নহিমিয়
৩ মহাযাজক ইলীয়াশীব এবং তার ভাইয়েরা, যারা যাজক ছিলেন, মেষদ্বার নির্মাণ করতে শুরু করলেন। তারা সেটাকে পবিত্র* করলেন এবং সেটার দরজা লাগালেন। তারা হম্মেয়া দুর্গ থেকে হননেল দুর্গ পর্যন্ত প্রাচীর মেরামত করলেন এবং সেটাকে পবিত্র করলেন। ২ যিরীহোর লোকেরা প্রাচীরের পরের অংশ নির্মাণ করল আর ইম্রির ছেলে সক্কূর তার পরের অংশ নির্মাণ করল।
৩ হস্সনায়ার ছেলেরা মৎস্যদ্বার নির্মাণ করল। তারা কাঠ দিয়ে সেটার চৌকাঠ তৈরি করল এবং সেটাতে পাল্লা, খিল ও হুড়কো লাগাল। ৪ মরেমোৎ প্রাচীরের পরের অংশ মেরামত করল। মরেমোৎ ঊরিয়ের ছেলে আর ঊরিয় হক্কোষের ছেলে। তার পরের অংশ মশুল্লম মেরামত করল। মশুল্লম বেরিখিয়ের ছেলে আর বেরিখিয় মশেষবেলের ছেলে। তার পরের অংশ সাদোক মেরামত করল। সাদোক বানার ছেলে। ৫ প্রাচীরের পরের অংশ তকোয়ীয়েরা মেরামত করল, কিন্তু তকোয়ের বিশিষ্ট ব্যক্তিরা তাদের আধিকারিকদের* অধীনে থেকে কাজ করতে রাজি হল না।*
৬ পাসেহের ছেলে যোয়াদা এবং বসোদিয়ার ছেলে মশুল্লম পুরোনো নগরের দ্বার মেরামত করল। তারা কাঠ দিয়ে সেটার চৌকাঠ তৈরি করল এবং সেটাতে পাল্লা, খিল ও হুড়কো লাগাল। ৭ তার পরের অংশ গিবিয়োনীয় মলাটিয় এবং মেরোণোথীয় যদোন মেরামত করল। গিবিয়োন ও মিস্পার এই লোকেরা নদীর* এপারের রাজ্যপালের অধীনে ছিল। ৮ প্রাচীরের পরের অংশ উষীয়েল নামে একজন স্বর্ণকার মেরামত করল, যে হর্হয়ের ছেলে। তার পরের অংশ হনানিয় মেরামত করল, যে সুগন্ধি তেল* প্রস্তুতকারকদের মধ্যে একজন ছিল। তারা চওড়া প্রাচীর পর্যন্ত জেরুসালেমে পাকা রাস্তা তৈরি করল।* ৯ প্রাচীরের পরের অংশ রফায় মেরামত করল। সে হূরের ছেলে আর সে জেরুসালেমের অর্ধেক প্রদেশের অধ্যক্ষ ছিল। ১০ হরূমফের ছেলে যিদয়িয় প্রাচীরের পরের অংশ মেরামত করল, যেটা তার বাড়ির সামনে ছিল। তার পরের অংশ হশব্নিয়ের ছেলে হটূশ মেরামত করল।
১১ হারীমের ছেলে মল্কিয় এবং পহৎমোয়াবের ছেলে হশূব প্রাচীরের আরেকটা অংশ ও সেইসঙ্গে তন্দুর দুর্গ মেরামত করল। ১২ তার পরের অংশ শল্লুম এবং তার মেয়েরা মেরামত করল। শল্লুম হলোহেশের ছেলে আর সে জেরুসালেমের অর্ধেক প্রদেশের অধ্যক্ষ ছিল।
১৩ হানূন সানোহের লোকদের সঙ্গে উপত্যকাদ্বার মেরামত করল। তারা সেটাতে পাল্লা, খিল ও হুড়কো লাগাল। তারা ভস্মস্তূপদ্বারের* আগে পর্যন্ত ১,০০০ হাত* দীর্ঘ প্রাচীরও মেরামত করল। ১৪ ভস্মস্তূপদ্বারের* মেরামত মল্কিয় করল, যে রেখবের ছেলে এবং বৈৎ-হক্কেরম প্রদেশের অধ্যক্ষ ছিল। সে সেটাতে পাল্লা, খিল ও হুড়কো লাগাল।
১৫ মিস্পা প্রদেশের অধ্যক্ষ এবং কল্হোষির ছেলে শল্লুন ঝরনাদ্বার মেরামত করল। সে সেটার উপর ছাদ দিল এবং সেটাতে পাল্লা, খিল ও হুড়কো লাগাল। সে রাজ অরণ্যের* পাশে শীলোহের* পুকুরসংলগ্ন প্রাচীরও মেরামত করল। সে সেই প্রাচীর দায়ূদ-নগর থেকে নীচে নেমে যাওয়া সিঁড়ি পর্যন্ত মেরামত করল।
১৬ পরের অংশ নহিমিয় মেরামত করল, যে অস্বূকের ছেলে এবং বৈৎ-সূরের অর্ধেক প্রদেশের অধ্যক্ষ ছিল। সে প্রাচীরের সেই অংশ মেরামত করল, যেটা দায়ূদের কবরস্থানের* সামনে দিয়ে খোদাই করা পুকুর পর্যন্ত যায় এবং সেখান থেকে বীর যোদ্ধাদের বাড়ি পর্যন্ত যায়।
১৭ প্রাচীরের পরের অংশ লেবীয়েরা মেরামত করল। বানির ছেলে রহূম এর এক অংশের মেরামতের দেখাশোনা করল। কিয়িলার অর্ধেক প্রদেশের অধ্যক্ষ হশবিয় তার প্রদেশের হয়ে প্রাচীরের আরেক অংশের মেরামত করল। ১৮ তার পরের অংশ অন্য লেবীয়েরা মেরামত করল, যাদের কাজের দেখাশোনা ববয় করছিল, যে হেনাদদের ছেলে এবং কিয়িলার অর্ধেক প্রদেশের অধ্যক্ষ ছিল।
১৯ তার পরের অংশ যেশূয়ের ছেলে এৎসর মেরামত করল, যে মিস্পার অধ্যক্ষ ছিল। প্রাচীরের এই অংশ প্রাচীর দাঁড় করিয়ে রাখার স্তম্ভের পাশের অস্ত্রাগার পর্যন্ত যাওয়ার উঁচু রাস্তার সামনে ছিল।
২০ প্রাচীর দাঁড় করিয়ে রাখার স্তম্ভ থেকে মহাযাজক ইলীয়াশীবের বাড়ির দরজার সামনের অংশ পর্যন্ত সব্বয়ের ছেলে বারূক উদ্যোগের সঙ্গে মেরামত করল।
২১ এরপর মরেমোৎ প্রাচীরের আরেকটা অংশ মেরামত করল। মরেমোৎ ঊরিয়ের ছেলে আর ঊরিয় হক্কোষের ছেলে। সে ইলীয়াশীবের বাড়ির দরজা থেকে তার বাড়ি যেখানে শেষ হয়, সেই পর্যন্ত মেরামত করল।
২২ তার পরের অংশ জর্ডন প্রদেশের* যাজকেরা মেরামত করল। ২৩ বিন্যামীন ও হশূব তার পরের অংশ মেরামত করল, যেটা তাদের বাড়ির সামনে ছিল। তার পরের অংশ অসরিয় মেরামত করল। অসরিয় মাসেয়ের ছেলে এবং মাসেয় অননিয়ের ছেলে। অসরিয় তার বাড়ির পাশের প্রাচীর মেরামত করল। ২৪ তার পরের অংশ হেনাদদের ছেলে বিন্নুয়ী মেরামত করল। আর সে প্রাচীর দাঁড় করিয়ে রাখার স্তম্ভ এবং প্রাচীরের কোণ পর্যন্ত মেরামত করল।
২৫ এরপর উষয়ের ছেলে পালল প্রাচীরের পরের অংশ মেরামত করল। এই অংশ প্রাচীর দাঁড় করিয়ে রাখার স্তম্ভ এবং রাজপ্রাসাদে অবস্থিত দুর্গের সামনে ছিল। উপরের এই দুর্গ প্রহরীদের প্রাঙ্গণে ছিল। প্রাচীরের পরের অংশ পরোশের ছেলে পদায় মেরামত করল।
২৬ মন্দিরের যে-দাসেরা* ওফলে বাস করত, তারা পূর্ব দিকের জলদ্বারের সামনে পর্যন্ত এবং সেটা থেকে বেরিয়ে আসা দুর্গ পর্যন্ত প্রাচীর মেরামত করল।
২৭ তকোয়ীয়েরা প্রাচীরের আরেকটা অংশ মেরামত করল। তারা বের হয়ে আসা দুর্গের সামনে থেকে ওফলের প্রাচীর পর্যন্ত মেরামত করল।
২৮ অশ্বদ্বারের উপরের প্রাচীরের অংশটা যাজকেরা মেরামত করল। প্রত্যেক যাজক প্রাচীরের সেই অংশ মেরামত করল, যেটা তার বাড়ির সামনে ছিল।
২৯ তার পরের অংশ ইম্মেরের ছেলে সাদোক মেরামত করল, যেটা তার বাড়ির সামনে ছিল।
তার পরের অংশ শখনিয়ের ছেলে শময়িয় মেরামত করল, যে পূর্বদ্বারের পাহারাদার ছিল।
৩০ তার পরের অংশ শেলিমিয়ের ছেলে হনানিয় এবং সালফের ষষ্ঠ ছেলে হানূন মেরামত করল।
তার পরের অংশ বেরিখিয়ের ছেলে মশুল্লম মেরামত করল, যেটা তার বাড়ির* সামনে ছিল।
৩১ তার পরের অংশ মল্কিয় নামে একজন স্বর্ণকার মেরামত করল। সে নিরীক্ষণদ্বারের* পাশে মন্দিরের দাসদের* এবং বণিকদের বাড়ি পর্যন্ত প্রাচীর মেরামত করল। সে প্রাচীরের কোণে অবস্থিত উপরের কামরা পর্যন্তও মেরামত করল।
৩২ আর স্বর্ণকারেরা ও বণিকেরা কোণে অবস্থিত উপরের কামরা থেকে মেষদ্বার পর্যন্ত মেরামত করল।