গীতসংহিতা
দায়ূদের দ্বারা রচিত। সংগীত পরিচালকের জন্য নির্দেশনা: “ধ্বংস কোরো না” অনুসারে। মিক্তাম।*
৫৮ হে লোকেরা, এভাবে চুপ করে থেকে তোমরা কি ধার্মিকতার বিষয়ে বলতে পারবে?
তোমরা কি সৎভাবে বিচার করতে পারবে?
২ তোমরা তো তোমাদের হৃদয়ে মন্দ কাজ করার ষড়যন্ত্র কর,
তোমরা পুরো দেশটাকে দৌরাত্ম্যে ভরিয়ে দাও।
৩ মন্দ লোকেরা জন্ম* থেকেই সঠিক পথ থেকে সরে যায়,*
তারা জন্মের সময় থেকেই বিপথে যায় এবং মিথ্যা কথা বলে।
৫ তারা আর সাপুড়েদের আওয়াজ শুনবে না,
তা সেই সাপুড়েরা যত দক্ষতার সঙ্গেই মন্ত্র পড়ুক না কেন।
৬ হে ঈশ্বর, এদের মুখের সমস্ত দাঁত ভেঙে দাও!
হে যিহোবা, এই সিংহদের* চোয়াল ভেঙে দাও!
৭ জল যেভাবে বয়ে গিয়ে অদৃশ্য হয়ে যায়, তারাও যেন সেভাবেই অদৃশ্য হয়ে যায়।
ঈশ্বর যেন নিজের ধনুক প্রস্তুত করেন এবং তির ছুড়ে তাদের ফেলে দেন।
৮ তারা যেন শামুকের মতো হয়ে যায়, যেটা চলতে চলতে গলে যায়,
তারা যেন মায়ের গর্ভে মরে যাওয়া শিশুর মতো হয়, যে কোনো দিন সূর্যের আলো দেখে না।
৯ তোমার রান্নার পাত্রে কাঁটাঝোপের আগুনের তাপ লাগার আগেই
ঈশ্বর সেই কাঁচা ও জ্বলন্ত কাঁটাঝোপকে ঝড়ের মতো উড়িয়ে নিয়ে যাবেন।
১০ ঈশ্বরকে প্রতিশোধ নিতে দেখে ধার্মিক ব্যক্তি আনন্দ করবে।
তার পা মন্দ ব্যক্তিদের রক্তে ডুবে থাকবে।
১১ তখন লোকেরা বলবে: “ধার্মিক ব্যক্তি সত্যিই পুরস্কার পায়।
সত্যিই, একজন ঈশ্বর রয়েছেন, যিনি পৃথিবীর বিচার করেন।”