যিরমিয়
৩ লোকে জিজ্ঞেস করে: “কোনো পুরুষ যদি তার স্ত্রীকে ত্যাগ করে আর সেই স্ত্রী তাকে ছেড়ে দিয়ে অন্য ব্যক্তির স্ত্রী হয়, তা হলে সেই পুরুষ কি আবারও সেই মহিলার কাছে ফিরে যাবে?”
এই দেশ কি পুরোপুরিভাবে কলুষিত হয়ে পড়েনি?
যিহোবা ঘোষণা করেন: “তুমি অনেক সঙ্গীর সঙ্গে বেশ্যাকর্ম করেছ
আর এখন তুমি আমার কাছে ফিরে আসতে চাইছ?”
২ “তোমার চোখ তুলে গাছপালাহীন পাহাড়গুলোকে দেখো।
এমন কোন জায়গা রয়েছে, যেখানে তোমাকে ধর্ষণ করা হয়নি?
তুমি তাদের জন্য রাস্তার ধারে বসে থাকতে,
ঠিক প্রান্তরে এক যাযাবরের* মতো।
তুমি তোমার বেশ্যাকর্ম এবং তোমার মন্দতার দ্বারা
দেশকে কলুষিত করতে থাক।
৩ তাই, বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়েছে
আর বসন্ত কালে কোনো বৃষ্টি নেই।
তুমি এমন স্ত্রীর মতো, যে বেশ্যাকর্ম করে, কিন্তু যে একেবারে নির্লজ্জ।
তোমার একটুও লজ্জাশরম নেই।
৪ কিন্তু, এখন তুমি আমাকে ডেকে বল,
‘হে আমার পিতা, ছোটোবেলা থেকে তুমিই আমার সঙ্গী!
৫ তুমি কি চিরকাল রাগ করে থাকবে
কিংবা সবসময় ক্ষোভ পুষে রাখবে?’
তুমি এটা বল ঠিকই,
কিন্তু তুমি যে-সমস্ত মন্দ কাজ করতে পার, সেই সবই করতে থাক।”
৬ রাজা যোশিয়ের দিনে যিহোবা আমাকে বললেন: “‘তুমি কি দেখেছ, অবিশ্বস্ত ইজরায়েল কী করেছে? সে প্রতিটা উঁচু পর্বতের উপরে এবং প্রতিটা বড়ো গাছের নীচে গিয়ে বেশ্যাকর্ম করেছে। ৭ সে এই সমস্ত কিছু করা সত্ত্বেও আমি তাকে আমার কাছে ফিরে আসার জন্য বলতে থাকলাম, কিন্তু সে ফিরে এল না আর যিহূদা তার বিশ্বাসঘাতক বোনকে দেখতে থাকল। ৮ আমি যখন তা দেখলাম, তখন আমি অবিশ্বস্ত ইজরায়েলকে বিবাহবিচ্ছেদপত্র দিয়ে ত্যাগ করলাম কারণ সে ব্যভিচার করেছিল। কিন্তু, তার বিশ্বাসঘাতক বোন যিহূদা ভয় পেল না, সেও গিয়ে বেশ্যাকর্ম করল। ৯ সে তার বেশ্যাকর্মকে হালকাভাবে দেখল আর সে দেশকে কলুষিত করতে থাকল এবং পাথর ও গাছের সঙ্গে ব্যভিচার করতে থাকল। ১০ এত কিছু হওয়া সত্ত্বেও তার বিশ্বাসঘাতক বোন যিহূদা সম্পূর্ণ হৃদয় দিয়ে আমার কাছে ফিরে এল না, কেবল ফিরে আসার ভান করল।’ যিহোবা এই ঘোষণা করেছেন।”
১১ তারপর, যিহোবা আমাকে বললেন: “অবিশ্বস্ত ইজরায়েল নিজেকে বিশ্বাসঘাতক যিহূদার চেয়ে কম দোষী হিসেবে প্রমাণ করেছে। ১২ যাও, উত্তর দিকে এই কথাগুলো ঘোষণা করো:
“‘যিহোবা ঘোষণা করেন, “হে বিদ্রোহী ইজরায়েল, ফিরে এসো।”’ ‘যিহোবা ঘোষণা করেন, “আমি রাগান্বিত হয়ে তোমার দিকে তাকাব না কারণ আমি অনুগত, আমি চিরকাল ক্ষোভ পুষে রাখব না। ১৩ তুমি কেবল তোমার দোষ স্বীকার করো কারণ তুমি তোমার ঈশ্বর যিহোবার বিরুদ্ধে বিদ্রোহ করেছ। তুমি প্রতিটা বড়ো গাছের নীচে অপরিচিত ব্যক্তিদের* সঙ্গে শারীরিক সম্পর্ক করে গিয়েছিলে, কিন্তু তুমি আমার কথার বাধ্য হওনি।” যিহোবা এই কথা ঘোষণা করেন।’”
