গীতসংহিতা
আরোহণের গান।
১২৩ তুমি স্বর্গে সিংহাসনে বসে রয়েছ
আর আমি চোখ তুলে তোমার দিকেই তাকাই।
২ ঠিক যেভাবে দাসদের চোখ তাদের কর্তার হাতের দিকে থাকে
এবং একজন দাসীর চোখ তার কর্ত্রীর হাতের দিকে থাকে,
সেভাবেই আমাদের চোখ আমাদের ঈশ্বর যিহোবার দিকে থাকে,
যতক্ষণ না তিনি আমাদের প্রতি অনুগ্রহ দেখান।
৩ আমাদের প্রতি অনুগ্রহ দেখাও, হে যিহোবা, আমাদের প্রতি অনুগ্রহ দেখাও
কারণ আমাদের যতটা অপমান সহ্য করার কথা ছিল, তার পুরোটাই আমরা সহ্য করেছি।
৪ যারা অতিরিক্ত আত্মবিশ্বাসী,
তাদের কাছ থেকে যতটা টিটকারি সহ্য করার কথা ছিল, তার পুরোটাই আমরা সহ্য করেছি
আর অহংকারী লোকদের কাছ থেকে যতটা অপমান সহ্য করার কথা ছিল, তার পুরোটাই আমরা সহ্য করেছি।