গীতসংহিতা
আরোহণের গান।
১২৫ যারা যিহোবার উপর আস্থা রাখে,
তারা সিয়োন পর্বতের মতো, যেটাকে নড়ানো যায় না
আর যেটা চিরকাল টিকে থাকে।
২ ঠিক যেভাবে পর্বতগুলো জেরুসালেমকে ঘিরে রেখেছে,
সেভাবেই যিহোবা তাঁর লোকদের ঘিরে রাখবেন,
এখন থেকে চিরকাল পর্যন্ত।
৩ ধার্মিক ব্যক্তিদের জন্য নির্ধারিত জমিতে
মন্দতার রাজদণ্ড রাজত্ব করতে থাকবে না,
যাতে ধার্মিক ব্যক্তিরা মন্দ কাজ না করে।*
৪ হে যিহোবা, ভালো ব্যক্তিদের
এবং সৎ হৃদয়ের ব্যক্তিদের প্রতি ভালো কাজ করো।
৫ কিন্তু, যারা সঠিক পথ ছেড়ে মন্দ পথে চলে,
যিহোবা অন্যায়কারীদের সঙ্গে তাদের দূর করে দেবেন।
ইজরায়েলে যেন শান্তি থাকে।