ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • ইয়োব ১৭
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

ইয়োব ১৭:২

পাদটীকা

  • *

    বা “ভাবতে।”

ইয়োব ১৭:৩

পাদটীকা

  • *

    বা “আমার জামিন হও।”

ইয়োব ১৭:৬

পাদটীকা

  • *

    আক্ষ., “আমাকে প্রবাদে।”

ইয়োব ১৭:৮

পাদটীকা

  • *

    বা “ধর্মভ্রষ্ট।”

ইয়োব ১৭:৯

পাদটীকা

  • *

    আক্ষ., “আর যার হাত শুচি, সে।”

ইয়োব ১৭:১৩

পাদটীকা

  • *

    ইব্রীয়, শিওল। শব্দকোষ দেখুন।

ইয়োব ১৭:১৪

পাদটীকা

  • *

    বা “কবরকে।”

ইয়োব ১৭:১৬

পাদটীকা

  • *

    অর্থাৎ আমার আশা।

  • *

    ইব্রীয়, শিওল। শব্দকোষ দেখুন।

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
ইয়োব ১৭:১-১৬

ইয়োব

১৭ “আমার শক্তি ফুরিয়ে গিয়েছে, আমার দিন শেষ হতে চলেছে,

কবর আমার জন্য অপেক্ষা করছে।

 ২ উপহাসকারীরা আমাকে চারিদিক থেকে ঘিরে রাখে,

আমি দেখতে* থাকি যে, তারা কীভাবে আমার বিরোধিতা করে।

 ৩ হে ঈশ্বর, আমাকে উদ্ধার করার দায়িত্ব নাও।*

তুমি ছাড়া আর কে আছে, যে আমার সঙ্গে হাত মিলিয়ে আমাকে সাহায্য করার প্রতিজ্ঞা করবে?

 ৪ তুমি তাদের মন বন্ধ করে দিয়েছ, তাদের মধ্যে একটুও বিচক্ষণতা নেই

আর তাই তুমি তাদের উচ্চে স্থাপন কর না।

 ৫ এইরকম ব্যক্তি তার বন্ধুদের বিভিন্ন জিনিস দিয়ে বেড়ায়,

কিন্তু তার নিজের সন্তানেরাই খিদের জ্বালায় স্পষ্টভাবে দেখতে পারে না।

 ৬ ঈশ্বর লোকদের মাঝে আমাকে হাসির পাত্রে* পরিণত করেছেন,

তিনি আমার এমন অবস্থা করেছেন যে, তারা আমার মুখে থুতু দেয়।

 ৭ দুঃখে আমার চোখ নিস্তেজ হয়ে গিয়েছে,

আমার পুরো শরীর একেবারে শুকিয়ে গিয়েছে।

 ৮ আমার অবস্থা দেখে সৎ ব্যক্তিরা হতবাক হয়ে যায়

আর নির্দোষ ব্যক্তিরা ভক্তিহীন* লোকদের কারণে প্রচণ্ড রেগে যায়।

 ৯ কিন্তু, ধার্মিক ব্যক্তি নিজের পথে স্থির থাকবে

আর নির্দোষ ব্যক্তি* শক্তিশালী হতে থাকবে।

১০ তোমরা সবাই এসে আবারও তোমাদের যুক্তি তুলে ধরো

কারণ তোমাদের মধ্যে কাউকেই আমার বিজ্ঞ বলে মনে হয়নি।

১১ আমার দিন শেষ হয়ে গিয়েছে,

আমার সমস্ত পরিকল্পনা, মনের সমস্ত আকাঙ্ক্ষা ছারখার হয়ে গিয়েছে।

১২ আমার সঙ্গীরা রাতকে দিন বলে,

তারা বলে, ‘ভোর হতে চলেছে!’ কিন্তু, আমি শুধু অন্ধকারই দেখতে পাচ্ছি।

১৩ আমি যদি এভাবেই অপেক্ষা করতে থাকি, তা হলে কবর* আমার ঘর হয়ে উঠবে,

আমাকে অন্ধকারেই আমার বিছানা পাততে হবে।

১৪ আমি গর্তকে* বলব, ‘তুমি আমার বাবা!’

পোকাকে বলব, ‘তুমি আমার মা ও বোন!’

১৫ এইরকম অবস্থায় আমার আর কী আশা রয়েছে?

কেউ কি আমার বিষয়ে আশার কোনো আলো দেখতে পাচ্ছে?

১৬ সেটা* তো কবরের* বন্ধ দরজার পিছনে আবদ্ধ হয়ে যাবে,

তখন আমি এবং আমার আশা ধুলোতে মিশে যাব।”

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার