ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • দ্বিতীয় বিবরণ ৩
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

দ্বিতীয় বিবরণ ৩:১১

পাদটীকা

  • *

    বা “তার কফিন।”

  • *

    বা সম্ভবত, “কালো ব্যাসল্ট শিলার।”

  • *

    এক হাত সমান ৪৪.৫ সেন্টিমিটার (১৭.৫ ইঞ্চি)। পরিশিষ্টের খ১৪ দেখুন।

দ্বিতীয় বিবরণ ৩:১৪

পাদটীকা

  • *

    অর্থ, যায়ীরের গ্রাম, যেখানে সবাই তাঁবুতে বাস করে।

দ্বিতীয় বিবরণ ৩:১৭

পাদটীকা

  • *

    অর্থাৎ ডেড সি।

দ্বিতীয় বিবরণ ৩:২৭

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    জীবন ও পরিচর্যা সভার জন্য অধ্যয়ন পুস্তিকা-র রেফারেন্স, ২/২০২০, পৃষ্ঠা ১-২

দ্বিতীয় বিবরণ ৩:২৮

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    জীবন ও পরিচর্যা সভার জন্য অধ্যয়ন পুস্তিকা-র রেফারেন্স, ২/২০২০, পৃষ্ঠা ১-২

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
  • ১৯
  • ২০
  • ২১
  • ২২
  • ২৩
  • ২৪
  • ২৫
  • ২৬
  • ২৭
  • ২৮
  • ২৯
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
দ্বিতীয় বিবরণ ৩:১-২৯

দ্বিতীয় বিবরণ

৩ “পরে আমরা ঘুরে বাশনের পথ দিয়ে গেলাম। তখন বাশনের রাজা ওগ তার সমস্ত লোককে নিয়ে ইদ্রিয়ীতে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এলেন। ২ সেইসময় যিহোবা আমাকে বললেন, ‘তুমি তাকে ভয় পেয়ো না কারণ আমি তাকে, তার সমস্ত লোককে এবং তার দেশ তোমার হাতে তুলে দেব। হিষ্‌বোনে বসবাসরত ইমোরীয়দের রাজা সীহোনের প্রতি তুমি যা করেছিলে, তার প্রতিও তুমি তা-ই করবে।’ ৩ আমাদের ঈশ্বর যিহোবা বাশনের রাজা ওগ এবং তার সমস্ত লোককেও আমাদের হাতে সমর্পণ করে দিলেন। আমরা ততক্ষণ পর্যন্ত তাদের হত্যা করতে থাকলাম, যতক্ষণ পর্যন্ত না তারা সবাই মারা গেল। ৪ পরে আমরা ওগের রাজ্য বাশনে অবস্থিত পুরো অর্গোব জয় করে নিলাম আর তার সমস্ত নগর দখল করে নিলাম। আমরা মোট ৬০টা নগর দখল করে নিলাম। সেখানে এমন একটাও নগর রইল না, যেটা আমরা দখল করলাম না। ৫ এই সমস্ত নগর উঁচু উঁচু প্রাচীর দিয়ে ঘেরা ছিল আর তাতে দরজা ও হুড়কো ছিল। এ ছাড়া, সেখানে এমন অনেক নগরও ছিল, যেগুলো প্রাচীর দিয়ে ঘেরা ছিল না। ৬ কিন্তু, আমরা এই সমস্ত নগর ধ্বংস করে দিলাম, ঠিক যেমনটা আমরা হিষ্‌বোনের রাজা সীহোনের প্রতি করেছিলাম। আমরা প্রতিটা নগর ধ্বংস করে সেখানকার পুরুষ, মহিলা ও বাচ্চাদের হত্যা করলাম। ৭ আর সেই নগরগুলোতে যত পশুপাল ও জিনিসপত্র ছিল, সেগুলোর সবই আমরা লুট করে নিলাম।

৮ “এভাবে আমরা জর্ডন এলাকায় দু-জন ইমোরীয় রাজার দেশই দখল করে নিলাম, যেগুলোর সীমানা অর্ণোন উপত্যকা থেকে শুরু করে হর্মোণ পর্বত পর্যন্ত বিস্তৃত ছিল। ৯ (এই পর্বতকে সীদোনীয়েরা শিরিয়োণ এবং ইমোরীয়েরা সনীর বলত।) ১০ আমরা তাদের মালভূমির সমস্ত নগর, সম্পূর্ণ গিলিয়দ এবং দূরে অবস্থিত সল্‌খা ও ইদ্রিয়ী পর্যন্ত বাশনের সমস্ত এলাকা দখল করে নিলাম। সল্‌খা ও ইদ্রিয়ী রাজা ওগের রাজ্য বাশনের নগর ছিল। ১১ বাশনের রাজা ওগ রফায়ীয়দের শেষ ব্যক্তি ছিলেন, যাকে হত্যা করা হল। তার মৃতদেহ যেটার উপর রাখা ছিল, সেটা* লোহার* তৈরি ছিল আর পরিমাপের মান অনুযায়ী সেটা নয় হাত* লম্বা এবং চার হাত চওড়া ছিল। আর আজও সেটা অম্মোনীয়দের নগর রব্বায় পাওয়া যায়। ১২ ওই সময় আমরা সেই এলাকা দখল করলাম, যেটা অর্ণোন উপত্যকার পাশে অবস্থিত অরোয়ের থেকে শুরু হয় এবং যেটার মধ্যে গিলিয়দের পার্বত্য এলাকার অর্ধেক অংশ রয়েছে। আমি সেখানকার নগরগুলো রূবেণীয়দের ও গাদীয়দের দিয়ে দিলাম। ১৩ আর গিলিয়দের বাকি অংশ এবং বাশনের যে-এলাকা রাজা ওগের রাজ্যের মধ্যে পড়ত, সেই এলাকা আমি মনঃশির অর্ধেক বংশকে দিয়ে দিলাম। বাশনের মধ্যে অবস্থিত অর্গোবের পুরো এলাকা রফায়ীয়দের দেশ হিসেবে পরিচিত ছিল।

