বিলাপ
৫ হে যিহোবা, আমাদের প্রতি যা ঘটেছে, তা স্মরণ করো।
আমাদের যেভাবে অপমান করা হয়েছে, তা দেখো।
২ আমাদের উত্তরাধিকার অপরিচিত ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়েছে, আমাদের বাড়িগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়েছে।
৩ আমরা অনাথ হয়ে গিয়েছি, আমাদের বাবা আর নেই, আমাদের মায়েরা বিধবার মতো হয়ে গিয়েছে।
৪ আমাদের নিজেদেরই জল আমাদের কিনে খেতে হয় আর আমাদের নিজেদেরই কাঠ আমাদের কিনতে হয়।
৫ যারা আমাদের তাড়া করছে, তারা আমাদের ঘাড়ের কাছে এসে পড়েছে,
আমরা ক্লান্ত হয়ে গিয়েছি, কিন্তু আমাদের একটুও বিশ্রাম নিতে দেওয়া হয় না।
৬ আমরা মিশর ও অশূরের কাছে হাত পাতি, যাতে আমরা যথেষ্ট রুটি পেতে পারি।
৭ আমাদের পূর্বপুরুষেরা, যারা পাপ করেছিল, তারা আর নেই, কিন্তু আমাদের তাদের ভুলের বোঝা বইতে হবে।
৮ এখন দাসেরা আমাদের উপর রাজত্ব করে, তাদের হাত থেকে আমাদের উদ্ধার করার মতো কেউ নেই।
৯ প্রান্তরের তলোয়ারের কারণে আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের রুটি নিয়ে আসি।
১০ প্রচণ্ড খিদের জ্বালায় আমাদের চামড়া অগ্নিকুণ্ডের মতো গরম হয়ে গিয়েছে।
১১ তারা সিয়োনে বিবাহিত মহিলাদের এবং যিহূদার নগরগুলোতে কুমারী মেয়েদের অপমান* করেছে।
১২ অধ্যক্ষদের হাত বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছিল আর প্রাচীনদের প্রতি কোনো সম্মান দেখানো হয়নি।
১৩ যুবকেরা জাঁতা বয় আর ছোটো ছেলেরা কাঠের বোঝা বইতে গিয়ে হোঁচট খায়।
১৪ প্রাচীনেরা আর নগরের দরজায় নেই, যুবকেরা আর সংগীত বাজায় না।
১৫ আমাদের হৃদয় থেকে আনন্দ চলে গিয়েছে, আমাদের নাচ শোকে পরিণত হয়েছে।
১৬ আমাদের মাথা থেকে মুকুট পড়ে গিয়েছে। ধিক আমাদের কারণ আমরা পাপ করেছি!
১৭ তাই, আমাদের খুব মন খারাপ
আর এই বিষয়গুলোর কারণে আমাদের চোখ নিস্তেজ হয়ে পড়েছে
১৮ কারণ সিয়োন পর্বত জনশূন্য অবস্থায় পড়ে আছে, এখন শিয়ালেরা সেখানে ঘুরে বেড়ায়।
১৯ হে যিহোবা, তুমি চিরকাল সিংহাসনে বসে থাক।
তোমার সিংহাসন প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকে।
২০ কেন তুমি চিরকালের জন্য আমাদের ভুলে যাবে এবং এত দীর্ঘ সময়ের জন্য আমাদের পরিত্যাগ করবে?
২১ হে যিহোবা, আমাদের তোমার কাছে ফিরিয়ে আনো আর আমরা ইচ্ছুক মনে তোমার কাছে ফিরে আসব।
আমাদের পুরোনো দিনগুলো ফিরিয়ে দাও।
২২ কিন্তু, তুমি আমাদের পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করেছ।
তুমি আমাদের উপর প্রচণ্ড রেগে আছ।