ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • ২ শমূয়েল ১৭
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

২ শমূয়েল ১৭:২

পাদটীকা

  • *

    বা “ক্লান্ত হয়ে থাকবেন এবং তার দুটো হাতই দুর্বল হয়ে থাকবে।”

২ শমূয়েল ১৭:৯

পাদটীকা

  • *

    বা “গর্তে; গিরিপথে।”

২ শমূয়েল ১৭:১০

পাদটীকা

  • *

    আক্ষ., “তো যাদের হৃদয় সিংহের হৃদয়ের মতো, তাদেরও।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৭/১৫/১৯৯৬, পৃষ্ঠা ৩২

২ শমূয়েল ১৭:১৪

পাদটীকা

  • *

    বা “যিহোবা আজ্ঞা দিয়েছিলেন।”

২ শমূয়েল ১৭:১৬

পাদটীকা

  • *

    বা সম্ভবত, “প্রান্তরের শুষ্ক সমভূমিতে না থাকেন।”

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
  • ১৯
  • ২০
  • ২১
  • ২২
  • ২৩
  • ২৪
  • ২৫
  • ২৬
  • ২৭
  • ২৮
  • ২৯
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
২ শমূয়েল ১৭:১-২৯

শমূয়েলের দ্বিতীয় পুস্তক

১৭ তারপর, অহীথোফল অবশালোমকে বলল: “আমাকে অনুমতি দাও, যেন আমি ১২,০০০ জন সৈন্য বেছে নিয়ে আজ রাতেই দায়ূদের পিছু ধাওয়া করি। ২ আমি এমন সময়ে তার উপর আক্রমণ করব, যখন তিনি ক্লান্ত ও দুর্বল থাকবেন।* আমি তাকে ভয় দেখাব আর এতে তার সঙ্গে থাকা সমস্ত লোক পালিয়ে যাবে আর রাজা যখন একা হয়ে পড়বেন, তখন আমি তাকে মেরে ফেলব। ৩ এরপর, আমি বাকি সমস্ত লোককে তোমার কাছে নিয়ে আসব। তুমি যার খোঁজ করছ, তাকে সরানোর পরেই সমস্ত লোক তোমার কাছে ফিরে আসবে। তখন সমস্ত লোক শান্তিতে থাকবে।” ৪ অহীথোফলের এই প্রস্তাব অবশালোম এবং ইজরায়েলের সমস্ত প্রাচীনের দৃষ্টিতে একদম সঠিক বলে মনে হল।

৫ তারপরও অবশালোম বলল: “অর্কীয় হূশয়কেও একবার ডাকো। দেখি, তিনি কী বলেন।” ৬ তখন হূশয় অবশালোমের কাছে এলেন। অবশালোম তাকে বলল: “অহীথোফল আমাদের এই পরামর্শ দিয়েছে। আপনি কী মনে করেন, আমাদের কি তার কথা শোনা উচিত? যদি মনে করেন উচিত নয়, তা হলে আপনি কোনো পরামর্শ দিন।” ৭ হূশয় অবশালোমকে বললেন: “অহীথোফল এই বার ভালো পরামর্শ দেননি!”

৮ এরপর, হূশয় বললেন: “আপনি খুব ভালোভাবে জানেন, আপনার বাবা এবং তার লোকেরা কতটা শক্তিশালী আর এই সময়ে তারা এমন ভল্লুকীর মতো খেপে রয়েছে, যেটার বাচ্চা হারিয়ে গিয়েছে। আর এটাও ভুলে যাবেন না, আপনার বাবা একজন বীরযোদ্ধা। রাতে তিনি লোকদের সঙ্গে থাকবেন না। ৯ এই মুহূর্তে তিনি গুহায়* বা অন্য কোনো জায়গায় লুকিয়ে রয়েছেন। তিনি যদি প্রথমে আমাদের লোকদের উপর আক্রমণ করেন, তা হলে এই গুজব ছড়িয়ে যাবে, ‘অবশালোমের অনুসারীরা হেরে গিয়েছে!’ ১০ এমনটা হলে তো সিংহের মতো সাহসী সৈন্যদেরও* মনোবল ভেঙে যাবে কারণ পুরো ইজরায়েল জানে যে, আপনার বাবা একজন বীরযোদ্ধা আর তার সঙ্গে থাকা লোকেরা খুবই সাহসী। ১১ তাই, আমার পরামর্শ হল: দান থেকে শুরু করে বের্‌-শেবা পর্যন্ত সমস্ত ইজরায়েলীয় আপনার কাছে এসে একত্রিত হোক, যাতে তাদের সংখ্যা সমুদ্রের তীরের বালির কণার মতো অসংখ্য হয়। তারপর, আপনি নিজে তাদের সবাইকে নিয়ে যুদ্ধে যান। ১২ আমরা তাকে যেখানেই পাব, মাটিতে যেভাবে শিশির পড়ে, সেভাবে তার উপর ঝাঁপিয়ে পড়ব। তখন তিনি কিংবা তার কোনো লোক, কেউই বাঁচবে না। ১৩ তিনি যদি কোনো নগরে পালিয়ে যান, তা হলে আমরা পুরো ইজরায়েলকে নিয়ে যাব আর সেই নগরটা ধ্বংস করে দেব আর আমরা নগরটা দড়ি দিয়ে টেনে নিয়ে গিয়ে উপত্যকায় ফেলে দেব, যাতে সেখানে একটা নুড়িপাথরও না থাকে।”

১৪ তখন অবশালোম এবং ইজরায়েলের সমস্ত লোক বলল: “অহীথোফলের পরামর্শের চেয়ে অর্কীয় হূশয়ের পরামর্শ আরও ভালো!” এমনটা হল কারণ যিহোবা ঠিক করে ফেলেছিলেন* যে, তিনি অহীথোফলের ভালো পরামর্শকে ব্যর্থ করে দেবেন, যাতে যিহোবা অবশালোমের উপর বিপর্যয় আনতে পারেন।

১৫ তারপর, হূশয় যাজক সাদোক এবং যাজক অবিয়াথরকে বললেন: “অহীথোফল অবশালোমকে এবং ইজরায়েলের প্রাচীনদের এই পরামর্শ দিয়েছিল আর আমি এই পরামর্শ দিয়েছি। ১৬ তাই, তাড়াতাড়ি দায়ূদের কাছে এই সংবাদ পাঠাও আর তাকে সাবধান করো, যেন তিনি আজ রাতে প্রান্তরে জর্ডন নদীর সেই জায়গাগুলোর কাছে না থাকেন, যেগুলো দিয়ে হেঁটে পার হওয়া যায়।* তিনি যেন অবশ্যই নদী পার হয়ে ওপারে চলে যান। নাহলে, রাজা এবং তার সঙ্গে থাকা সমস্ত লোককে হয়তো মেরে ফেলা হবে।”

১৭ যোনাথন ও অহীমাস ঐন্‌রোগেলে ছিল কারণ লোকেরা যদি তাদের নগরে প্রবেশ করতে দেখে ফেলত, তা হলে তাদের বিপদ হতে পারত। তাই, একজন দাসী গিয়ে তাদের এই খবর দিল। তারপর, তারা দু-জনে এই খবরটা রাজা দায়ূদকে দেওয়ার জন্য বেরিয়ে পড়ল। ১৮ কিন্তু, একজন যুবক তাদের দেখে ফেলল আর সে গিয়ে অবশালোমকে খবর দিল। তাই, তারা দু-জন সঙ্গেসঙ্গে সেখান থেকে পালিয়ে গেল আর বহুরীমে একজন ব্যক্তির বাড়িতে পৌঁছোল। সেই ব্যক্তির বাড়ির উঠোনে একটা কুয়ো ছিল। তারা সেই কুয়োয় নেমে লুকিয়ে পড়ল। ১৯ সেই ব্যক্তির স্ত্রী কুয়োর মুখটা একটা কাপড় দিয়ে ঢেকে দিল আর সেটার উপর মাড়াই করা শস্য ছড়িয়ে দিল। তাই, কেউই কিছু জানতে পারল না। ২০ অবশালোমের সেবকেরা সেই মহিলার বাড়িতে এসে তাকে জিজ্ঞেস করল: “অহীমাস ও যোনাথন কোথায়?” সেই মহিলা বলল: “তারা নদীর দিকে গিয়েছে।” অবশালোমের লোকেরা তাদের অনেক খুঁজল কিন্তু কোথাও পেল না। তাই, তারা জেরুসালেমে ফিরে গেল।

২১ সেই লোকেরা চলে যাওয়ার পর, তারা দু-জন কুয়ো থেকে উঠে এল। তারপর, তারা গিয়ে রাজা দায়ূদকে খবর দিল। তারা তাকে বলল: “আপনারা তাড়াতাড়ি নদীর ওপারে চলে যান কারণ অহীথোফল আপনার ক্ষতি করার জন্য এই এই পরামর্শ দিয়েছে।” ২২ এই খবর শোনামাত্র দায়ূদ এবং তার সমস্ত লোক সেখান থেকে বেরিয়ে পড়লেন আর জর্ডন নদীর ওপারে চলে গেলেন। যতক্ষণে ভোর হল, ততক্ষণে তারা সবাই জর্ডনের ওপারে চলে গেল। কেউই এপারে রইল না।

২৩ অহীথোফল যখন দেখল, তার পরামর্শ অনুসারে কাজ করা হয়নি, তখন সে গাধায় চড়ে নিজের নগরে ফিরে গেল। সে তার পরিবারকে প্রয়োজনীয় নির্দেশনা দিল আর তারপর গলায় দড়ি দিয়ে মারা গেল। তাকে তার পূর্বপুরুষদের কবরস্থানে কবর দেওয়া হল।

২৪ ইতিমধ্যে, দায়ূদ মহনয়িমে চলে গেলেন। ওদিকে অবশালোম ইজরায়েলের সমস্ত পুরুষের সঙ্গে জর্ডন পার হল। ২৫ অবশালোম যোয়াবের স্থানে অমাসাকে সেনাপতি করেছিল। অমাসা যিথ্র নামে একজন ইজরায়েলীয় পুরুষের ছেলে ছিল, যে নাহশের মেয়ে অবীগলের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিল। অবীগল যোয়াবের মা সরূয়ার বোন ছিল। ২৬ অবশালোম এবং তার সঙ্গে থাকা সমস্ত ইজরায়েলীয় গিলিয়দের এলাকায় শিবির স্থাপন করল।

২৭ দায়ূদ মহনয়িমে পৌঁছোনোর সঙ্গেসঙ্গে শোবি (অম্মোনীয়দের নগর রব্বার বাসিন্দা নাহশের ছেলে), মাখীর (লো-দবারের বাসিন্দা অম্মীয়েলের ছেলে) এবং গিলিয়দীয় বর্সিল্লয় (রোগলীমের বাসিন্দা) তার কাছে এলেন। ২৮ তারা সঙ্গে করে বিছানা, বাটি, মাটির পাত্র, গম, যব, ময়দা, ভাজা শস্য, শিম, ডাল, শুকনো শস্য, ২৯ মধু, মাখন, পনির ও মেষ নিয়ে এসেছিলেন। তারা এই সমস্ত জিনিস দায়ূদ এবং তার লোকদের জন্য নিয়ে এলেন কারণ তারা ভাবলেন, “লোকদের হয়তো প্রান্তরে খিদে ও পিপাসা পেয়েছে আর তারা প্রচণ্ড ক্লান্ত রয়েছে।”

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার