ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • যিশাইয় ৩৪
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

যিশাইয় ৩৪:৩

পাদটীকা

  • *

    বা “ভেসে।”

যিশাইয় ৩৪:৬

পাদটীকা

  • *

    বা “কিডনির।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ২/১৫/১৯৯৬, পৃষ্ঠা ৯

যিশাইয় ৩৪:৯

পাদটীকা

  • *

    স্পষ্টতই, ইদোমের রাজধানী বস্রাকে নির্দেশ করছে।

যিশাইয় ৩৪:১১

পাদটীকা

  • *

    অর্থাৎ ওলন দড়ি কিংবা কোনো কিছু সমতল কি না, তা নির্ণয় করার যন্ত্র।

যিশাইয় ৩৪:১৪

পাদটীকা

  • *

    বা সম্ভবত, “আর ছাগলের মতো দেখতে দেবতা।”

  • *

    প্যাঁচার মতো এক ধরনের নিশাচর পাখি।

যিশাইয় ৩৪:১৭

পাদটীকা

  • *

    শব্দকোষ দেখুন।

  • *

    আক্ষ., “আর তাঁর নিজের হাত মাপার দড়ি দিয়ে তাদের জন্য সেটা ভাগ করে দিয়েছে।”

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
যিশাইয় ৩৪:১-১৭

যিশাইয়

৩৪ হে জাতিগুলো, তোমরা কাছে এসে শোনো।

বিভিন্ন দেশের লোকেরা, তোমরা মনোযোগ দাও।

পৃথিবী এবং সেটার মধ্যে থাকা সমস্ত কিছু

আর জমি এবং সেটার মধ্যে থাকা সমস্ত কিছু যেন শোনে।

 ২ কারণ যিহোবা সমস্ত জাতির বিরুদ্ধে রেগে উঠেছেন

আর তাদের সমস্ত সেনাবাহিনীর বিরুদ্ধে তাঁর ক্রোধের আগুন জ্বলে উঠেছে।

তিনি তাদের পুরোপুরিভাবে ধ্বংস করে দেবেন,

তিনি তাদের হত্যা করবেন।

 ৩ তাদের নিহত লোকদের ফেলে দেওয়া হবে

আর তাদের মৃতদেহের দুর্গন্ধ উপরের দিকে উঠবে,

তাদের রক্তের কারণে পর্বতগুলো গলে* যাবে।

 ৪ আকাশের সমস্ত সেনাবাহিনী পচে যাবে

আর আকাশকে গোটানো পুস্তকের মতো গুটিয়ে ফেলা হবে।

আঙুর গাছের পাতা

এবং ডুমুর গাছের ডুমুর ফল যেভাবে শুকিয়ে পড়ে যায়,

সেভাবেই তাদের সমস্ত সেনাবাহিনী শুকিয়ে যাবে।

 ৫ “কারণ স্বর্গে আমার তলোয়ার থেকে রক্ত ঝরে পড়বে।

সেই তলোয়ার ইদোমকে শাস্তি দেওয়ার জন্য সেটার উপর নেমে আসবে,

সেটা সেই লোকদের উপর নেমে আসবে, যাদের আমি ধ্বংসের জন্য নির্ধারণ করে রেখেছি।

 ৬ যিহোবার কাছে একটা তলোয়ার রয়েছে,

সেটা রক্তে ও চর্বিতে মাখা থাকবে।

সেটা পুংমেষশাবকের এবং ছাগলের রক্তে

আর পুংমেষের বৃক্কের* চর্বিতে মাখা অবস্থায় থাকবে।

কারণ বস্রায় যিহোবা বলি দেবেন

এবং ইদোমের দেশে অনেক লোককে হত্যা করবেন।

 ৭ সেগুলোর সঙ্গে বুনো ষাঁড়গুলোও ধ্বংস হবে,

যুবষাঁড়ের সঙ্গে শক্তিশালী ষাঁড়ও ধ্বংস হবে।

তাদের দেশ রক্তে ভিজে যাবে

আর তাদের ধুলো চর্বিতে ঢেকে যাবে।”

 ৮ কারণ যিহোবা প্রতিশোধ নেওয়ার একটা দিন নির্ধারণ করেছেন,

সিয়োনের উপর যারা অত্যাচার করেছে,

তাদের শাস্তি দেওয়ার জন্য একটা বছর নির্ধারণ করেছেন।

 ৯ সেই নগরীর* নদীগুলো আলকাতরায় পরিণত হবে,

তার ধুলো গন্ধকে পরিণত হবে

আর তার ভূমি জ্বলন্ত আলকাতরার মতো হয়ে উঠবে।

১০ দিনে কিংবা রাতে সেটাকে নেভানো হবে না,

সেটার ধোঁয়া চিরকাল ধরে উপরের দিকে উঠতে থাকবে।

সে ধ্বংস হয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে পড়ে থাকবে

আর কেউ কখনো তার মধ্য দিয়ে যাবে না।

১১ পেলিক্যান ও শজারু তাকে দখল করবে,

লম্বা কানওয়ালা প্যাঁচা এবং দাঁড়কাক তার মধ্যে থাকবে।

ঈশ্বর মাপার দড়ি এবং মাপার যন্ত্র* দিয়ে সেই নগরীকে মাপবেন

কারণ তিনি তাকে জনশূন্য করে তোলার এবং ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছেন।

১২ তার কোনো উচ্চপদস্থ ব্যক্তিকেই রাজা করা হবে না

এবং তার সমস্ত অধ্যক্ষ শেষ হয়ে যাবে।

১৩ তার দৃঢ় দুর্গগুলোতে কাঁটাগাছ বেড়ে উঠবে,

তার দুর্গগুলোতে বিছুটি গাছ এবং কাঁটাঝোপ বেড়ে উঠবে।

সে শিয়ালের ডেরা

এবং উট পাখির আস্তানা হয়ে উঠবে।

১৪ মরুভূমির প্রাণীরা শিয়ালদের সঙ্গে থাকবে

আর বুনো ছাগল* নিজের সঙ্গীকে ডাকবে।

হ্যাঁ, সেখানে দিনকানা পাখি* বাস করবে এবং বিশ্রামের জায়গা খুঁজে পাবে।

১৫ সেখানে লাফিয়ে লাফিয়ে চলে এমন সাপ নিজের থাকার জায়গা তৈরি করবে এবং ডিম পাড়বে

আর সে ডিম ফুটিয়ে বাচ্চা বের করবে এবং তাদের নিজের ছায়ায় জড়ো করবে।

হ্যাঁ, চিলেরা নিজের নিজের সঙ্গীর সঙ্গে সেখানে জড়ো হবে।

১৬ যিহোবার পুস্তকে খোঁজো আর জোরে জোরে সেটা পড়ো:

তাদের মধ্যে কেউই হারিয়ে যাবে না

আর কেউই সঙ্গী ছাড়া থাকবে না

কারণ যিহোবার মুখ এই আদেশ দিয়েছে

আর তাঁর পবিত্র শক্তি তাদের জড়ো করেছে।

১৭ তিনিই তাদের জন্য ঘুঁটি* চেলেছেন

আর তিনি নিজের হাতে তাদের নির্ধারিত জায়গা মেপে দিয়েছেন।*

সেটা চিরকালের জন্য তাদের এলাকা হয়ে উঠবে,

তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে সেখানে বাস করবে।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার