গীতসংহিতা
দায়ূদের সংগীত। সংগীত পরিচালকের জন্য নির্দেশনা।
২১ হে যিহোবা, তোমার শক্তির কারণে রাজা আনন্দ করেন,
তোমার পরিত্রাণে তিনি উল্লাস করেন!
২ তুমি তার হৃদয়ের আকাঙ্ক্ষা পূর্ণ করেছ,
তুমি তার মুখের অনুরোধ প্রত্যাখ্যান করনি। (সেলা)
৪ তিনি তোমার কাছে জীবন চাইলেন আর তুমি তাকে তা দিলে,
তুমি তাকে এক দীর্ঘ ও চিরকালীন জীবন দিলে।
৫ তোমার পরিত্রাণের কারণে তিনি অনেক গৌরব লাভ করেন।
তুমি তাকে মর্যাদা ও মহিমা দিয়ে থাক।
৬ তুমি নির্ধারণ করেছ যে, তিনি চিরকাল আশীর্বাদ লাভ করবেন,
তুমি তার সঙ্গে থাকার মাধ্যমে তাকে আনন্দিত করে তোল।
৭ কারণ রাজা যিহোবার উপর আস্থা রাখেন,
সর্বমহান ঈশ্বরের অটল প্রেমের কারণে তাকে কখনো টলানো যাবে না।
৮ তোমার হাত তোমার সমস্ত শত্রুকে ধরে ফেলবে,
তোমার ডান হাত সেই লোকদের ধরে ফেলবে, যারা তোমাকে ঘৃণা করে।
৯ তুমি তাদের পরীক্ষা করার সময় তাদের জ্বলন্ত অগ্নিকুণ্ডের মতো করবে।
যিহোবা রেগে গিয়ে তাদের গিলে ফেলবেন এবং আগুন তাদের গ্রাস করে নেবে।
১০ তুমি তাদের বংশধরদের* পৃথিবী থেকে ধ্বংস করে দেবে
আর তাদের সন্তানদের মানুষের মধ্য থেকে বিনষ্ট করে দেবে।
১১ কারণ তারা তোমার ক্ষতি করতে চেয়েছে,
তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কিন্তু তারা সফল হবে না।
১২ তুমি তোমার তির-ধনুক তাদের* দিকে তাক করবে,
এভাবে তুমি তাদের পিছু হটতে বাধ্য করবে।
১৩ হে যিহোবা, ওঠো, তোমার শক্তি দেখাও।
আমরা তোমার ক্ষমতার প্রশংসায় গান গাইব।*