মার্ক লিখিত সুসমাচার
১৬ বিশ্রামবার* শেষ হয়ে যাওয়ার পর মগ্দলীনী মরিয়ম, যাকোবের মা মরিয়ম ও শালোমী বিভিন্ন সুগন্ধিদ্রব্য কিনে আনলেন, যাতে সেগুলো যিশুর দেহে মাখাতে পারেন। ২ আর সপ্তাহের প্রথম দিন খুব ভোরে, সূর্য ওঠার সঙ্গেসঙ্গে তারা কবরের* কাছে এলেন। ৩ তারা একে অন্যকে বলতে লাগলেন: “কবরের মুখ থেকে কে আমাদের জন্য পাথরটা সরিয়ে দেবে?” ৪ কিন্তু, তারা তাকিয়ে দেখলেন পাথরটা ইতিমধ্যেই সরানো হয়েছে, যদিও সেটা অনেক বড়ো ছিল। ৫ তারা যখন কবরের মধ্যে প্রবেশ করলেন, তখন তারা দেখলেন, একজন যুবক সাদা কাপড় পরে ডান দিকে বসে আছেন আর তারা অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন। ৬ তিনি তাদের বললেন: “আশ্চর্য হোয়ো না। আমি জানি, তোমরা নাসরতীয় যিশুকে খুঁজছ, যাঁকে দণ্ডে বিদ্ধ করা হয়েছিল। তিনি মৃতদের মধ্য থেকে উঠেছেন। তিনি এখানে নেই। দেখো, এই জায়গায় তাঁকে রাখা হয়েছিল। ৭ যাও, তোমরা গিয়ে তাঁর শিষ্যদের ও পিতরকে বলো, ‘তিনি তোমাদের আগে আগে গালীলে যাচ্ছেন। তোমরা তাঁকে সেখানে দেখতে পাবে, যেমনটা তিনি তোমাদের বলেছিলেন।’” ৮ পরে তারা বের হয়ে এলেন, ভয়ে কাঁপতে কাঁপতে এবং অত্যন্ত অবাক হয়ে কবর থেকে পালিয়ে গেলেন। তারা কাউকে কিছু বললেন না, কারণ তারা ভয় পেয়ে গিয়েছিলেন।*