে যিহূদার রাজা সিদিকিয়কেও বললাম: “আপনারা ব্যাবিলনের রাজার জোয়ালের নীচে নিজেদের ঘাড় রাখুন এবং তার লোকদের সেবা করুন। এতে আপনারা বেঁচে থাকবেন। ১৩ কেন আপনি এবং আপনার লোকেরা তলোয়ার, দুর্ভিক্ষ ও মহামারির দ্বারা মারা পড়বেন? যিহোবা বলেছেন, যে-জাতি ব্যাবিলনের রাজার সেবা করবে না, সেটাকে এই পরিণতিই ভোগ করতে হবে। ১৪ সেই ভাববাদীদের কথায় কান দেবেন না, যারা আপনাদের বলছে, ‘আপনাদের ব্যাবিলনের রাজার সেবা করতে হবে না’ কারণ তারা আপনাদের কাছে মিথ্যা ভবিষ্যদ্‌বাণী করছে।

১৫ “যিহোবা ঘোষণা করেন, ‘আমি তাদের পাঠাইনি কিন্তু তারা আমার নামে মিথ্যা ভবিষ্যদ্‌বাণী করছে। তোমরা যদি তাদের কথা শোন, তা হলে আমি তোমাদের ছড়িয়ে-ছিটিয়ে দেব আর যে-ভাববাদীরা তোমাদের কাছে ভবিষ্যদ্‌বাণী করছে, তারা ও তোমরা, উভয়ই বিনষ্ট হয়ে যাবে।’”

১৬ আর আমি যাজকদের এবং সমস্ত লোককে বললাম: “যিহোবা এই কথা বলেন, ‘তোমরা তোমাদের ভাববাদীদের কথায় কান দিয়ো না, যারা তোমাদের কাছে এই ভবিষ্যদ্‌বাণী করছে: “দেখো! যিহোবার গৃহের বাসনপত্র খুব তাড়াতাড়ি ব্যাবিলন থেকে ফিরিয়ে আনা হবে!” কারণ তারা তোমাদের কাছে মিথ্যা ভবিষ্যদ্‌বাণী করছে। ১৭ তাদের কথায় কান দিয়ো না, ব্যাবিলনের রাজার সেবা করো। এতে তোমরা বেঁচে থাকবে। কেন এই নগরটা ধ্বংসস্তূপে পরিণত হবে? ১৮ কিন্তু, তারা যদি সত্যিই ভাববাদী হয় এবং সত্যিই যিহোবার বার্তা পেয়ে থাকে, তা হলে তারা যেন স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবার কাছে বিনতি করে, যাতে যিহোবার গৃহের, যিহূদার রাজার বাড়ির* এবং জেরুসালেমের অবশিষ্ট বাসনপত্র ব্যাবিলনে নিয়ে যাওয়া না হয়।’

১৯ “কারণ স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবা স্তম্ভগুলোর, সাগরের,* ঠেলাগাড়িগুলোর এবং নগরে পড়ে থাকা বাকি বাসনপত্রের বিষয়ে একটা বার্তা দিয়েছেন। ২০ তিনি সেই বাসনপত্রের বিষয়ে বার্তা দিয়েছেন, যেগুলো ব্যাবিলনের রাজা নবূখদ্‌নিৎসর সেই সময় নিয়ে যাননি, যখন তিনি যিহোয়াকীমের ছেলে এবং যিহূদার রাজা যিকনিয়কে ও সেইসঙ্গে যিহূদা ও জেরুসালেমের সমস্ত উচ্চপদস্থ ব্যক্তিকে বন্দি করে জেরুসালেম থেকে ব্যাবিলনে নিয়ে গিয়েছিলেন। ২১ হ্যাঁ, যিহোবার গৃহে, যিহূদার রাজার বাড়িতে* এবং জেরুসালেমে পড়ে থাকা বাকি বাসনপত্রের বিষয়ে স্বর্গীয় বাহিনীর শাসক এবং ইজরায়েলের ঈশ্বর যিহোবা এই কথা বলেন: ২২ ‘যিহোবা ঘোষণা করেন, “এই বাসনপত্র ব্যাবিলনে নিয়ে যাওয়া হবে এবং এগুলো ততদিন পর্যন্ত সেখানেই থাকবে, যতদিন না আমি এগুলোর প্রতি মনোযোগ দিই। তারপর, আমি এগুলো এই জায়গায় ফিরিয়ে আনব।”’”

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার