ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • গীতসংহিতা ৪৪
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

গীতসংহিতা ৪৪:শীর্ষলিখন

পাদটীকা

  • *

    শব্দকোষ দেখুন।

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

গীতসংহিতা ৪৪:৪

পাদটীকা

  • *

    বা “যাকোবকে চমৎকার পরিত্রাণ দাও।”

গীতসংহিতা ৪৪:১২

পাদটীকা

  • *

    বা “তাদের মূল্য থেকে।”

গীতসংহিতা ৪৪:১৪

পাদটীকা

  • *

    আক্ষ., “মধ্যে প্রবাদে।”

গীতসংহিতা ৪৪:১৯

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    জীবন ও পরিচর্যা সভার জন্য অধ্যয়ন পুস্তিকা-র রেফারেন্স, ৫/২০২৪, পৃষ্ঠা ৬-৭

    প্রহরীদুর্গ,

    ৬/১/২০০৬, পৃষ্ঠা ৮

গীতসংহিতা ৪৪:২১

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    চিরকাল জীবন উপভোগ করুন!—বই, পাঠ ৩৬

গীতসংহিতা ৪৪:২৬

পাদটীকা

  • *

    আক্ষ., “মুক্ত।”

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
  • ১৯
  • ২০
  • ২১
  • ২২
  • ২৩
  • ২৪
  • ২৫
  • ২৬
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
গীতসংহিতা ৪৪:১-২৬

গীতসংহিতা

কোরহের বংশধরদের দ্বারা রচিত। সংগীত পরিচালকের জন্য নির্দেশনা। মস্কীল।*

৪৪ হে ঈশ্বর, আমরা নিজেদের কানে শুনেছি,

আমাদের পূর্বপুরুষেরা আমাদের জানিয়েছেন,

সেই কাজগুলোর বিষয়ে, যেগুলো তুমি তাদের দিনে করেছিলে,

হ্যাঁ, অনেক আগে করেছিলে।

 ২ তুমি নিজের হাতে অন্য জাতিগুলোকে তাড়িয়ে দিয়েছিলে

আর আমাদের পূর্বপুরুষদের তাদের দেশে বাস করিয়েছিলে।

তুমি জাতিগুলোকে পিষে দিয়েছিলে আর তাদের তাড়িয়ে দিয়েছিলে।

 ৩ আমাদের পূর্বপুরুষেরা নিজেদের তলোয়ারের সাহায্যে দেশ দখল করেননি

কিংবা নিজেদের শক্তিতে জয় লাভ করেননি।

বরং তুমি তোমার ডান হাতের শক্তি দেখিয়েছিলে বলেই

এবং তাদের উপর তোমার মুখের আলো পড়তে দিয়েছিলে বলেই এমনটা হল

কারণ তুমি তাদের উপর সন্তুষ্ট ছিলে।

 ৪ হে ঈশ্বর, তুমি আমার রাজা,

আজ্ঞা দাও যেন যাকোব পুরোপুরিভাবে জয়ী হয়।*

 ৫ তোমার শক্তিতে আমরা আমাদের শত্রুদের তাড়িয়ে দেব,

তোমার নামে আমরা আমাদের বিরোধীদের পিষে দেব।

 ৬ কারণ আমি আমার ধনুকের উপর আস্থা রাখি না

আর আমার তলোয়ার আমাকে বাঁচাতে পারবে না।

 ৭ তুমিই শত্রুদের হাত থেকে আমাদের রক্ষা করেছ

আর যারা আমাদের ঘৃণা করে, তুমিই তাদের অপমানিত করেছ।

 ৮ আমরা সারাদিন ঈশ্বরের প্রশংসা করব

আর চিরকাল তোমার নামের প্রশংসা করব। (সেলা)

 ৯ কিন্তু, এখন তুমি আমাদের পরিত্যাগ করেছ,

আমাদের অপমানিত করেছ

এবং তুমি আমাদের সৈন্যদলগুলোর সঙ্গে যাও না।

১০ তুমি বার বার আমাদের শত্রুদের কাছ থেকে পালিয়ে যেতে বাধ্য কর,

যারা আমাদের ঘৃণা করে, তারা নিজেদের ইচ্ছামতো আমাদের লুট করে।

১১ তুমি আমাদের শত্রুদের হাতে তুলে দিয়ে থাক, যাতে তারা মেষের মতোই আমাদের মেরে ফেলে,

তুমি আমাদের বিভিন্ন জাতির মধ্যে ছিন্নভিন্ন করে দিয়েছ।

১২ তুমি তোমার লোকদের প্রায় বিনা মূল্যে বিক্রি কর,

তুমি তাদের বিক্রি করে* কোনো লাভ কর না।

১৩ তুমি আমাদের প্রতিবেশীদের মাঝে আমাদের বদনাম হতে দাও,

আশেপাশের সমস্ত লোক আমাদের নিয়ে উপহাস করে এবং ঠাট্টাতামাশা করে।

১৪ তুমি আমাদের বিভিন্ন জাতির মধ্যে হাসির পাত্রে* পরিণত কর,

বিভিন্ন জাতির লোকেরা মাথা নাড়িয়ে নাড়িয়ে আমাদের নিয়ে উপহাস করে।

১৫ সারাদিন আমি অপমানিত বোধ করি,

এই লজ্জা আমি আর সহ্য করতে পারছি না

১৬ কারণ আমাদের শত্রু আমার উপর প্রতিশোধ নেয়,

আমাকে টিটকারি দেয় এবং আমার অপমান করে।

১৭ আমাদের প্রতি এত কিছু হওয়ার পরও আমরা তোমাকে ভুলে যাইনি

এবং তোমার চুক্তি ভাঙিনি।

১৮ আমাদের মন ভুল পথে যায়নি,

আমাদের পা তোমার পথ থেকে সরে যায়নি।

১৯ কিন্তু, তুমি আমাদের সেই জায়গায় পিষে দিয়েছ, যেখানে শিয়ালেরা থাকে,

তুমি আমাদের গাঢ় অন্ধকারে ঢেকে দিয়েছ।

২০ আমরা যদি আমাদের ঈশ্বরের নাম ভুলে যাই

কিংবা কোনো বিজাতীয় দেবতার সামনে হাত বাড়িয়ে তার কাছে প্রার্থনা করি,

২১ তা হলে ঈশ্বর কি সেই বিষয়ে জানতে পারবেন না?

তিনি তো হৃদয়ের সমস্ত গোপন কথা জানেন।

২২ তোমার জন্য আমরা সারাদিন মৃত্যুর মুখোমুখি হচ্ছি,

বলির মেষের মতো আমাদের গণ্য করা হয়েছে।

২৩ হে যিহোবা, জেগে ওঠো! কেন তুমি ঘুমোচ্ছ?

ওঠো! আমাদের চিরকালের জন্য পরিত্যাগ কোরো না।

২৪ কেন তুমি আমাদের দিক থেকে মুখ ঘুরিয়ে রেখেছ?

আমরা যে-কষ্ট ও অত্যাচার ভোগ করি, কেন তুমি সেগুলো ভুলে গিয়েছ?

২৫ কারণ আমাদের ধুলোর উপর ফেলে দেওয়া হয়েছে,

আমরা মাটিতে উবুড় হয়ে পড়ে রয়েছি।

২৬ আমাদের সাহায্য করার জন্য উঠে দাঁড়াও!

তোমার অটল প্রেমের কারণে আমাদের উদ্ধার* করো।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার