ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • ইয়োব ১০
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

ইয়োব ১০:১

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৩/১৫/২০০৬, পৃষ্ঠা ১৫

ইয়োব ১০:১০

পাদটীকা

  • *

    আক্ষ., “তুমি কি দুধের মতো আমাকে ঢেলে দাওনি আর পনিরের মতো আমাকে তৈরি করনি?”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৩/১৫/২০০৬, পৃষ্ঠা ১৪

ইয়োব ১০:১২

পাদটীকা

  • *

    বা “নিঃশ্বাসকে।”

ইয়োব ১০:১৩

পাদটীকা

  • *

    আক্ষ., “আর এই সমস্ত কিছু তুমি তোমরা হৃদয়ে লুকিয়ে রেখেছ।”

ইয়োব ১০:২০

পাদটীকা

  • *

    বা “আনন্দ।”

ইয়োব ১০:২১

পাদটীকা

  • *

    বা “অন্ধকার এবং মৃত্যুর ছায়ার।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৩/১৫/২০০৬, পৃষ্ঠা ১৪

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
  • ১৯
  • ২০
  • ২১
  • ২২
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
ইয়োব ১০:১-২২

ইয়োব

১০ “আমি আমার জীবনকে ঘৃণা করি!

আমি চুপ করে থাকব না, আমার মনে থাকা সমস্ত অভিযোগ প্রকাশ করব,

আমার মধ্যে থাকা তিক্ততার কারণে আমি কথা বলব।

 ২ আমি ঈশ্বরকে বলব: ‘আমাকে দোষী সাব্যস্ত কোরো না।

বলো, কেন তুমি আমার সঙ্গে লড়াই করছ?

 ৩ আমাকে অত্যাচার করে, তোমার সৃষ্টিকে তুচ্ছ করে তোমার কী লাভ?

মন্দ ব্যক্তিদের পরামর্শে খুশি হয়ে তোমার কী লাভ?

 ৪ তোমার চোখ কি মানুষের চোখের মতো?

তুমি কি মরণশীল মানুষের মতো করে দেখ?

 ৫ তোমার আয়ু কি মরণশীল মানুষের আয়ুর মতো,

যেটা দিন ও বছরে গোনা হয়?

 ৬ কেন তুমি আমার মধ্যে ভুল খুঁজছ?

কেন তুমি আমার মধ্যে পাপ খুঁজছ?

 ৭ তুমি জান, আমি দোষী নই

আর কেউ আমাকে তোমার হাত থেকে রক্ষা করতে পারবে না।

 ৮ তুমি নিজের হাতে আমাকে গঠন করেছ এবং তৈরি করেছ

আর এখন তুমি নিজেই আমাকে ধ্বংস করে দিতে চাইছ?

 ৯ হে ঈশ্বর, স্মরণ করো, তুমি নিজে মাটি দিয়ে আমাকে তৈরি করেছ

আর এখন তুমি নিজেই আমাকে ধুলোয় মিশিয়ে দিতে চাইছ?

১০ তুমি কি আমাকে আমার মায়ের গর্ভে রাখনি

আর আমাকে আকার দাওনি?*

১১ তুমি আমাকে চামড়া ও মাংস পরিয়েছ

আর হাড় ও শিরা দিয়ে আমাকে গড়েছ।

১২ এই জীবন তোমারই দান! তুমি আমার প্রতি অটল প্রেম দেখিয়েছ,

তুমি আমার যত্ন নিয়েছ, আমার প্রাণকে* সুরক্ষিত রেখেছ।

১৩ কিন্তু, মনে মনে তুমি আমার উপর বিপদ আনার কথা ভাবলে।*

আমি জানি, এই সবই তোমার কাজ।

১৪ আমি পাপ করলে তুমি তা দেখবে

আর তুমি আমার অপরাধ ক্ষমা করবে না।

১৫ আমি যদি দোষী হই, তা হলে ধিক আমাকে!

কিন্তু, আমি যদি নির্দোষ হই, তারপরও আমি মাথা তুলতে পারব না

কারণ আমি অনেক অপমান ও কষ্ট সহ্য করেছি।

১৬ আমি যদি আমার মাথা তুলি, তা হলে তুমি সিংহের মতো আমাকে আক্রমণ করবে,

তুমি আবারও আমার বিরুদ্ধে তোমার শক্তি দেখাবে।

১৭ তুমি আমার বিরুদ্ধে নতুন নতুন সাক্ষি দাঁড় করাও,

আমার বিরুদ্ধে তোমার রাগ বাড়তে থাকে

আর আমার উপর একের-পর-এক সমস্যা আসতে থাকে।

১৮ কেন তুমি আমাকে আমার মায়ের গর্ভ থেকে বের হতে দিলে?

ভালো হত যদি আমি সেখানেই মারা যেতাম আর কেউ আমাকে দেখতে পেত না।

১৯ তখন আমার থাকা না থাকা সমান হত!

আমি মায়ের গর্ভ থেকে সোজা কবরে যেতাম।’

২০ আমার কাছে কি আর অল্প কয়েক দিনই বাকি নেই?

হায়! ঈশ্বর যেন আমাকে একা ছেড়ে দেন,

তিনি যেন আমার দিক থেকে তাঁর চোখ সরিয়ে নেন, যাতে আমি একটু স্বস্তি* পাই।

২১ কারণ খুব তাড়াতাড়ি আমি চলে যাচ্ছি,

সেই গাঢ় অন্ধকারের* দেশে, যেখান থেকে আমি ফিরে আসব না,

২২ ঘুটঘুটে অন্ধকারের সেই দেশে,

যেখানে ঘন ছায়া এবং বিশৃঙ্খলা রয়েছে

আর যেখানে এমনকী আলোকেও অন্ধকার বলে মনে হয়।”

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার