ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • গীতসংহিতা ১৩২
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

গীতসংহিতা ১৩২:৫

পাদটীকা

  • *

    বা “একটা মহিমাপূর্ণ পবিত্র তাঁবু।”

গীতসংহিতা ১৩২:৭

পাদটীকা

  • *

    বা “মহিমাপূর্ণ পবিত্র তাঁবুর।”

গীতসংহিতা ১৩২:১৭

পাদটীকা

  • *

    আক্ষ., “শিং।”

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
গীতসংহিতা ১৩২:১-১৮

গীতসংহিতা

আরোহণের গান।

১৩২ হে যিহোবা, দায়ূদকে স্মরণ করো,

তার সমস্ত কষ্ট স্মরণ করো,

 ২ কীভাবে তিনি যিহোবার কাছে দিব্য করেছিলেন,

যাকোবের শক্তিশালী ঈশ্বরের কাছে শপথ করেছিলেন:

 ৩ “আমি ততক্ষণ পর্যন্ত নিজের তাঁবুতে, নিজের ঘরে যাব না,

নিজের খাটে, নিজের বিছানায় শোব না,

 ৪ নিজের চোখে ঘুম আসতে দেব না,

নিজের চোখ বন্ধ হতে দেব না,

 ৫ যতক্ষণ না আমি যিহোবার জন্য একটা স্থান,

যাকোবের শক্তিশালী ঈশ্বরের জন্য একটা চমৎকার বাসস্থান* খুঁজে বের করি।”

 ৬ দেখো! আমরা ইফ্রাথায় সেটার বিষয়ে শুনেছিলাম,

আমরা বনে সেটা পেয়েছিলাম।

 ৭ এসো, আমরা তাঁর বাসস্থানের* ভিতরে যাই,

তাঁর পা রাখার পিঁড়ের কাছে মাথা নত করি।

 ৮ হে যিহোবা, ওঠো, তোমার বিশ্রামস্থানে এসো,

এই স্থানে যেন তুমি আস এবং তোমার সিন্দুকও আসে, যেটা তোমার শক্তির প্রতীক।

 ৯ তোমার যাজকেরা যেন সততার পোশাক পরে থাকে

আর তোমার অনুগত লোকেরা যেন আনন্দে চিৎকার করে।

১০ তোমার দাস দায়ূদের জন্য

তোমার অভিষিক্ত ব্যক্তিকে প্রত্যাখ্যান কোরো না।

১১ যিহোবা দায়ূদের কাছে দিব্য করেছেন,

তিনি কোনোভাবেই তাঁর এই কথা ফিরিয়ে নেবেন না:

“আমি তোমার বংশধরদের মধ্যে একজনকে

তোমার সিংহাসনে বসাব।

১২ যদি তোমার ছেলেরা আমার চুক্তি পালন করে

এবং আমি যে-নির্দেশনাগুলো স্মরণ করিয়ে দেওয়ার মাধ্যমে তাদের শিক্ষা দিই, সেগুলো মানে,

তা হলে তাদের ছেলেরাও

তোমার সিংহাসনে চিরকাল ধরে বসবে।”

১৩ কারণ যিহোবা সিয়োনকে বেছে নিয়েছেন,

তিনি সেটাকে নিজের বাসস্থান করতে চেয়েছেন এবং বলেছেন:

১৪ “এটা চিরকালের জন্য আমার বিশ্রামস্থান,

আমি এখানে বাস করব কারণ এটাই আমার ইচ্ছা।

১৫ আমি এটাকে খাবারদাবার দিয়ে প্রচুররূপে আশীর্বাদ করব,

আমি এর গরিবদের রুটি দিয়ে পরিতৃপ্ত করব।

১৬ আমি এর যাজকদের পরিত্রাণের পোশাক পরাব

আর এর অনুগত লোকেরা আনন্দে চিৎকার করবে।

১৭ এখানে আমি দায়ূদের শক্তি* বৃদ্ধি করব।

আমি আমার অভিষিক্ত ব্যক্তির জন্য একটা প্রদীপ প্রস্তুত করেছি।

১৮ আমি তার শত্রুদের লজ্জিত করব,

কিন্তু তার মাথার মুকুট চকচক করবে।”

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার