ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • যিরমিয় ৪০
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

যিরমিয় ৪০:৫

পাদটীকা

  • *

    বা “কর্মকর্তা।”

যিরমিয় ৪০:৭

পাদটীকা

  • *

    বা “কর্মকর্তা।”

যিরমিয় ৪০:১০

পাদটীকা

  • *

    আক্ষ., “তাদের সামনে দাঁড়াব।”

  • *

    বা “ওয়াইন।”

যিরমিয় ৪০:১১

পাদটীকা

  • *

    বা “কর্মকর্তা।”

যিরমিয় ৪০:১২

পাদটীকা

  • *

    বা “ওয়াইন।”

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
যিরমিয় ৪০:১-১৬

যিরমিয়

৪০ পাহারাদারদের অধ্যক্ষ নবূষরদন যিরমিয়কে রামা থেকে মুক্ত করার পর যিহোবার বার্তা যিরমিয়ের কাছে এল। তিনি যিরমিয়কে হাতকড়া পরিয়ে সেখানে নিয়ে গিয়েছিলেন আর যিরমিয় জেরুসালেম ও যিহূদার সেইসমস্ত বন্দির মাঝে ছিলেন, যাদের ব্যাবিলনে নির্বাসনে পাঠানো হচ্ছিল। ২ পাহারাদারদের অধ্যক্ষ যিরমিয়কে মুক্ত করে বললেন: “তোমার ঈশ্বর যিহোবা এই জায়গায় এই বিপর্যয় আনার বিষয়ে ভবিষ্যদ্‌বাণী করেছিলেন ৩ আর যিহোবা যেমনটা বলেছিলেন, ঠিক তেমনটাই করেছেন কারণ তোমরা যিহোবার বিরুদ্ধে পাপ করেছিলে আর তাঁর কথার বাধ্য হওনি। তাই, তোমাদের প্রতি এমনটা ঘটেছে। ৪ এখন আমি তোমার হাতকড়া খুলে তোমাকে মুক্ত করছি। তোমার যদি ভালো বলে মনে হয়, তা হলে তুমি আমার সঙ্গে ব্যাবিলনে চলো, আমি তোমার দেখাশোনা করব। কিন্তু, তুমি যদি আমার সঙ্গে ব্যাবিলনে আসতে না চাও, তা হলে এসো না। দেখো! পুরো দেশ তোমার সামনে রয়েছে। তোমার যেখানে ইচ্ছা, তুমি সেখানে যাও।”

৫ যিরমিয় ফিরে যেতে ইতস্তত বোধ করছিলেন, তাই নবূষরদন তাকে বললেন: “তুমি শাফনের ছেলে অহীকামের ছেলে গদলিয়ের কাছে ফিরে যাও, যাকে ব্যাবিলনের রাজা যিহূদার নগরগুলোর উপর আধিকারিক* হিসেবে নিযুক্ত করেছেন আর তার সঙ্গে লোকদের মাঝেই থাকো অথবা তোমার যেখানে ইচ্ছা, তুমি সেখানে যাও।”

তারপর, পাহারাদারদের অধ্যক্ষ তাকে কিছু খাবার ও উপহার দিয়ে পাঠিয়ে দিলেন। ৬ তখন যিরমিয় মিস্‌পায় অহীকামের ছেলে গদলিয়ের কাছে গেলেন আর তার সঙ্গে দেশে অবশিষ্ট লোকদের মাঝে থাকলেন।

