গীতসংহিতা
দায়ূদের দ্বারা রচিত। আরোহণের গান।
১৩১ হে যিহোবা, আমার হৃদয় গর্বিত নয়,
আমার চোখ উদ্ধত নয়।
আমি মহৎ মহৎ বিষয় পাওয়ার চেষ্টা করি না,
যেগুলো আমার নাগালের বাইরে, সেগুলো পাওয়ার চেষ্টা করি না।
২ আমি আমার মনকে শান্ত ও চুপ করিয়েছি,
এখন আমার মন এমন এক শিশুর মতো, যে স্তন্যপান ছেড়ে দিয়েছে
এবং শান্তভাবে নিজের মায়ের কাছে রয়েছে।
স্তন্যপান ছেড়েছে, এমন এক শিশুর মতোই আমি সন্তুষ্ট।
৩ ইজরায়েল যিহোবার জন্য অপেক্ষা করুক,
এখন থেকে চিরকাল পর্যন্ত।