গীতসংহিতা
দায়ূদের সংগীত। এই সংগীত সেই সময়ের, যখন তিনি তার ছেলে অবশালোমের কাছ থেকে পালাচ্ছিলেন।
৩ হে যিহোবা, কেন এত লোক আমার শত্রু হয়ে উঠেছে?
কেন এত লোক আমার বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছে?
২ অনেকে আমার বিষয়ে বলছে:
“ঈশ্বর ওকে রক্ষা করবেন না।” (সেলা)*
৩ কিন্তু হে যিহোবা, তুমি ঢাল হিসেবে চারিদিক থেকে আমাকে রক্ষা করছ।
তুমি আমার গৌরব, তুমিই আমার মাথা উপরের দিকে তোল।
৪ আমি উচ্চস্বরে যিহোবাকে ডাকব
আর তিনি তাঁর পবিত্র পর্বত থেকে আমাকে উত্তর দেবেন। (সেলা)
৬ লক্ষ লক্ষ শত্রু আমাকে ঘিরে ফেললেও
আমি ভয় পাব না।
৭ হে যিহোবা, ওঠো! হে আমার ঈশ্বর, আমাকে রক্ষা করো!
তুমি আমার সমস্ত শত্রুর চোয়ালে আঘাত করবে,
তুমি মন্দ ব্যক্তিদের দাঁত ভেঙে দেবে।
৮ যিহোবা, তুমিই পরিত্রাণ কর।
তোমার লোকদের উপর তোমার আশীর্বাদ থাকে। (সেলা)