ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • ২ রাজাবলি ৯
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

২ রাজাবলি ৯:৫

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১১/১৫/২০১১, পৃষ্ঠা ৩

২ রাজাবলি ৯:৮

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    জীবন ও পরিচর্যা সভার জন্য অধ্যয়ন পুস্তিকা,

    ১১/২০২২, পৃষ্ঠা ৭

২ রাজাবলি ৯:১১

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    জীবন ও পরিচর্যা সভার জন্য অধ্যয়ন পুস্তিকা-র রেফারেন্স, ৩/২০২২, পৃষ্ঠা ৫-৬

২ রাজাবলি ৯:১২

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    জীবন ও পরিচর্যা সভার জন্য অধ্যয়ন পুস্তিকা-র রেফারেন্স, ৩/২০২২, পৃষ্ঠা ৫-৬

২ রাজাবলি ৯:১৩

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    জীবন ও পরিচর্যা সভার জন্য অধ্যয়ন পুস্তিকা-র রেফারেন্স, ৩/২০২২, পৃষ্ঠা ৫-৬

২ রাজাবলি ৯:১৪

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১১/১৫/২০১১, পৃষ্ঠা ৩

২ রাজাবলি ৯:১৫

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১১/১৫/২০১১, পৃষ্ঠা ৩

২ রাজাবলি ৯:১৭

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১১/১৫/২০১১, পৃষ্ঠা ৩-৪

২ রাজাবলি ৯:২০

পাদটীকা

  • *

    আক্ষ., “ছেলে।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১১/১৫/২০১১, পৃষ্ঠা ৪

    ৮/১/২০০৫, পৃষ্ঠা ১১

    ১/১/১৯৯৮, পৃষ্ঠা ১৩-১৪

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
  • ১৯
  • ২০
  • ২১
  • ২২
  • ২৩
  • ২৪
  • ২৫
  • ২৬
  • ২৭
  • ২৮
  • ২৯
  • ৩০
  • ৩১
  • ৩২
  • ৩৩
  • ৩৪
  • ৩৫
  • ৩৬
  • ৩৭
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
২ রাজাবলি ৯:১-৩৭

রাজাবলির দ্বিতীয় খণ্ড

৯ তখন ভাববাদী ইলীশায় ভাববাদীদের ছেলেদের মধ্য থেকে একজনকে ডেকে বললেন: “তোমার কোমরে তোমার পোশাক বাঁধো আর তেলের এই পাত্রটা নিয়ে এক্ষুনি রামোৎ-গিলিয়দে যাও। ২ সেখানে পৌঁছে তুমি যিহোশাফটের ছেলে এবং নিম্‌শির নাতি যেহূকে খুঁজে বের করবে। তুমি তার কাছে যাবে এবং তার ভাইদের কাছ থেকে তাকে ডেকে নিয়ে ভিতরের ঘরে যাবে। ৩ তুমি তার মাথায় এই তেল ঢালবে এবং বলবে, ‘যিহোবা এই কথা বলেন: “আমি তোমাকে অভিষেক করে ইজরায়েলের রাজা হিসেবে নিযুক্ত করছি।”’ তারপর, দরজা খুলে সঙ্গেসঙ্গে সেখান থেকে পালিয়ে যাবে।”

