ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • পরমগীত ২
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

পরমগীত ২:১

পাদটীকা

  • *

    আক্ষ., “কেশর; জাফরান।”

  • *

    বা “লিলি ফুল।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১/১৫/২০১৫, পৃষ্ঠা ৩১

পরমগীত ২:২

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১/১৫/২০১৫, পৃষ্ঠা ৩১

পরমগীত ২:৪

পাদটীকা

  • *

    আক্ষ., “দ্রাক্ষারসের ঘরে।”

পরমগীত ২:৫

পাদটীকা

  • *

    সম্ভবত, অনেক কিশমিশ চেপে তৈরি করা চাক।

পরমগীত ২:৬

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১১/১৫/২০০৬, পৃষ্ঠা ১৮

পরমগীত ২:৭

পাদটীকা

  • *

    এক প্রকারের হরিণ, যেটা দ্রুত দৌড়োতে পারে।

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১/১৫/২০১৫, পৃষ্ঠা ৩১

    ১১/১৫/২০০৬, পৃষ্ঠা ১৮-১৯

পরমগীত ২:৯

পাদটীকা

  • *

    এক প্রকারের হরিণ, যেটা দ্রুত দৌড়োতে পারে।

পরমগীত ২:১০

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১/১৫/২০১৫, পৃষ্ঠা ৩২

পরমগীত ২:১১

পাদটীকা

  • *

    বা “বর্ষা কাল।”

পরমগীত ২:১৭

পাদটীকা

  • *

    বা সম্ভবত, “পর্বতের ফাটলগুলো।” বা “বেথরের পর্বতগুলো।”

  • *

    এক প্রকারের হরিণ, যেটা দ্রুত দৌড়োতে পারে।

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
পরমগীত ২:১-১৭

পরমগীত

২ “আমি মাঠে বেড়ে ওঠা বুনো ফুল,*

উপত্যকার সাধারণ ফুল।”*

 ২ “যুবতীদের মাঝে আমার প্রিয়তমা এমন,

যেন কাঁটার মাঝে লিলি ফুল।”

 ৩ “যুবকদের মাঝে আমার প্রিয়তম এমন,

যেন জঙ্গলের গাছগুলোর মাঝে আপেল গাছ।

আমার খুব ইচ্ছা যে, আমি ওর ছায়ায় বসব।

ওর ফল কত মিষ্টি!

 ৪ ও আমাকে ভোজের ঘরে* নিয়ে এল

আর সবাই দেখতে পেল যে, ওর ভালোবাসা শুধু আমার জন্য।

 ৫ আমাকে কিশমিশের তাল* দাও, যাতে আমি সতেজ হই,

আমাকে আপেল দাও, যাতে আমি শক্তি পাই

কারণ আমি প্রেমে পড়েছি বলে দুর্বল হয়ে গিয়েছি।

 ৬ ওর বাঁ-হাত আমার মাথার নীচে রয়েছে

আর ও নিজের ডান হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে রয়েছে।

 ৭ হে জেরুসালেমের মেয়েরা,

আমি তোমাদের চিংকারা* এবং মাঠের হরিণীদের নামে শপথ করিয়ে বলছি:

যতক্ষণ না আমার ভিতর থেকে প্রেম জেগে উঠছে,

ততক্ষণ পর্যন্ত তোমরা আমার মধ্যে তা জাগানোর চেষ্টা কোরো না।

 ৮ আমার প্রিয়তম আসছে! আমি ওর আওয়াজ শুনতে পাচ্ছি!

ওই দেখো, ও আসছে!

ও পর্বতগুলো পার করে পাহাড়গুলোর উপর লাফিয়ে লাফিয়ে আসছে।

 ৯ আমার প্রিয়তম চিংকারার* মতো, যুবহরিণের মতো।

দেখো, ও দেওয়ালের ওপাশে দাঁড়িয়ে রয়েছে,

জানালা দিয়ে দেখছে,

জালি দিয়ে তাকিয়ে রয়েছে।

১০ আমার প্রিয়তম আমাকে ডেকে বলল:

‘ও আমার প্রিয়তমা, আমার সুন্দরী,

চলো, আমার সঙ্গে চলো।

১১ দেখো! শীত কাল* চলে গিয়েছে।

বৃষ্টি থেমে গিয়েছে, মেঘ কেটে গিয়েছে।

১২ গ্রামে ফুল ফুটেছে,

আঙুর গাছ ছাঁটার সময় এসে গিয়েছে,

চারিদিকে ঘুঘুর গান শোনা যাচ্ছে।

১৩ ডুমুর গাছের প্রথম দিকের ফল পেকে গিয়েছে,

আঙুর গাছে ফুল ফুটেছে, চারিদিকে সেগুলোর সুগন্ধ ছড়াচ্ছে।

ও আমার প্রিয়তমা, আমার সুন্দরী,

চলো, আমার সঙ্গে চলো।

১৪ ও আমার ঘুঘু, তুমি শৈলের ফাটল থেকে,

খাড়া পাহাড়ের কোটর থেকে বের হয়ে এসো,

তোমার গলার মধুর আওয়াজ আমাকে শোনাও,

তোমার সুন্দর চেহারা আমাকে দেখাও।’”

১৫ “আমাদের হয়ে শিয়ালগুলোকে ধরো,

সেই ছোটো ছোটো শিয়ালগুলোকে ধরো, যেগুলো আঙুর খেত নষ্ট করে দেয়

কারণ আমাদের আঙুর খেতগুলোতে ফুল ফুটেছে।”

১৬ “আমার প্রিয়তম আমার আর আমি ওরই।

ও লিলি ফুলগুলোর মাঝে মেষ চরাচ্ছে।

১৭ বাতাস বওয়ার এবং ছায়া মিলিয়ে যাওয়ার আগেই

ফিরে এসো, ফিরে এসো প্রিয়তম।

আমাদের মাঝে থাকা এই পর্বতগুলো* পার করে চলে এসো,

চিংকারার* মতো, যুবহরিণের মতো চলে এসো।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার