গীতসংহিতা
দায়ূদের দ্বারা রচিত। সংগীত পরিচালকের জন্য নির্দেশনা: “স্মরণ করিয়ে দেওয়ার লিলি ফুল” অনুসারে। মিক্তাম।* শেখানোর জন্য। এই গান সেই সময়ের, যখন দায়ূদ অরাম-নহরয়িম ও অরাম-সোবার সৈন্যদের সঙ্গে লড়াই করেছিলেন আর যোয়াব ফিরে এসে লবণ উপত্যকায় ১২,০০০ জন ইদোমীয়কে মেরে ফেলেছিলেন।
৬০ হে ঈশ্বর, তুমি আমাদের প্রত্যাখ্যান করেছ, তুমি আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিয়েছ।
তুমি আমাদের উপর রেগে ছিলে, কিন্তু এখন আমাদের আবারও গ্রহণ করে নাও!
২ তুমি পৃথিবীকে কাঁপিয়ে তুলেছিলে, মাটিতে ফাটল ধরিয়েছিলে।
এবার সেটার ফাটলগুলো বন্ধ করে দাও কারণ সেটা পড়ে যাচ্ছে।
৩ তুমি তোমার লোকদের কষ্ট ভোগ করতে বাধ্য করেছ।
তুমি আমাদের এমন দ্রাক্ষারস* পান করিয়েছ, যেটার কারণে আমরা টলতে শুরু করেছি।
৪ যারা তোমাকে ভয় করে, তাদের তুমি একটা সংকেত দাও,*
যাতে তারা পালিয়ে যায় এবং তির থেকে রক্ষা পায়। (সেলা)
৫ তোমার ডান হাত দিয়ে আমাদের রক্ষা করো, আমাদের উত্তর দাও,
যাতে তুমি যাদের ভালোবাস, তারা উদ্ধার পায়।
৬ ঈশ্বর নিজের পবিত্রতার কারণে* বলেছেন:
“আমি আনন্দ করব, আমি উত্তরাধিকার হিসেবে শিখিম দেব
আর আমি সুক্কোৎ উপত্যকা* মেপে সেটা দেব।
৮ মোয়াব আমার হাত-পা ধোয়ার পাত্র।
ইদোমের উপর আমি আমার জুতো ছুড়ব।
পলেষ্টিয়াকে জয় করে আমি উল্লাস করব।”
৯ কে আমাকে সেই অবরোধ-করা* নগর পর্যন্ত নিয়ে যাবে?
কে আমাকে ইদোম পর্যন্ত নিয়ে যাবে?
১০ হে আমাদের ঈশ্বর, তুমিই আমাদের সেখানে নিয়ে যাবে।
কিন্তু, তুমি তো আমাদের প্রত্যাখ্যান করেছ,
তুমি যুদ্ধে আর আমাদের সেনাবাহিনীর সঙ্গে যাও না।
১১ আমরা বিপদের মধ্যে রয়েছি, আমাদের সাহায্য করো
কারণ রক্ষা পাওয়ার জন্য মানুষের উপর নির্ভর করে কোনো লাভ নেই।
১২ ঈশ্বরের কাছ থেকে আমরা শক্তি পাব
আর তিনি আমাদের বিরোধীদের পিষে দেবেন।