যিরমিয়
২৪ ব্যাবিলনের রাজা নবূখদ্নিৎসর* যিহোয়াকীমের ছেলে এবং যিহূদার রাজা যিকনিয়কে* ও সেইসঙ্গে যিহূদার অধ্যক্ষদের, কারিগরদের ও কামারদের* বন্দি করে জেরুসালেম থেকে ব্যাবিলনে নিয়ে যাওয়ার পর যিহোবা আমাকে ডুমুর-ভরতি দুটো ঝুড়ি দেখালেন, যেগুলো যিহোবার মন্দিরের সামনে রাখা ছিল। ২ একটা ঝুড়িতে খুব ভালো ডুমুর ছিল, প্রথমে পাকা ডুমুরের মতো। কিন্তু, অন্য ঝুড়িতে খুব খারাপ ডুমুর ছিল, এতটাই খারাপ যে, খাওয়ার অযোগ্য।
৩ তখন যিহোবা আমাকে জিজ্ঞেস করলেন: “যিরমিয়, তুমি কী দেখতে পাচ্ছ?” আমি বললাম: “আমি ডুমুর দেখতে পাচ্ছি। ভালো ডুমুরগুলো খুব ভালো কিন্তু খারাপ ডুমুরগুলো খুবই খারাপ, এতটাই খারাপ যে, খাওয়ার অযোগ্য।”
৪ তখন যিহোবার এই বার্তা আমার কাছে এল: ৫ “ইজরায়েলের ঈশ্বর যিহোবা এই কথা বলেন, ‘যিহূদার যে-বন্দিদের আমি এই জায়গা থেকে কল্দীয়দের দেশে পাঠিয়ে দিয়েছি, তারা আমার কাছে এই ভালো ডুমুরগুলোর মতো। আমি তাদের ভালো চোখে দেখব। ৬ আমি তাদের মঙ্গলের জন্য তাদের উপর নজর রাখব আর তাদের এই দেশে ফিরিয়ে আনব। আমি তাদের গড়ে তুলব, ভেঙে ফেলব না। আমি তাদের রোপণ করব, উপড়ে ফেলব না। ৭ আমি তাদের হৃদয়ে আকাঙ্ক্ষা দেব, যেন তারা আমাকে জানতে পারে এবং এটা জানতে পারে যে, আমিই যিহোবা। তারা আমার লোক হয়ে উঠবে আর আমি তাদের ঈশ্বর হয়ে উঠব। কারণ তারা সম্পূর্ণ হৃদয় দিয়ে ফিরে আসবে।
৮ “‘কিন্তু, এই খারাপ ডুমুরগুলো, যেগুলো এতটাই খারাপ যে, খাওয়ার অযোগ্য, সেগুলোর বিষয়ে যিহোবা এই কথা বলেন: “যিহূদার রাজা সিদিকিয়কে, তার অধ্যক্ষদের, এই দেশে পড়ে থাকা জেরুসালেমের লোকদের এবং যারা মিশরে বাস করছে, তাদের আমি সেই চোখেই দেখব। ৯ আমি তাদের এমন অবস্থা করব এবং তাদের উপর এমন বিপর্যয় নিয়ে আসব যে, তা দেখে পৃথিবীর সমস্ত রাজ্য আতঙ্কিত হয়ে পড়বে। আমি তাদের যে-সমস্ত জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে দেব, সেখানে তারা অপমানিত হবে, তাদের নিয়ে প্রবাদ তৈরি হবে, তাদের নিয়ে ঠাট্টাতামাশা করা হবে আর তাদের অভিশপ্ত হিসেবে দেখা হবে। ১০ আমি তাদের বিরুদ্ধে তলোয়ার, দুর্ভিক্ষ ও মহামারি* পাঠাব, যতক্ষণ না তারা সেই দেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যায়, যেটা আমি তাদের এবং তাদের পূর্বপুরুষদের দিয়েছিলাম।”’”