১৪ যিহোবা ঘোষণা করেন: “হে বিদ্রোহী ছেলেরা, ফিরে এসো কারণ আমি তোমাদের প্রকৃত প্রভু* হয়েছি আর আমি প্রতিটা নগর থেকে এক জনকে এবং প্রতিটা পরিবার থেকে দু-জনকে নেব আর আমি তোমাদের সিয়োনে নিয়ে আসব। ১৫ আমি তোমাদের আমার মনের মতো পালকদের দেব আর তারা তোমাদের জ্ঞান এবং বোঝার ক্ষমতা জোগাবে। ১৬ তখন তোমরা বৃদ্ধি পাবে এবং তোমাদের জনসংখ্যা অনেক বেড়ে যাবে।” যিহোবা এই কথা ঘোষণা করেন। “তারা আর কখনো বলবে না, ‘যিহোবার চুক্তির সিন্দুক!’ সেটা আর কখনো তাদের মনে পড়বে না, তারা কখনো সেটা স্মরণ করবে না বা সেটার অভাব বোধ করবে না আর সেটাকে আবার তৈরি করা হবে না। ১৭ সেই সময়ে তারা জেরুসালেমকে যিহোবার সিংহাসন বলে ডাকবে আর সমস্ত জাতিকে যিহোবার নামের গৌরব করার জন্য জেরুসালেমে একত্রিত করা হবে এবং তারা আর একগুঁয়েভাবে নিজেদের মন্দ হৃদয় অনুযায়ী চলবে না।”
১৮ “সেই দিন যিহূদার পরিবার ও সেইসঙ্গে ইজরায়েলের পরিবার একসঙ্গে হাঁটবে আর তারা একসঙ্গে উত্তর দিকের দেশ থেকে সেই দেশে আসবে, যেটা আমি তোমাদের পূর্বপুরুষদের উত্তরাধিকার হিসেবে দিয়েছিলাম।” ১৯ আমি ভেবেছিলাম, ‘আমি তোমাকে আমার ছেলেদের সঙ্গে গুনব এবং তোমাকে সেই অপূর্ব দেশ দেব, যেটা জাতিগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর উত্তরাধিকার!’ আমি এও ভেবেছিলাম, তোমরা আমাকে, ‘আমার পিতা!’ বলে ডাকবে আর তোমরা কখনো আমাকে অনুসরণ করা বন্ধ করবে না। ২০ যিহোবা ঘোষণা করেন, ‘ঠিক যেভাবে একজন স্ত্রী তার স্বামীর* সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাকে ছেড়ে দেয়, সেভাবেই হে ইজরায়েলের পরিবার, তুমিও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ।’”
২১ গাছপালাহীন পাহাড়গুলোর উপর একটা শব্দ শোনা যাচ্ছে,
ইজরায়েলের লোকেরা কাঁদছে এবং কাকুতিমিনতি করছে
কারণ তারা আঁকাবাঁকা পথে গিয়েছে,
তারা তাদের ঈশ্বর যিহোবাকে ভুলে গিয়েছে।
২২ “হে বিদ্রোহী ছেলেরা, ফিরে এসো।
আমি তোমাদের সুস্থ করব এবং তোমরা আর বিদ্রোহ করবে না।”
“দেখো, এই যে আমরা! আমরা তোমার কাছে এসেছি
কারণ হে যিহোবা, তুমি আমাদের ঈশ্বর।
২৩ সত্যিই, পাহাড়পর্বতগুলোতে জোরে জোরে শব্দ করে আমরা নিজেদের বোকা বানিয়েছি।
সত্যিই, আমাদের ঈশ্বর যিহোবাই ইজরায়েলের পরিত্রাণ।
২৪ কিন্তু, আমাদের যৌবনকাল থেকেই সেই লজ্জাজনক জিনিসটা* আমাদের পূর্বপুরুষদের পরিশ্রমের ফল খেয়ে নিয়েছে,
সেটা তাদের মেষ, ছাগল, গরু ও ষাঁড়
এবং তাদের ছেলে-মেয়েদের খেয়ে নিয়েছে।
২৫ এসো, আমরা আমাদের লজ্জায় শুয়ে পড়ি
আর আমাদের অপমান আমাদের ঢেকে ফেলুক
কারণ আমরা আমাদের ঈশ্বর যিহোবার বিরুদ্ধে পাপ করেছি,
আমাদের ছোটোবেলা থেকে আজ পর্যন্ত আমরা এবং আমাদের বাবারা পাপ করেছি
আর আমরা আমাদের ঈশ্বর যিহোবার কথার বাধ্য হইনি।”