ইয়োব
২৫ উত্তরে শূহীয় বিল্দদ বললেন:
২ “রাজত্ব করার অধিকার ঈশ্বরেরই, তাঁর কাছে অসীম শক্তি রয়েছে,
তিনি স্বর্গে* শান্তি স্থাপন করেন।
৩ তাঁর সেনাবাহিনীকে কেউ কি গুনতে পারে?
এমন কে আছে, যার উপর তাঁর আলো পড়ে না?
৪ তাহলে কীভাবে মরণশীল মানুষ তাঁর সামনে ধার্মিক হতে পারে?
মহিলার গর্ভে জন্মানো মানুষ কীভাবে নির্দোষ* হতে পারে?
৫ তাঁর চোখে তো চাঁদও উজ্জ্বল নয়,
আকাশের তারাও নিখুঁত নয়।
৬ তাহলে মরণশীল মানুষ, যে কিনা একটা পোকা,
মানুষ, যে কিনা একটা কীট,
সে কীভাবে তাঁর চোখে শুচি হতে পারে?”