৭ একসময় সমস্ত সেনাপতি, যারা নিজেদের লোকদের নিয়ে গ্রামের এলাকায় ছিলেন, তারা শুনলেন যে, ব্যাবিলনের রাজা অহীকামের ছেলে গদলিয়কে দেশের উপর এবং দেশের সমস্ত গরিব লোকের উপর অর্থাৎ সেই পুরুষ, মহিলা ও সন্তানদের উপর আধিকারিক* হিসেবে নিযুক্ত করেছেন, যাদের ব্যাবিলনে নির্বাসনে পাঠানো হয়নি। ৮ তাই, তারা মিস্‌পায় গদলিয়ের কাছে এলেন। তারা ছিলেন নথনিয়ের ছেলে ইশ্মায়েল, কারেহের ছেলে যোহানন ও যোনাথন, তন্‌হূমতের ছেলে সরায়, নটোফাতীয় এফেয়ের ছেলেরা এবং একজন মাখাথীয় ব্যক্তির ছেলে যাসনিয় এবং তাদের লোকেরা। ৯ শাফনের ছেলে অহীকামের ছেলে গদলিয় সেই সেনাপতিদের এবং তাদের লোকদের কাছে দিব্য করে শপথ করে বললেন: “তোমরা কল্‌দীয়দের দাস হওয়ার ব্যাপারে ভয় পেয়ো না। তোমরা এই দেশেই থাকো আর ব্যাবিলনের রাজার সেবা করো। এতে তোমাদের মঙ্গল হবে। ১০ আমি মিস্‌পায় থাকব আর যে-কল্‌দীয়েরা আমাদের কাছে আসবে, তাদের সঙ্গে আমি তোমাদের হয়ে কথা বলব।* কিন্তু, তোমরা দ্রাক্ষারস,* গ্রীষ্ম কালের ফল এবং তেল সংগ্রহ করে সেগুলো জমিয়ে রাখার পাত্রে রাখবে আর তোমরা যে-নগরগুলো দখল করেছ, সেগুলোতে বাস করবে।”

১১ আর যে-সমস্ত যিহুদি মোয়াবে, অম্মোনে, ইদোমে এবং অন্যান্য দেশে ছিল, তারাও শুনল যে, ব্যাবিলনের রাজা কয়েক জন ব্যক্তিকে যিহূদায় থাকতে দিয়েছেন আর শাফনের ছেলে অহীকামের ছেলে গদলিয়কে তাদের উপর আধিকারিক* হিসেবে নিযুক্ত করেছেন। ১২ তাই, সেই যিহুদিরা সেইসমস্ত জায়গা থেকে ফিরে আসতে শুরু করল, যেখানে তারা ছড়িয়ে-ছিটিয়ে পড়েছিল আর তারা যিহূদা দেশে মিস্‌পায় গদলিয়ের কাছে এল। তারা প্রচুর পরিমাণে দ্রাক্ষারস* এবং গ্রীষ্ম কালের ফল সংগ্রহ করল।

১৩ কারেহের ছেলে যোহানন এবং সেইসমস্ত সেনাপতি, যারা গ্রামের এলাকায় ছিলেন, তারা মিস্‌পায় গদলিয়ের কাছে এলেন। ১৪ তারা তাকে বললেন: “আপনি কি জানেন, অম্মোনীয়দের রাজা বালীস আপনাকে মারার জন্য নথনিয়ের ছেলে ইশ্মায়েলকে পাঠিয়েছেন?” কিন্তু, অহীকামের ছেলে গদলিয় তাদের কথায় বিশ্বাস করলেন না।

১৫ তখন কারেহের ছেলে যোহানন মিস্‌পায় গোপনে গদলিয়কে বললেন: “আমি গিয়ে নথনিয়ের ছেলে ইশ্মায়েলকে মেরে ফেলতে চাই, কেউ জানতে পারবে না। তা না করলে সে আপনাকে মেরে ফেলবে আর যিহূদার যে-লোকেরা আপনার কাছে একত্রিত হয়েছে, তারা সবাই ছড়িয়ে-ছিটিয়ে পড়বে আর যিহূদার অবশিষ্ট লোকেরা বিনষ্ট হয়ে যাবে।” ১৬ কিন্তু, অহীকামের ছেলে গদলিয় কারেহের ছেলে যোহাননকে বললেন: “এমনটা কোরো না কারণ তুমি ইশ্মায়েলের বিষয়ে যা বলছ, তা মিথ্যা।”

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার