বংশাবলির প্রথম খণ্ড
১৩ দায়ূদ এক-শো জনের এবং হাজার জনের দলের অধ্যক্ষদের সঙ্গে এবং প্রত্যেক নেতার সঙ্গে পরামর্শ করলেন। ২ তারপর, তিনি ইজরায়েলের পুরো মণ্ডলীকে বললেন: “তোমাদের কাছে এবং আমাদের ঈশ্বর যিহোবার কাছে যদি এটা সঠিক বলে মনে হয়, তা হলে এসো, আমরা ইজরায়েলের সমস্ত এলাকায় বসবাসরত আমাদের অন্য ভাইদের কাছে এবং যে-যাজক ও লেবীয়েরা চারণভূমি-সহ* তাদের নগরগুলোতে বাস করে, তাদের কাছে খবর পাঠাই, যাতে তারা সবাই এসে আমাদের সঙ্গে একত্রিত হয়। ৩ আর এসো, আমরা আমাদের ঈশ্বরের সিন্দুক ফিরিয়ে আনি।” কারণ শৌলের দিনে তারা সেটার কোনো যত্নই নেয়নি। ৪ তখন পুরো মণ্ডলী তা করতে রাজি হল কারণ সবার কাছেই তা সঠিক বলে মনে হল। ৫ তাই, দায়ূদ মিশরের নদী* থেকে শুরু করে দূরে অবস্থিত লিবো-হমাৎ* পর্যন্ত বসবাসরত সমস্ত ইজরায়েলীয়কে একত্রিত করলেন, যাতে তারা কিরিয়ৎ-যিয়ারীম থেকে সত্য ঈশ্বরের সিন্দুক নিয়ে আসে।
৬ দায়ূদ এবং পুরো ইজরায়েল যিহূদায় অবস্থিত বালায় অর্থাৎ কিরিয়ৎ-যিয়ারীমে গেলেন, যাতে সেখান থেকে সত্য ঈশ্বর যিহোবার সিন্দুক নিয়ে আসেন, যিনি করূবদের উপরে* সিংহাসনে বসে থাকেন। সেই সিন্দুকের সামনেই লোকেরা তাঁর নামে ডাকে। ৭ কিন্তু, তারা সত্য ঈশ্বরের সিন্দুকটা একটা নতুন গাড়ির উপর রাখলেন এবং সিন্দুকটা অবীনাদবের বাড়ি থেকে নিয়ে যেতে লাগলেন। উষঃ ও অহিয়ো গাড়ির আগে আগে যাচ্ছিল। ৮ দায়ূদ এবং পুরো ইজরায়েল সম্পূর্ণ হৃদয় দিয়ে সত্য ঈশ্বরের সামনে আনন্দ করছিলেন। তারা বীণা, অন্যান্য তারওয়ালা বাদ্যযন্ত্র, খঞ্জনি, করতাল ও তূরী বাজাতে বাজাতে এবং গান গাইতে গাইতে যাচ্ছিল। ৯ কিন্তু, তারা যখন কীদোনের শস্য মাড়াই করার জায়গায় এসে পৌঁছোল, তখন যে-ষাঁড়গুলো গাড়িটাকে টানছিল, সেগুলো গাড়িটাকে প্রায় উলটেই ফেলছিল, এমন সময় উষঃ হাত বাড়িয়ে সিন্দুকটা ধরল। ১০ এতে উষঃয়ের প্রতি যিহোবার ক্রোধের আগুন জ্বলে উঠল আর তিনি সেখানেই তাকে আঘাত করলেন কারণ উষঃ হাত বাড়িয়ে সিন্দুকটা ধরেছিল আর সে ঈশ্বরের সামনেই মারা গেল। ১১ কিন্তু, উষঃয়ের প্রতি যে যিহোবার ক্রোধের আগুন জ্বলে উঠেছে, তা দেখে দায়ূদ রেগে গেলেন।* এই ঘটনার কারণে আজ পর্যন্ত সেই জায়গাটা পেরস-উষঃ* নামে পরিচিত।
১২ তাই, সেই দিন দায়ূদ সত্য ঈশ্বরের কারণে খুব ভয় পেয়ে গেলেন আর বললেন: “সত্য ঈশ্বরের সিন্দুক কীভাবে আমি আমার কাছে নিয়ে আসব?” ১৩ দায়ূদ সিন্দুকটা দায়ূদ-নগরে নিজের কাছে আনলেন না। এর পরিবর্তে, তিনি সেই সিন্দুকটা গাতে বসবাসকারী ওবেদ-ইদোমের বাড়িতে পৌঁছে দিলেন। ১৪ সত্য ঈশ্বরের সিন্দুক তিন মাস ধরে ওবেদ-ইদোমের পরিবারের কাছেই থাকল আর যিহোবা ওবেদ-ইদোমের পরিবারকে এবং তার যা-কিছু ছিল, সেই সমস্ত কিছুর উপর আশীর্বাদ করতে থাকলেন।