ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • যিশাইয় ২৯
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

যিশাইয় ২৯:১

পাদটীকা

  • *

    সম্ভবত এর অর্থ, “ঈশ্বরের বেদির অগ্নিকুণ্ড,” স্পষ্টতই এখানে জেরুসালেমের বিষয়ে বলা হয়েছে।

যিশাইয় ২৯:৫

পাদটীকা

  • *

    আক্ষ., “অপরিচিতদের।”

যিশাইয় ২৯:৯

পাদটীকা

  • *

    বা “ওয়াইনের।”

যিশাইয় ২৯:১৬

পাদটীকা

  • *

    বা “কত আজেবাজে কথা বল!”

যিশাইয় ২৯:২২

পাদটীকা

  • *

    অর্থাৎ লজ্জা ও হতাশার কারণে।

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
  • ১৯
  • ২০
  • ২১
  • ২২
  • ২৩
  • ২৪
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
যিশাইয় ২৯:১-২৪

যিশাইয়

২৯ “ধিক অরীয়েলকে,* ধিক সেই নগরীকে, যেখানে দায়ূদ শিবির স্থাপন করেছিলেন!

সেখানকার বার্ষিক উৎসবগুলো চলতে থাকুক।

 ২ কিন্তু, আমি অরীয়েলের উপর কষ্ট নিয়ে আসব

আর চারিদিকে শোক ও বিলাপ হবে

আর সে আমার কাছে ঈশ্বরের বেদির অগ্নিকুণ্ড হয়ে উঠবে।

 ৩ আমি তোমার চারপাশে শিবির স্থাপন করব,

বেড়া দিয়ে তোমাকে ঘিরে ফেলব

এবং তোমার চারপাশে অবরোধের প্রাচীর নির্মাণ করব।

 ৪ তোমাকে নীচে নামানো হবে,

তুমি মাটি থেকে কথা বলবে,

কিন্তু ধুলোয় তোমার আওয়াজ চাপা পড়ে যাবে।

মাটি থেকে তোমার আওয়াজ এমনভাবে বের হবে,

যেন মৃত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার দাবি করে এমন ব্যক্তি কথা বলছে

আর ধুলো থেকে তোমার কথাগুলো খুব আস্তে আস্তে শোনা যাবে।

 ৫ তোমার শত্রুদের* বড়ো দল ধুলোর মতো হয়ে যাবে

আর তোমার অত্যাচারীদের বড়ো দল বাতাসে উড়ে যায় এমন তুষের মতো হয়ে যাবে।

আর এই সমস্ত কিছুই হঠাৎ, মুহূর্তের মধ্যে হবে।

 ৬ স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবা তোমার প্রতি মনোযোগ দেবেন।

সেই দিন মেঘগর্জন, ভূমিকম্প এবং খুব জোরে শব্দ হবে,

সেই দিন ঝোড়ো বাতাস, প্রচণ্ড ঝড় এবং ভয়ংকর আগুনের শিখা দেখা যাবে।”

 ৭ তখন সমস্ত জাতির যে-দল অরীয়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে,

যারা তার বিরুদ্ধে যুদ্ধ করছে,

যারা তাকে আক্রমণ করার জন্য দুর্গ নির্মাণ করছে

এবং তার উপর বিপদ নিয়ে আসছে,

তারা স্বপ্নের মতো, রাতের দর্শনের মতো হয়ে যাবে।

 ৮ হ্যাঁ, সেটা এমন হবে, যেন কোনো ক্ষুধার্ত ব্যক্তি স্বপ্ন দেখে, সে খাচ্ছে,

কিন্তু ঘুম ভেঙে দেখে, সে ক্ষুধার্ত।

সেটা এমন হবে, যেন কোনো তৃষ্ণার্ত ব্যক্তি স্বপ্ন দেখে, সে পান করছে,

কিন্তু ঘুম ভেঙে দেখে, সে ক্লান্ত ও তৃষ্ণার্ত।

সমস্ত জাতির যে-দল সিয়োন পর্বতের বিরুদ্ধে যুদ্ধ করে,

সেই দলের প্রতিও একই বিষয় ঘটবে।

 ৯ হতবাক হয়ে যাও, অবাক হয়ে যাও,

চোখ বন্ধ করে অন্ধ হয়ে যাও।

তারা মাতাল হয়ে রয়েছে, তবে দ্রাক্ষারসের* কারণে নয়,

তারা টলছে, তবে মদের কারণে নয়।

১০ কারণ যিহোবা যেন তোমাদের গভীর ঘুমে আচ্ছন্ন করেছেন,

তিনি তোমাদের চোখ অর্থাৎ তোমাদের ভাববাদীদের অন্ধ করে দিয়েছেন

আর তোমাদের মাথা অর্থাৎ তোমাদের দর্শকদের ঢেকে দিয়েছেন।

১১ তোমাদের জন্য প্রতিটা দর্শন সিলমোহর দিয়ে বন্ধ করা বইয়ের কথার মতো। পড়তে পারে এমন ব্যক্তিকে যখন সেটা দিয়ে বলা হবে: “দয়া করে এটা জোরে জোরে পড়ো,” তখন সে বলবে: “আমি পড়তে পারব না কারণ এটা সিলমোহর দিয়ে বন্ধ করা হয়েছে।” ১২ আর পড়তে পারে না, এমন ব্যক্তিকে যখন সেই বই দিয়ে বলা হবে: “দয়া করে এটা পড়ো,” তখন সে বলবে: “আমি তো পড়তেই পারি না।”

১৩ যিহোবা বলেন: “এই লোকেরা নিজেদের মুখে আমার উপাসনা করে

আর নিজেদের ঠোঁট দিয়ে আমাকে সম্মান করে,

কিন্তু এদের হৃদয় আমার থেকে অনেক দূরে রয়েছে।

এদের মানুষের যে-সমস্ত আজ্ঞা শেখানো হয়েছে, এরা সেগুলো পালন করে আর মনে করে যে, এরা আমাকে ভয় করছে।

১৪ তাই, আমি আবারও এই লোকদের প্রতি আশ্চর্যজনক কাজ করব,

একটার পর একটা আশ্চর্যজনক কাজ করব

আর তাদের বিজ্ঞ লোকদের প্রজ্ঞা বিনষ্ট হয়ে যাবে

আর তাদের বিচক্ষণ লোকদের বোঝার ক্ষমতা অদৃশ্য হয়ে যাবে।”

১৫ ধিক সেই ব্যক্তিদের, যারা যিহোবার কাছ থেকে নিজেদের পরিকল্পনাগুলো লুকোনোর জন্য অনেক কিছু করে।

তারা অন্ধকার জায়গায় নিজেদের কাজ করে,

তারা বলে: “কে আমাদের দেখে?

কে আমাদের বিষয়ে জানে?”

১৬ তোমরা কত খারাপ!*

কুমোর কি মাটির সমান হতে পারে?

যেটাকে নির্মাণ করা হয়েছে, সেটা কি নিজের নির্মাতার বিষয়ে বলতে পারে:

“সে আমাকে নির্মাণ করেনি”?

আর যেটাকে গঠন করা হয়েছে, সেটা কি নিজের গঠনকারীর বিষয়ে বলতে পারে:

“তার মধ্যে কোনো বোঝার ক্ষমতা নেই”?

১৭ অল্প সময়ের মধ্যে লেবানন ফলের বাগানে পরিণত হবে

আর সেই ফলের বাগানকে বন হিসেবে মনে করা হবে।

১৮ সেই দিন বধির লোকেরা সেই বইয়ের কথাগুলো শুনবে

আর অন্ধদের চোখ অন্ধকার এবং ঘোলাটে ভাব কাটিয়ে দেখবে।

১৯ মৃদুশীল লোকেরা যিহোবার কারণে খুব আনন্দ করবে

আর গরিব লোকেরা ইজরায়েলের পবিত্র ঈশ্বরের কারণে উল্লাস করবে।

২০ কারণ অত্যাচারী ব্যক্তি আর থাকবে না,

অহংকারী ব্যক্তি শেষ হয়ে যাবে

আর যারা অন্যদের ক্ষতি করার জন্য তক্কে তক্কে থাকে, তারা ধ্বংস হয়ে যাবে।

২১ আর সেই লোকেরাও ধ্বংস হয়ে যাবে, যারা মিথ্যা কথা বলে অন্যদের দোষী সাব্যস্ত করে,

যারা সেই ব্যক্তিদের জন্য ফাঁদ পাতে, যারা নগরের দরজায় নিজেদের পক্ষ সমর্থন করে

আর যারা মিথ্যা অভিযোগ করে সেই ব্যক্তিদের ন্যায়বিচার থেকে বঞ্চিত করে, যারা সঠিক কাজ করে।

২২ তাই যিহোবা, যিনি অব্রাহামকে মুক্ত করেছিলেন, তিনি যাকোবের পরিবারকে বলেন:

“যাকোব আর লজ্জিত হবে না,

তার মুখ আর ফ্যাকাশে* হবে না।

২৩ কারণ সে যখন তার সন্তানদের নিজের মাঝে দেখবে,

যারা আমারই হাতের কাজ,

তখন তারা আমার নাম পবিত্র করবে,

হ্যাঁ, তারা যাকোবের পবিত্র ঈশ্বরকে পবিত্র করবে

আর তারা ইজরায়েলের ঈশ্বরের কারণে অবাক হয়ে যাবে।

২৪ যাদের মন বিপথে চলে যায়, তারা বোঝার ক্ষমতা লাভ করবে

আর যারা অভিযোগ করে, তারা নির্দেশনা গ্রহণ করবে।”

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার