নহিমিয়
১২ শল্টীয়েলের ছেলে* সরুব্বাবিল এবং যেশূয়ের সঙ্গে বন্দিত্ব থেকে ফিরে আসা যাজক ও লেবীয়দের নাম এই: সরায়, যিরমিয়, ইষ্রা, ২ অমরিয়, মল্লূক, হটূশ, ৩ শখনিয়, রহূম, মরেমোৎ, ৪ ইদ্দো, গিন্নথোয়, অবিয়, ৫ মিয়ামীন, মোয়াদিয়, বিল্গা, ৬ শময়িয়, যোয়ারীব, যিদয়িয়, ৭ সল্লূ, আমোক, হিল্কিয় ও যিদয়িয়। এই লোকেরা যেশূয়ের দিনে যাজকদের এবং নিজেদের ভাইদের মধ্যে প্রধান ব্যক্তি ছিল।
৮ লেবীয়দের মধ্যে যেশূয়, বিন্নূয়ি, কদ্মীয়েল, শেরেবিয়, যিহূদা ও মত্তনিয় ফিরে এসেছিল। মত্তনিয় এবং তার ভাইয়েরা ধন্যবাদের গান গাওয়ায় নেতৃত্ব নিত। ৯ বক্বুকিয় ও উন্নি পাহারা দেওয়ার জন্য* তাদের এই ভাইদের উলটো দিকে দাঁড়াত। ১০ যেশূয়ের ছেলে যোয়াকীম, যোয়াকীমের ছেলে ইলীয়াশীব, ইলীয়াশীবের ছেলে যোয়াদা, ১১ যোয়াদার ছেলে যোনাথন এবং যোনাথনের ছেলে যদ্দুয়।
১২ যোয়াকীমের দিনে এই যাজকেরা নিজের নিজের বংশের প্রধান ব্যক্তি ছিল: সরায়ের বংশে মরায়, যিরমিয়ের বংশে হনানিয়, ১৩ ইষ্রার বংশে মশুল্লম, অমরিয়ের বংশে যিহোহানন, ১৪ মল্লূকীর বংশে যোনাথন, শবনিয়ের বংশে যোষেফ, ১৫ হারীমের বংশে অদ্ন, মরায়োতের বংশে হিল্কয়, ১৬ ইদ্দোর বংশে সখরিয়, গিন্নথোনের বংশে মশুল্লম, ১৭ অবিয়ের বংশে সিখ্রি, মিনিয়ামীনের বংশে ...,* মোয়দিয়ের বংশে পিল্টয়, ১৮ বিল্গার বংশে শম্মুয়, শময়িয়ের বংশে যিহোনাথন, ১৯ যোয়ারীবের বংশে মত্তনয়, যিদয়িয়ের বংশে উষি, ২০ সল্লয়ের বংশে কল্লয়, আমোকের বংশে এবর, ২১ হিল্কিয়ের বংশে হশবিয় এবং যিদয়িয়ের বংশে নথনেল।
২২ এরা সেই লেবীয় ও যাজক, যারা নিজেদের বাবার বংশের প্রধান ব্যক্তি ছিল আর যাদের নাম ইলীয়াশীব, যোয়াদা, যোহানন ও যদ্দুয়ের সময় পর্যন্ত অর্থাৎ পারসিক রাজা দারিয়াবসের রাজত্বকাল পর্যন্ত নথিভুক্ত করা হল।
২৩ যে-লেবীয়েরা নিজের নিজের বাবার বংশের প্রধান ব্যক্তি ছিল, তাদের নাম ইতিহাসের বইয়ে লেখা হল। এই বইয়ে ইলীয়াশীবের ছেলে যোহাননের সময় পর্যন্ত ঘটা ঘটনাগুলো লেখা হল। ২৪ সেই প্রধান ব্যক্তিদের নাম এই: হশবিয়, শেরেবিয় এবং কদ্মীয়েলের ছেলে যেশূয়। তাদের ভাইয়েরা তাদের উলটো দিকে দাঁড়িয়ে ঈশ্বরের প্রশংসা করত এবং ধন্যবাদের গান গাইত, ঠিক যেমনটা সত্য ঈশ্বরের দাস দায়ূদ নির্দেশনা দিয়েছিলেন। পাহারাদারদের একটা দল আরেকটা দলের উলটো দিকে দাঁড়াত। ২৫ মত্তনিয়, বক্বুকিয়, ওবদিয়, মশুল্লম, টল্মোন ও অক্কুব পাহারাদার ছিল। তারা মন্দিরের দরজাগুলোর পাশে থাকা ভাণ্ডারগুলো পাহারা দিত। ২৬ তারা যোয়াকীমের সময়ে সেবা করত। যোয়াকীম যেশূয়ের ছেলে এবং যেশূয় যোষাদকের ছেলে। তারা রাজ্যপাল নহিমিয় আর সেইসঙ্গে প্রতিলিপিকারী* ও যাজক ইষ্রার সময়ও সেবা করত।
২৭ জেরুসালেমের প্রাচীর উদ্বোধন করার জন্য লেবীয়দের তাদের এলাকা থেকে খুঁজে খুঁজে জেরুসালেমে আনা হল, যাতে তারা করতাল, তারযুক্ত বাদ্যযন্ত্র এবং বীণা বাজিয়ে ধন্যবাদের গান গায় এবং অনেক ধুমধাম করে উদ্বোধন করা হয়। ২৮ গায়কদের ছেলেদের* এই জায়গাগুলো থেকে একত্রিত করা হল: বিভিন্ন প্রদেশ* থেকে, পুরো জেরুসালেম থেকে, নটোফাতীয়দের ছোটো ছোটো গ্রাম থেকে, ২৯ বৈৎ-গিল্গল থেকে এবং গেবা ও অস্মাবতের খেত থেকে। তাদের আলাদা আলাদা জায়গা থেকে একত্রিত করা হল কারণ তারা জেরুসালেমের চারপাশে ছোটো ছোটো গ্রাম বানিয়ে সেখানে বাস করছিল। ৩০ আর যাজকেরা ও লেবীয়েরা প্রথমে নিজেদের শুচি করল, পরে লোকদের শুচি করল। তারা নগরের দরজাগুলোর পাশাপাশি প্রাচীরকেও শুচি করে সেগুলোকে পবিত্র করল।
৩১ পরে আমি যিহূদার অধ্যক্ষদের প্রাচীরের উপরে নিয়ে গেলাম। এরপর আমি ধন্যবাদের গান গাওয়ার জন্য দুটো বড়ো বড়ো দল তৈরি করলাম আর তাদের পিছন পিছন যাওয়ার জন্য আরও দুটো দল তৈরি করলাম। গায়কদের একটা দল ডান দিকে ভস্মস্তূপদ্বারের* দিকে গেল। ৩২ তাদের পিছন পিছন এই লোকেরা হাঁটছিল: হোশয়িয়, যিহূদার অধ্যক্ষদের মধ্যে অর্ধেক লোক, ৩৩ অসরিয়, ইষ্রা, মশুল্লম, ৩৪ যিহূদা, বিন্যামীন, শময়িয় ও যিরমিয়। ৩৫ তাদের সঙ্গে যাজকদের কয়েক জন ছেলেও ছিল, যাদের হাতে তূরী ছিল। তাদের মধ্যে একজন হল সখরিয়। সখরিয় যোনাথনের ছেলে, যোনাথন শময়িয়ের ছেলে, শময়িয় মত্তনিয়ের ছেলে, মত্তনিয় মীখায়ের ছেলে, মীখায় সক্কূরের ছেলে এবং সক্কূর আসফের ছেলে। ৩৬ সখরিয়ের সঙ্গে তার ভাইয়েরা অর্থাৎ শময়িয়, অসরেল, মিললয়, গিললয়, মায়য়, নথনেল, যিহূদা ও হনানিও ছিল। তাদের কাছে সত্য ঈশ্বরের দাস দায়ূদের বিভিন্ন বাদ্যযন্ত্র ছিল। প্রতিলিপিকারী* ইষ্রা তাদের আগে আগে হাঁটছিলেন। ৩৭ ঝরনাদ্বারের পরে দায়ূদ-নগরের সিঁড়ি পার করে তারা প্রাচীরের উপর দিয়ে হাঁটতে থাকল। প্রাচীরের এই অংশ উঁচু ছিল আর তারা দায়ূদের বাড়ির উপর দিয়ে পূর্বে অবস্থিত জলদ্বারের দিকে এগিয়ে গেল।
৩৮ ধন্যবাদের গান গাওয়ার আরেকটা দল প্রাচীরের উপর দিয়ে উলটো দিকে গেল আর আমি অবশিষ্ট লোকদের সঙ্গে তাদের পিছন পিছন হাঁটতে থাকলাম। এই দল তন্দুর দুর্গ পার করে চওড়া প্রাচীর পর্যন্ত গেল। ৩৯ তারপর এই দল ইফ্রয়িমদ্বার, পুরোনো নগরের দ্বার, মৎস্যদ্বার, হননেল দুর্গ এবং হম্মেয়া দুর্গ পার করে মেষদ্বার পর্যন্ত গেল আর তারপর প্রহরীদের দ্বারের কাছে এসে থেমে গেল।
৪০ কিছুসময় পর ধন্যবাদের গান গাওয়ার দুটো দল সত্য ঈশ্বরের গৃহের সামনে একত্রিত হল আর সেখানেই দাঁড়িয়ে থাকল। আমি অধ্যক্ষদের অর্ধেক লোকের সঙ্গে সেখানে একত্রিত হলাম। ৪১ সেখানে এই যাজকেরা তূরী নিয়ে দাঁড়িয়ে ছিল: ইলীয়াকীম, মাসেয়, মিনিয়ামীন, মীখায়, ইলীয়ৈনয়, সখরিয় ও হনানিয়। ৪২ মাসেয়, শময়িয়, ইলিয়াসর, উষি, যিহোহানন, মল্কিয়, এলম ও এৎসরও সেখানে ছিল। যিষ্রাহিয়ের পরিচালনায় গায়কেরা উচ্চস্বরে গান গাইল।
৪৩ সেই দিন তারা অনেক বলি উৎসর্গ করল আর খুবই আনন্দিত হল কারণ সত্য ঈশ্বর তাদের আশীর্বাদ করেছিলেন। মহিলা ও সন্তানদেরও আনন্দের সীমা ছিল না। জেরুসালেমের লোকেরা এতটাই আনন্দ করছিল যে, তার আওয়াজ অনেক দূর পর্যন্ত শোনা যাচ্ছিল।
৪৪ সেই দিন কয়েক জন লোককে ভাণ্ডারের কক্ষগুলো দেখাশোনা করার জন্য নিযুক্ত করা হল, যেখানে লোকদের কাছ থেকে পাওয়া দান, প্রথম ফসল এবং দশমাংশ সংগ্রহ করে রাখা হত। এই লোকদের মোশির ব্যবস্থা অনুযায়ী যাজক ও লেবীয়দের জন্য নির্ধারিত পরিমাণ অনুসারে নগরের খেত থেকে শস্য সংগ্রহ করে ভাণ্ডার কক্ষে এনে জমা করতে হত। যিহূদার লোকেরা আনন্দের সঙ্গে এই চাহিদা পূরণ করল কারণ যাজক ও লেবীয়েরা সেবা করছিল। ৪৫ যাজক ও লেবীয়েরা ঈশ্বরের সেবায় নিজেদের দায়িত্ব পালন করতে লাগল আর বিভিন্ন জিনিসকে শুচি করে পবিত্র করার কাজও করতে লাগল। এ ছাড়া, গায়ক ও পাহারাদারেরাও নিজেদের দায়িত্ব পালন করল, ঠিক যেমনটা দায়ূদ এবং তার ছেলে শলোমন নির্দেশনা দিয়েছিলেন। ৪৬ বহু বছর আগে দায়ূদ ও আসফের দিনে গায়কদের জন্য সংগীত পরিচালক থাকত আর সেইসঙ্গে ঈশ্বরের প্রশংসা করার এবং তাঁকে ধন্যবাদ দেওয়ার জন্য আলাদা আলাদা গান ছিল। ৪৭ সরুব্বাবিলের সময়ে এবং নহিমিয়ের সময়ে সমস্ত ইজরায়েলীয় গায়কদের ও পাহারাদারদের প্রয়োজন অনুযায়ী প্রতিদিন তাদের খাবারদাবার দিত। তারা লেবীয়দের অংশ আলাদা করে রাখত আর লেবীয়েরা নিজেদের অংশ থেকে হারোণের বংশধরদের অংশ আলাদা করে রাখত।