শমূয়েলের প্রথম পুস্তক
৫ পলেষ্টীয়েরা যখন সত্য ঈশ্বরের সিন্দুক দখল করে নিল, তখন তারা সেটা এবন্-এষর থেকে অস্দোদে নিয়ে গেল। ২ সেখানে তারা সেই সিন্দুকটাকে দাগোন দেবতার মন্দিরে নিয়ে গেল এবং দাগোনের মূর্তির পাশে রাখল। ৩ পরের দিন অস্দোদের লোকেরা যখন সকাল সকাল উঠল, তখন তারা দেখল, দাগোনের মূর্তিটা যিহোবার সিন্দুকের সামনে মাটিতে মুখ থুবড়ে পড়ে রয়েছে। তারা মূর্তিটা তুলে আবারও সেটার জায়গায় রেখে দিল। ৪ দ্বিতীয় দিন তারা সকাল সকাল ঘুম থেকে উঠে দেখল, দাগোনের মূর্তিটা আবারও যিহোবার সিন্দুকের সামনে মাটিতে মুখ থুবড়ে পড়ে রয়েছে। মূর্তির মাথা এবং দুটো হাত কাটা ছিল আর সেগুলো মন্দিরের চৌকাঠে পড়ে ছিল। কেবল দেহটাই আস্ত ছিল, যেটা মাছের মতো দেখতে।* ৫ এইজন্য আজ পর্যন্ত অস্দোদে দাগোনের যাজকেরা এবং তার মন্দিরে আসা লোকেরা মন্দিরের চৌকাঠের উপর পা রাখে না।
৬ যিহোবা অস্দোদের লোকদের কঠোর শাস্তি দিলেন আর অস্দোদ এবং সেটার সমস্ত এলাকায় বসবাসরত লোকদের অর্শ রোগ দিয়ে আঘাত করলেন আর এর ফলে, তাদের অবস্থা অনেক খারাপ হয়ে গেল। ৭ এসব দেখে অস্দোদের পুরুষেরা বলল: “ইজরায়েলের ঈশ্বরের সিন্দুক আমাদের মধ্য থেকে সরিয়ে দাও কারণ তিনি আমাদের এবং আমাদের দেবতা দাগোনের প্রতি খুবই নিষ্ঠুর আচরণ করেছেন।” ৮ তাই, তারা পলেষ্টীয়দের সমস্ত শাসনকর্তাকে ডেকে পাঠাল আর তাদের একত্রিত করে জিজ্ঞেস করল: “ইজরায়েলের ঈশ্বরের সিন্দুক নিয়ে কী করা যায়?” তারা বলল: “ইজরায়েলের ঈশ্বরের সিন্দুক এখান থেকে সরিয়ে গাতে নিয়ে যাও।” তখন পলেষ্টীয়েরা ইজরায়েলের ঈশ্বরের সিন্দুকটা গাতে নিয়ে গেল।
৯ সিন্দুকটা যখন গাতে নিয়ে যাওয়া হল, তখন যিহোবা সেই নগরের উপরও আঘাত নিয়ে এলেন আর এর ফলে, লোকেরা খুবই আতঙ্কিত হয়ে পড়ল। তিনি নগরের সমস্ত লোককে, ছোটো থেকে বড়ো, সবাইকে অর্শ রোগ দিয়ে আঘাত করলেন। ১০ তাই, গাতের লোকেরা সত্য ঈশ্বরের সিন্দুকটা ইক্রোণে পাঠিয়ে দিল। কিন্তু, সিন্দুকটা ইক্রোণে পৌঁছোনোমাত্রই সেখানকার লোকেরা এই বলে চিৎকার করতে লাগল: “ওরা ইজরায়েলের ঈশ্বরের সিন্দুক এখানে কেন নিয়ে এসেছে? ওরা কি আমাদের এবং আমাদের লোকদের মেরে ফেলতে চায়?” ১১ পরে, তারা পলেষ্টীয়দের সমস্ত শাসনকর্তাকে ডেকে পাঠাল আর তাদের একত্রিত করে বলল: “ইজরায়েলের ঈশ্বরের সিন্দুক এখান থেকে দূর করো, সেটাকে নিজের জায়গায় পাঠিয়ে দাও, যাতে আমরা এবং আমাদের লোকেরা মারা না পড়ি।” তারা এই কথা বলল কারণ পুরো নগরের লোকদের মনে মৃত্যুর ভয় ঢুকে গিয়েছিল। সত্য ঈশ্বর নগরের লোকদের কঠোর শাস্তি দিলেন। ১২ আর যারা বেঁচে গেল, তারা অর্শ রোগের দ্বারা আক্রান্ত হল। নগরের সমস্ত লোক আকাশের দিকে তাকিয়ে সাহায্যের জন্য আর্তনাদ করতে লাগল।