১৪ “মনঃশির ছেলে যায়ীর অর্গোবের পুরো এলাকা নিল, যেটা দূরে গশূরীয়দেয় ও মাখাথীয়দের এলাকার সীমানা পর্যন্ত বিস্তৃত ছিল। যায়ীর বাশনের গ্রামগুলোর নাম পরিবর্তন করে নিজের নাম অনুসারে হব্বোৎ-যায়ীর* রাখল। আজ পর্যন্ত সেই গ্রামগুলোর এই নামই রয়েছে। ১৫ আমি গিলিয়দের এলাকা মাখীরকে দিলাম। ১৬ আমি রূবেণীয়দের ও গাদীয়দের যে-এলাকা দিলাম, সেটা গিলিয়দ থেকে শুরু করে অর্ণোন উপত্যকা পর্যন্ত (এই এলাকার সীমানা উপত্যকার মাঝখানে অবস্থিত) এবং দূরে অবস্থিত যব্বোক উপত্যকা পর্যন্ত (এই উপত্যকা অম্মোনীয়দের দেশের সীমানা) ১৭ এবং অরাবা ও সেইসঙ্গে জর্ডন এবং সেটার তীর পর্যন্ত অর্থাৎ কিন্নেরৎ থেকে শুরু করে অরাবার সাগর পর্যন্ত বিস্তৃত ছিল। অরাবার সাগর বা লবণ সাগর* পূর্ব দিকে পিস্‌গার ঢালু অংশের নীচে অবস্থিত।

১৮ “এরপর, আমি তোমাদের এই আদেশ দিলাম: ‘তোমাদের ঈশ্বর যিহোবা এই দেশ তোমাদের দিয়েছেন, যাতে তোমরা এটা দখল করতে পার। তোমাদের মধ্যে যত যোদ্ধা রয়েছে, তারা সবাই যেন অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাকি ইজরায়েলীয় ভাইদের আগে আগে নদীর ওপারে যায়। ১৯ কেবল তোমাদের স্ত্রী ও সন্তানেরা এবং তোমাদের পশুপাল (আমি জানি তোমাদের পশুপাল অনেক) যেন সেই নগরগুলোতে থেকে যায়, যেগুলো আমি তোমাদের দিয়েছি, ২০ যতদিন না যিহোবা তোমাদের মতো তোমাদের ভাইদেরও বিশ্রাম দেন আর তারা জর্ডনের ওপারের সেই এলাকাগুলো দখল করে নেয়, যেগুলো তোমাদের ঈশ্বর যিহোবা তাদের দিতে চলেছেন। তারপর, তোমরা প্রত্যেকে নিজের নিজের জমিতে ফিরে আসতে পারবে, যেগুলো আমি তোমাদের দিয়েছি।’

২১ “সেইসময় আমি যিহোশূয়কে এই আদেশ দিলাম: ‘তুমি নিজের চোখে দেখেছ যে, তোমার ঈশ্বর যিহোবা এই দুই রাজার প্রতি কী করেছেন। নদীর ওপারে তুমি যে-রাজ্যগুলোতে যাবে, সেই রাজ্যগুলোর প্রতিও যিহোবা একই বিষয় করবেন। ২২ তোমরা তাদের একদমই ভয় পাবে না কারণ তোমাদের ঈশ্বর যিহোবা তোমাদের হয়ে যুদ্ধ করেন।’

২৩ “তখন আমি যিহোবার কাছে এই বিনতি করলাম, ২৪ ‘হে নিখিলবিশ্বের প্রভু যিহোবা, তুমি তোমার দাসকে তোমার মহত্ত্ব এবং তোমার শক্তিশালী হস্ত দেখাতে শুরু করেছ। আকাশে কিংবা পৃথিবীতে তোমার মতো এমন কোনো ঈশ্বর কি রয়েছে, যে এইরকম পরাক্রমী কাজ করতে পারে? ২৫ দয়া করে আমাকে জর্ডনের ওপারে যেতে দাও আর সেই উত্তম দেশ দেখতে দাও। আমাকে এক বার সেই সুন্দর পার্বত্য এলাকা ও লেবানন দেখতে দাও।’ ২৬ কিন্তু, তোমাদের কারণে যিহোবা তখনও আমার উপর প্রচণ্ড রেগে ছিলেন। তাই, তিনি আমার অনুরোধ শুনলেন না। এর পরিবর্তে, যিহোবা আমাকে বললেন, ‘অনেক হয়েছে! তুমি আর কখনো এই বিষয়ে আমার সঙ্গে কথা বলবে না। ২৭ তুমি পিস্‌গার চূড়ায় ওঠো এবং সেখান থেকে উত্তর-দক্ষিণ ও পূর্ব-পশ্চিম দিকে তাকিয়ে পুরো দেশটা দেখে নাও কারণ তুমি এই জর্ডন পার হবে না। ২৮ আর তুমি যিহোশূয়কে নেতা হিসেবে নিযুক্ত করো এবং তাকে দৃঢ় ও সাহসী করে তোলো কারণ সে-ই এই লোকদের আগে আগে গিয়ে জর্ডন পার হবে আর তুমি যে-দেশ দেখতে চলেছ, সেই দেশ দখল করতে তাদের সাহায্য করবে।’ ২৯ এই সমস্তই সেই সময়ের ঘটনা, যখন আমরা বৈৎ-পিয়োরের সামনের উপত্যকায় শিবির স্থাপন করে ছিলাম।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার