ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • পরমগীত ৪
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

পরমগীত ৪:১

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১১/১৫/২০০৬, পৃষ্ঠা ১৯

পরমগীত ৪:৩

পাদটীকা

  • *

    বা “তোমার কপালের দু-পাশ।”

পরমগীত ৪:৫

পাদটীকা

  • *

    এক প্রকারের হরিণ, যেটা দ্রুত দৌড়োতে পারে।

পরমগীত ৪:৬

পাদটীকা

  • *

    শব্দকোষ দেখুন।

  • *

    শব্দকোষ দেখুন।

পরমগীত ৪:৭

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১/১৫/২০১৫, পৃষ্ঠা ৩০

    ১১/১৫/২০০৬, পৃষ্ঠা ২০

পরমগীত ৪:৮

পাদটীকা

  • *

    বা “লেবানন পর্বতমালার উলটো দিকে অবস্থিত পর্বতমালার।”

পরমগীত ৪:১০

পাদটীকা

  • *

    বা “ভালোবাসার প্রকাশ।”

  • *

    বা “ভালোবাসার প্রকাশ।”

  • *

    বা “ওয়াইনের।”

পরমগীত ৪:১১

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১/১৫/২০১৫, পৃষ্ঠা ৩০

    ১১/১৫/২০০৬, পৃষ্ঠা ১৯

পরমগীত ৪:১২

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১/১৫/২০১৫, পৃষ্ঠা ৩২

    ১১/১৫/২০০৬, পৃষ্ঠা ২০

    ১১/১/২০০০, পৃষ্ঠা ১১

পরমগীত ৪:১৩

পাদটীকা

  • *

    বা সম্ভবত, “ত্বক।”

  • *

    জটামাংসী হল এক ধরনের উদ্ভিদ, যেটার মূল ও কাণ্ড থেকে সুগন্ধ বের হয়।

পরমগীত ৪:১৪

পাদটীকা

  • *

    জটামাংসী হল এক ধরনের উদ্ভিদ, যেটার মূল ও কাণ্ড থেকে সুগন্ধ বের হয়।

  • *

    বা “জাফরান।”

  • *

    এক সুগন্ধি নলখাগড়া।

  • *

    শব্দকোষ দেখুন।

  • *

    শব্দকোষ দেখুন।

  • *

    এই গাছ রজন ও তেল উৎপন্ন করে, যেগুলো থেকে সুগন্ধি প্রস্তুত করা হত।

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
পরমগীত ৪:১-১৬

পরমগীত

৪ “আমার প্রিয়তমা, তুমি সুন্দরী!

তুমি খুবই সুন্দরী!

ঘোমটার পিছনে তোমার চোখ ঘুঘুর চোখের মতো।

তোমার চুল গিলিয়দের পর্বত থেকে নেমে আসা ছাগলের পালের মতো।

 ২ তোমার দাঁতগুলো সদ্য লোম কাটা মেষের পালের মতো,

যেগুলো স্নান করে উঠে এসেছে।

সবগুলো জোড়ায় জোড়ায় রয়েছে

আর একটাও হারিয়ে যায়নি।

 ৩ তোমার ঠোঁট গাঢ় লাল রঙের সুতোর মতো

আর তোমার কথা খুবই মধুর।

ঘোমটার পিছনে তোমার গাল দুটো* আধখানা বেদানার মতো।

 ৪ তোমার গলা দায়ূদের দুর্গের মতো,

যেটা সারি সারি পাথর দিয়ে তৈরি

আর যেটার উপর হাজারটা ঢাল,

হ্যাঁ, বীরযোদ্ধাদের গোলাকার ঢাল টাঙানো রয়েছে।

 ৫ তোমার দুই স্তন হরিণের দুটো বাচ্চার মতো,

হ্যাঁ, চিংকারার* যমজ বাচ্চার মতো,

যারা লিলি ফুলের মাঝে চরে বেড়ায়।”

 ৬ “বাতাস বওয়ার এবং ছায়া মিলিয়ে যাওয়ার আগেই

আমি গন্ধরসের* পর্বতের দিকে

এবং লোবানের* পাহাড়ের দিকে যাব।”

 ৭ “ও আমার প্রিয়তমা, তুমি সম্পূর্ণরূপে সুন্দরী,

তোমার মধ্যে কোনো খুঁত নেই।

 ৮ আমার প্রিয়তমা, এসো আমরা লেবানন থেকে চলে যাই,

চলো আমরা লেবানন থেকে চলে যাই।

এসো, আমরা অমানার* চূড়া থেকে নেমে

সনীরের চূড়া, হ্যাঁ, হর্মোণের চূড়া থেকে নেমে

সিংহের গর্ত এবং চিতাবাঘের পর্বত থেকে অনেক দূরে কোথাও চলে যাই।

 ৯ ও আমার প্রেমিকা, আমার প্রিয়তমা, তুমি আমার মন চুরি করে নিয়েছ,

তুমি আমার দিকে এক বার তাকিয়েই,

তোমার গলার একটা হার দিয়েই আমার মন চুরি করে নিয়েছ।

১০ ও আমার প্রেমিকা, আমার প্রিয়তমা, তোমার ভালোবাসা* কত সুন্দর!

তোমার ভালোবাসা* দ্রাক্ষারসের* চেয়েও ভালো

আর তোমার সুগন্ধির সুন্দর গন্ধ অন্য যেকোনো সুগন্ধির চেয়ে ভালো!

১১ ও আমার প্রিয়তমা, তোমার ঠোঁট থেকে মৌচাকের মধু ঝরে পড়ে।

তোমার জিভের নীচে দুধ ও মধু রয়েছে,

তোমার পোশাকের সুগন্ধ লেবাননের সুগন্ধের মতো।

১২ আমার প্রেমিকা প্রাচীর দিয়ে ঘেরা বাগানের মতো,

আমার প্রিয়তমা প্রাচীর দিয়ে ঘেরা বাগানের মতো, বন্ধ করে রাখা ঝরনার মতো।

১৩ তোমার ডালপালা* বেদানার বাগানের মতো,

যেখানে সুন্দর সুন্দর ফল, মেহেন্দি ও জটামাংসীর* গাছ,

১৪ হ্যাঁ, জটামাংসী,* কেশর,* বচ,* দারচিনি,

লোবানের* সমস্ত ধরনের গাছ, গন্ধরস,* আগর*

এবং সমস্ত ধরনের উচ্চমানের সুগন্ধির গাছ রয়েছে।

১৫ তুমি বাগানের ঝরনা, মিষ্টি জলের কুয়ো,

লেবানন থেকে বইতে থাকা নদী।

১৬ হে উত্তরের বাতাস, জেগে ওঠো,

হে দক্ষিণের বাতাস, চলে এসো।

আমার বাগানের উপর দিয়ে ধীরে ধীরে বয়ে যাও,

যাতে সেটার সুগন্ধ ছড়িয়ে পড়ে।”

“আমার প্রিয়তম নিজের বাগানে আসুক

আর সেটার সুন্দর সুন্দর ফল খাক।”

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার