যিরমিয়
৪১ সপ্তম মাসে রাজপরিবারের সদস্য এবং রাজার একজন প্রধান ব্যক্তি ইশ্মায়েল, যিনি নথনিয়ের ছেলে এবং ইলীশামার নাতি ছিলেন, তিনি দশ জনকে নিয়ে মিস্পায় অহীকামের ছেলে গদলিয়ের কাছে এলেন। তারা যখন মিস্পায় একসঙ্গে খাবার খাচ্ছিলেন, ২ তখন নথনিয়ের ছেলে ইশ্মায়েল এবং তার সঙ্গে থাকা সেই দশ জন ব্যক্তি উঠে শাফনের ছেলে অহীকামের ছেলে গদলিয়কে তলোয়ার দিয়ে মেরে ফেললেন। এভাবে ইশ্মায়েল সেই ব্যক্তিকে মেরে ফেললেন, যাকে ব্যাবিলনের রাজা সেই দেশের উপর আধিকারিক* হিসেবে নিযুক্ত করেছিলেন। ৩ এ ছাড়া, ইশ্মায়েল মিস্পায় গদলিয়ের সঙ্গে থাকা সমস্ত যিহুদিকে ও সেইসঙ্গে সেখানে থাকা কল্দীয় সৈন্যদেরও মেরে ফেললেন।
৪ যে-দিন গদলিয়কে হত্যা করা হল, তার পরের দিন সেই বিষয়ে জানাজানি হওয়ার আগেই ৫ শিখিম, শিলো ও শমরিয়া থেকে ৮০ জন পুরুষ এল। তাদের দাড়ি কামানো ছিল, তাদের জামাকাপড় ছেঁড়া ছিল, তারা নিজেদের শরীরে কাটাকুটি করেছিল আর তারা যিহোবার গৃহে উৎসর্গ করার জন্য হাতে করে শস্য নৈবেদ্য* ও লোবান* নিয়ে এসেছিল। ৬ তখন নথনিয়ের ছেলে ইশ্মায়েল তাদের সঙ্গে দেখা করার জন্য কাঁদতে কাঁদতে মিস্পা থেকে বের হলেন। তাদের সঙ্গে তার যখন দেখা হল, তখন তিনি তাদের বললেন: “অহীকামের ছেলে গদলিয়ের কাছে চলো।” ৭ কিন্তু, তারা যখন নগরে এল, তখন নথনিয়ের ছেলে ইশ্মায়েল এবং তার লোকেরা তাদের মেরে ফেললেন আর তাদেরকে কুয়োয়* ফেলে দিলেন।
৮ কিন্তু, সেখানে আসা পুরুষদের মধ্যে দশ জন পুরুষ ইশ্মায়েলকে বলেছিল: “আমাদের মেরে ফেলবেন না কারণ আমাদের কাছে অনেক গম, যব, তেল এবং মধু রয়েছে, আমরা এগুলো খেতে লুকিয়ে রেখেছি।” তাই, ইশ্মায়েল সেই পুরুষদেরকে তাদের ভাইদের সঙ্গে মেরে ফেললেন না। ৯ ইশ্মায়েল যত লোককে হত্যা করেছিলেন, তাদের সবার মৃতদেহ একটা বড়ো কুয়োয়* ফেলে দিলেন। এটা ছিল সেই কুয়ো,* যেটা রাজা আসা ইজরায়েলের রাজা বাশার কারণে তৈরি করেছিলেন। নথনিয়ের ছেলে ইশ্মায়েল সেই কুয়োটা* মৃতদেহ দিয়ে ভরিয়ে দিলেন।
১০ ইশ্মায়েল মিস্পার অবশিষ্ট লোকদের বন্দি করলেন। তাদের মধ্যে রাজার মেয়েরা এবং মিস্পার সেই অবশিষ্ট লোকেরাও ছিল, যাদের পাহারাদারদের অধ্যক্ষ নবূষরদন অহীকামের ছেলে গদলিয়ের অধীনে রেখেছিলেন। নথনিয়ের ছেলে ইশ্মায়েল তাদের বন্দি করলেন এবং পার হয়ে অম্মোনীয়দের কাছে যাওয়ার জন্য রওনা হলেন।
১১ কারেহের ছেলে যোহানন এবং তার সঙ্গে থাকা সমস্ত সেনাপতি যখন নথনিয়ের ছেলে ইশ্মায়েলের সমস্ত মন্দ কাজের বিষয়ে শুনলেন, ১২ তখন তারা সমস্ত লোককে নিয়ে নথনিয়ের ছেলে ইশ্মায়েলের সঙ্গে লড়াই করতে গেলেন। তারা ইশ্মায়েলকে গিবিয়োনের সেই জায়গায় খুঁজে পেলেন, যেখানে অনেক জল* ছিল।
১৩ ইশ্মায়েলের সঙ্গে যে-লোকেরা ছিল, তারা যখন কারেহের ছেলে যোহাননকে এবং তার সঙ্গে থাকা সমস্ত সেনাপতিকে দেখল, তখন তারা খুব আনন্দিত হল। ১৪ তখন সমস্ত লোক যাদের ইশ্মায়েল মিস্পা থেকে বন্দি করে নিয়ে যাচ্ছিলেন, তারা ঘুরে কারেহের ছেলে যোহাননের কাছে চলে গেল। ১৫ কিন্তু, নথনিয়ের ছেলে ইশ্মায়েল এবং তার আট জন লোক যোহাননের কাছ থেকে পালিয়ে অম্মোনীয়দের কাছে চলে গেলেন।
১৬ নথনিয়ের ছেলে ইশ্মায়েল অহীকামের ছেলে গদলিয়কে হত্যা করার পর, কারেহের ছেলে যোহানন এবং তার সঙ্গে থাকা সমস্ত সেনাপতি মিস্পার সেই অবশিষ্ট লোকদের নিলেন, যাদের তারা ইশ্মায়েলের হাত থেকে উদ্ধার করেছিলেন। তারা সেই সৈন্যদের, পুরুষদের, মহিলাদের, সন্তানদের ও রাজকর্মচারীদের গিবিয়োন থেকে ফিরিয়ে আনলেন। ১৭ তারা মিশরে যাওয়ার জন্য বেথলেহেমের কাছে কিম্হমের থাকার জায়গায় গিয়ে সেখানে থাকলেন। ১৮ কারণ তারা কল্দীয়দের কারণে খুব ভয় পেয়ে গিয়েছিলেন। তারা ভয় পেয়ে গিয়েছিলেন কারণ নথনিয়ের ছেলে ইশ্মায়েল অহীকামের ছেলে গদলিয়কে মেরে ফেলেছিলেন, যাকে ব্যাবিলনের রাজা সেই দেশের উপর আধিকারিক* হিসেবে নিযুক্ত করেছিলেন।