৪ তখন ভাববাদীর সেই পরিচারক রামোৎ-গিলিয়দের উদ্দেশে রওনা হল। ৫ সে যখন সেখানে পৌঁছোল, তখন সেনাপতিরা সেখানে বসে ছিলেন। সে বলল: “হে সেনাপতি, আমি আপনার জন্য একটা বার্তা এনেছি।” যেহূ জিজ্ঞেস করলেন: “আমাদের মধ্যে কার জন্য?” সে যেহূকে বলল: “হে সেনাপতি, আপনার জন্য।” ৬ যেহূ উঠে বাড়ির ভিতরে গেলেন। সেই পরিচারক তার মাথায় তেল ঢেলে বলল, “ইজরায়েলের ঈশ্বর যিহোবা এই কথা বলেন: ‘আমি যিহোবা তোমাকে অভিষেক করে তোমাকে আমার প্রজা ইজরায়েলের উপর রাজা হিসেবে নিযুক্ত করছি। ৭ তুমি তোমার প্রভু আহাবের পরিবারকে বিনষ্ট করে দেবে। আমি আমার সেই ভাববাদীদের রক্তের এবং যিহোবার সেইসমস্ত দাসের রক্তের প্রতিশোধ নেব, যারা ঈষেবলের হাতে মারা পড়েছিল। ৮ আহাবের পুরো পরিবার বিনষ্ট হয়ে যাবে। আমি তার পরিবারের প্রত্যেক পুরুষ এবং প্রত্যেক ছেলেকে মেরে ফেলব, এমনকী ইজরায়েলের অসহায় ও দুর্বল লোকদেরও শেষ করে দেব। ৯ আমি নবাটের ছেলে যারবিয়ামের পরিবারের প্রতি এবং অহিয়ের ছেলে বাশার পরিবারের প্রতি যা করেছিলাম, আহাবের পরিবারের প্রতিও তা-ই করব। ১০ আর যিষ্রিয়েলের সেই জমিতে কুকুরেরা ঈষেবলের মৃতদেহ খাবে এবং কেউ তাকে কবর দেবে না।’” এই কথা বলেই সে দরজা খুলে পালিয়ে গেল।

১১ যেহূ যখন রাজার অন্য সেনাপতিদের কাছে ফিরে এলেন, তখন তারা তাকে জিজ্ঞেস করলেন: “সব ঠিক আছে তো? ওই পাগলটা তোমার কাছে এসেছিল কেন?” তিনি বললেন: “তোমরা তো লোকটাকে জান, ও উলটোপালটা কথা বলে।” ১২ কিন্তু, তারা বললেন: “না, কিছু তো হয়েছে! তুমি আমাদের বলবে না?” যেহূ বললেন: “ও আমাকে এই এই কথা বলেছে আর তারপর এই বার্তা শুনিয়েছে, ‘যিহোবা এই কথা বলেন: “আমি তোমাকে অভিষেক করে ইজরায়েলের রাজা হিসেবে নিযুক্ত করছি।”’” ১৩ তখন তারা সবাই সঙ্গেসঙ্গে নিজেদের পোশাক নিয়ে যেহূর সামনে সিঁড়িতে পাতলেন আর শিঙা বাজিয়ে বললেন: “যেহূ রাজা হয়েছেন!” ১৪ এরপর, যিহোশাফটের ছেলে এবং নিম্‌শির নাতি যেহূ যিহোরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন।

যিহোরাম সিরিয়ার রাজা হসায়েলের কাছ থেকে রামোৎ-গিলিয়দ নগরটা রক্ষা করার জন্য ইজরায়েলের পুরো সেনাবাহিনী নিয়ে সেখানে গিয়েছিলেন। ১৫ পরে, তিনি যিষ্রিয়েলে ফিরে এলেন কারণ সিরিয়ার রাজা হসায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার সময় তিনি আহত হয়েছিলেন।

যেহূ অন্য সেনাপতিদের বললেন: “তোমরা যদি আমার পক্ষে থাক, তা হলে নগর থেকে কাউকেই বাইরে যেতে দিয়ো না, যাতে যিষ্রিয়েল পর্যন্ত এই খবর না পৌঁছোয়।” ১৬ তারপর, যেহূ তার রথে চড়ে যিষ্রিয়েলে গেলেন কারণ সেখানে যিহোরাম আহত অবস্থায় শুয়ে ছিলেন। যিহোরামকে দেখার জন্য যিহূদার রাজা অহসিয় সেখানে গিয়েছিলেন। ১৭ যিষ্রিয়েলের দুর্গের পাহারাদার দেখল যে, যেহূর লোকেরা এগিয়ে আসছে। তাদের দেখার সঙ্গেসঙ্গে সে বলল: “আমি এক বিশাল বড়ো দলকে এগিয়ে আসতে দেখছি।” যিহোরাম বললেন: “তোমরা একজন অশ্বারোহীকে বলো, যেন সে তাদের কাছে যায় এবং জিজ্ঞেস করে, ‘তোমরা শান্তিপূর্ণ উদ্দেশ্য নিয়েই আসছ তো?’” ১৮ তখন একজন অশ্বারোহী যেহূর সঙ্গে দেখা করতে গিয়ে বলল: “রাজা জিজ্ঞেস করেছেন, ‘তুমি শান্তিপূর্ণ উদ্দেশ্য নিয়েই আসছ তো?’” কিন্তু, যেহূ বললেন: “তোমার তাতে কী? আমার পিছন পিছন চলো!”

