গীতসংহিতা
৯৩ যিহোবা রাজা হয়েছেন!
পৃথিবীকে* দৃঢ়ভাবে স্থাপন করা হয়েছে,
এটাকে সরানো যাবে না।
২ তোমার সিংহাসনকে অনেক আগে দৃঢ়ভাবে স্থাপন করা হয়েছে,
তুমি চিরকাল ধরে আছ।
৩ হে যিহোবা, নদীগুলো উপচে পড়ছে,
নদীগুলো উপচে পড়ছে এবং গর্জন করছে,
নদীগুলো সমানে উপচে পড়ছে আর জোরে জোরে শব্দ করছে।
৪ যিহোবা, যিনি উঁচুতে বসে রয়েছেন, তিনি মহিমাময়,
গভীর সমুদ্রের গর্জনের চেয়েও তিনি বেশি শক্তিশালী,
তীরে আছড়ে পড়া বড়ো বড়ো ঢেউয়ের চেয়েও তিনি বেশি শক্তিশালী।
৫ তুমি যে-নির্দেশনাগুলো স্মরণ করিয়ে দাও, সেগুলো একেবারে নির্ভরযোগ্য।
হে যিহোবা, পবিত্রতা সবসময় তোমার গৃহকে সাজিয়ে রাখে।