বংশাবলির প্রথম খণ্ড
১০ পলেষ্টীয়েরা ইজরায়েলীয়দের বিরুদ্ধে যুদ্ধ করছিল। ইজরায়েলীয় সৈন্যেরা পলেষ্টীয়দের কাছে হেরে পালিয়ে গেল আর অনেক ইজরায়েলীয় সৈন্য গিল্বোয় পর্বতে মারা পড়ল। ২ পলেষ্টীয় সৈন্যেরা শৌল এবং তার ছেলেদের পিছু ধাওয়া করতে করতে তাদের কাছে পৌঁছে গেল। তারা শৌলের ছেলে যোনাথন, অবীনাদব ও মল্কীশূয়কে মেরে ফেলল। ৩ তারপর, তারা শৌলের বিরুদ্ধে তুমুল যুদ্ধ করল আর তিরন্দাজেরা তাকে দেখতে পেয়ে তাকে আহত করল। ৪ তখন শৌল তার অস্ত্র বহনকারী সৈন্যকে বললেন: “তুমি তোমার তলোয়ার বের করে আমাকে বিদ্ধ করো, যাতে ওই অচ্ছিন্নত্বক পুরুষেরা এসে নিষ্ঠুরভাবে আমার উপর অত্যাচার* না করে।” কিন্তু, তার অস্ত্র বহনকারী সৈন্য রাজি হল না কারণ তার তা করার সাহস হল না। তখন শৌল নিজের তলোয়ার নিলেন আর নিজেই সেটার উপর পড়লেন। ৫ যখন শৌলের অস্ত্র বহনকারী সৈন্য দেখল যে, তিনি মারা গিয়েছেন, তখন সেও নিজের তলোয়ারের উপর পড়ল আর মারা গেল। ৬ এভাবে শৌল এবং তার তিনটি ছেলে মারা গেলেন এবং তাদের সঙ্গে তার পরিবারের সমস্ত লোক মারা গেলেন। ৭ যখন উপত্যকায়* বসবাসরত সমস্ত ইজরায়েলীয় দেখল যে, সবাই পালিয়ে গিয়েছে আর শৌল এবং তার ছেলেরা মারা গিয়েছেন, তখন তারা নিজের নিজের নগর ছেড়ে পালাতে লাগল। তারপর, পলেষ্টীয়েরা এসে সেই নগরগুলো দখল করে নিল।
৮ পরের দিন যখন পলেষ্টীয়েরা সেই ইজরায়েলীয় সৈন্যদের পোশাক-আশাক ও অস্ত্রশস্ত্র নিতে এল, যাদের তারা মেরে ফেলেছিল, তখন গিল্বোয় পর্বতে তারা শৌল এবং তার ছেলেদের মৃতদেহ দেখতে পেল। ৯ তারা শৌলের মাথা কেটে নিল, তার বর্ম খুলে নিল এবং তার সমস্ত অস্ত্র নিয়ে নিল। তারা পলেষ্টীয়দের পুরো দেশে বার্তা পাঠাল, যেন এই খবর তাদের মূর্তিগুলোর মন্দির পর্যন্ত পৌঁছোয় এবং লোকদের জানানো হয়। ১০ পরে, তারা শৌলের অস্ত্রশস্ত্র নিয়ে তাদের দেবতার মন্দিরে রাখল আর তার মাথাটা দাগোনের মন্দিরে টাঙিয়ে দিল।
১১ গিলিয়দের যাবেশের বাসিন্দারা যখন শুনল, পলেষ্টীয়েরা শৌলের প্রতি কী করেছে, ১২ তখন তাদের সমস্ত যোদ্ধা বেরিয়ে পড়ল আর শৌল এবং তার ছেলেদের মৃতদেহ বয়ে নিয়ে গেল। তারা সেই মৃতদেহগুলো যাবেশে নিয়ে এল আর তাদের হাড়গুলো যাবেশে বড়ো গাছের নীচে পুঁতে দিল আর তারা সাত দিন ধরে উপবাস করল।
১৩ এভাবে শৌল মারা গেলেন কারণ তিনি যিহোবার প্রতি অবিশ্বস্ত হয়ে পড়েছিলেন আর তিনি যিহোবার আজ্ঞা পালন করেননি আর সেইসঙ্গে তিনি মৃত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার দাবি করত এমন মহিলার কাছে নির্দেশনা চেয়েছিলেন, ১৪ কিন্তু যিহোবার কাছে নির্দেশনা চাননি। এইজন্য ঈশ্বর তাকে মেরে ফেললেন আর যিশয়ের ছেলে দায়ূদের হাতে রাজত্ব তুলে দিলেন।