তখন পাহারাদার যিহোরামকে বলল: “বার্তাবাহক তাদের কাছে পৌঁছেছে ঠিকই, কিন্তু এখনও ফিরে আসেনি।” ১৯ তারপর, আরও একজন অশ্বারোহীকে পাঠানো হল। সে যেহূ এবং তার লোকদের সঙ্গে দেখা করতে গিয়ে বলল: “রাজা জিজ্ঞেস করেছেন, ‘তুমি শান্তিপূর্ণ উদ্দেশ্য নিয়েই আসছ তো?’” কিন্তু, যেহূ বললেন: “তোমার তাতে কী? আমার পিছন পিছন চলো!”

২০ তখন পাহারাদার যিহোরামকে বলল: “বার্তাবাহক তাদের কাছে পৌঁছেছে ঠিকই, কিন্তু এখনও ফিরে আসেনি। কেউ একজন খুব জোরে রথ চালিয়ে আসছে, ঠিক নিম্‌শির নাতি* যেহূর মতো কারণ সে পাগলের মতো রথ চালায়।” ২১ যিহোরাম বললেন: “তাড়াতাড়ি আমার রথ প্রস্তুত করো!” তার যুদ্ধরথ প্রস্তুত করা হল আর ইজরায়েলের রাজা যিহোরাম এবং যিহূদার রাজা অহসিয় যেহূর সঙ্গে দেখা করার জন্য নিজের নিজের রথে চড়ে রওনা হলেন। যিষ্রিয়েলের বাসিন্দা নাবোতের জমিতে যেহূর সঙ্গে তাদের দেখা হল।

২২ যিহোরাম যেহূকে দেখার সঙ্গেসঙ্গে জিজ্ঞেস করলেন: “যেহূ, তুমি শান্তিপূর্ণ উদ্দেশ্য নিয়েই আসছ তো?” কিন্তু, যেহূ বললেন: “যতদিন তোমার মা ঈষেবল বেশ্যাবৃত্তি করবে এবং মায়াবিদ্যা চর্চা করবে, ততদিন কোথা থেকে শান্তি আসবে?” ২৩ যিহোরাম সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য সঙ্গেসঙ্গে তার রথ ঘোরালেন এবং অহসিয়কে বললেন: “অহসিয়, এটা একটা ষড়যন্ত্র!” ২৪ তখন যেহূ তার ধনুক তুলে যিহোরামের পিঠের মাঝখানে এমনভাবে তির মারলেন যে, সেটা তার হৃৎপিণ্ড এফোঁড়-ওফোঁড় করে দিল আর যিহোরাম তার রথেই লুটিয়ে পড়লেন। ২৫ যেহূ তার সহ-সেনাপতি বিদ্‌করকে বললেন: “একে তুলে যিষ্রিয়েলের বাসিন্দা নাবোতের এই জমিতেই ফেলে দাও। মনে করে দেখো, আমরা দু-জন যখন এর বাবা আহাবের পিছন পিছন রথ চালিয়ে যাচ্ছিলাম, তখন যিহোবা আহাবের বিরুদ্ধে এই ঘোষণা করেছিলেন: ২৬ ‘যিহোবা এই কথা বলেন, “কাল নাবোৎ এবং তার ছেলেদের যে-রক্তপাত করা হয়েছে, তা আমি দেখেছি।” যিহোবা এই কথা বলেন, “আমি এই জমিতেই তোমার কাছ থেকে তাদের রক্তের প্রতিশোধ নেব।”’ তাই বিদ্‌কর, তুমি যিহোবার কথামতো একে তুলে নাবোতের এই জমিতেই ফেলে দাও।”

২৭ যিহূদার রাজা অহসিয় যখন এই সমস্ত কিছু দেখলেন, তখন তিনি বাগানবাড়ির রাস্তা ধরে পালিয়ে গেলেন। (পরে, যেহূ তার পিছু ধাওয়া করলেন এবং তার লোকদের বললেন: “ওকেও মেরে ফেলো!” অহসিয় যখন তার রথে চড়ে উপরে যিব্‌লিয়মের কাছে অবস্থিত গূরের দিকে যাচ্ছিলেন, তখন যেহূর লোকেরা তাকে আঘাত করল। কিন্তু, তিনি পালাতে থাকলেন আর অবশেষে মগিদ্দোয় এসে পৌঁছোলেন, যেখানে তিনি মারা গেলেন। ২৮ অহসিয়ের দাসেরা তার মৃতদেহ রথে তুলে জেরুসালেমে নিয়ে গেল আর তাকে দায়ূদ-নগরে তার পূর্বপুরুষদের কবরে কবর দিল। ২৯ আহাবের ছেলে যিহোরামের রাজত্বের এগারোতম বছরে অহসিয় যিহূদার রাজা হয়েছিলেন।)

৩০ যেহূ যখন যিষ্রিয়েলে এলেন, তখন ঈষেবল সেটার খবর পেল। তাই, ঈষেবল তার চোখে কাজল লাগাল, তার চুল সাজাল এবং জানালা দিয়ে নীচে তাকাল। ৩১ যেহূ দরজা দিয়ে ভিতরে আসার সঙ্গেসঙ্গে ঈষেবল বলল: “যে-সিম্রি তার প্রভুকে খুন করেছিল, তার কী হয়েছিল মনে আছে তো?” ৩২ যেহূ উপরে জানালার দিকে তাকিয়ে বললেন: “কে আমার পক্ষে রয়েছে? কে আমার পক্ষে রয়েছে?” সঙ্গেসঙ্গে উপর থেকে দু-তিন জন রাজকর্মচারী তার দিকে তাকাল। ৩৩ যেহূ তাদের বললেন: “ওই মহিলাকে নীচে ফেলে দাও!” তখন সেই রাজকর্মচারীরা তাকে নীচে ফেলে দিল আর তার রক্ত ছিটকে দেওয়ালে এবং ঘোড়ার গায়ে লাগল। যেহূ তার ঘোড়াগুলো দিয়ে তাকে মাড়ালেন। ৩৪ এরপর, যেহূ ভিতরে গেলেন এবং খাওয়া-দাওয়া করলেন। তারপর, তিনি বললেন: “ওই অভিশপ্ত মহিলার মৃতদেহ তুলে নিয়ে গিয়ে কবর দাও। যতই হোক, সে একজন রাজার মেয়ে ছিল।” ৩৫ কিন্তু, তারা যখন তাকে কবর দিতে গেল, তখন তারা দেখল, সেখানে শুধু তার মাথার খুলি এবং তার হাত-পা পড়ে রয়েছে। ৩৬ তারা যখন ফিরে গিয়ে যেহূকে এই বিষয়ে জানাল, তখন তিনি বললেন: “আজ যিহোবার সেই কথা পূর্ণ হল, যেটা তিনি তাঁর দাস তিশ্‌বীর বাসিন্দা এলিয়ের মাধ্যমে বলেছিলেন, ‘যিষ্রিয়েলের এই জমিতেই কুকুরেরা ঈষেবলের মাংস খাবে ৩৭ আর তার মৃতদেহ যিষ্রিয়েলের জমিতে সারে পরিণত হবে, যাতে কেউ বলতে না পারে: “এ হল ঈষেবল।”’”

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার