ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • ২ বংশাবলি ৩০
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

২ বংশাবলি ৩০:৯

পাদটীকা

  • *

    বা “সদয়।”

২ বংশাবলি ৩০:১১

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    জীবন ও পরিচর্যা সভার জন্য অধ্যয়ন পুস্তিকা-র রেফারেন্স, ৫/২০২৩, পৃষ্ঠা ৮

২ বংশাবলি ৩০:১৩

পাদটীকা

  • *

    অর্থাৎ ইস্ট অথবা ইস্ট-জাতীয় দ্রব্যবিহীন। শব্দকোষ দেখুন।

২ বংশাবলি ৩০:২০

পাদটীকা

  • *

    আক্ষ., “সুস্থ।”

২ বংশাবলি ৩০:২১

পাদটীকা

  • *

    অর্থাৎ ইস্ট অথবা ইস্ট-জাতীয় দ্রব্যবিহীন। শব্দকোষ দেখুন।

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
  • ১৯
  • ২০
  • ২১
  • ২২
  • ২৩
  • ২৪
  • ২৫
  • ২৬
  • ২৭
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
২ বংশাবলি ৩০:১-২৭

বংশাবলির দ্বিতীয় খণ্ড

৩০ হিষ্কিয় পুরো ইজরায়েলে ও যিহূদায় বার্তা পাঠালেন এবং ইফ্রয়িম ও মনঃশির এলাকায়ও চিঠি পাঠালেন আর তাদের সবাইকে বললেন, যেন তারা ইজরায়েলের ঈশ্বর যিহোবার উদ্দেশে নিস্তারপর্ব পালন করার জন্য জেরুসালেমে যিহোবার গৃহে আসে। ২ রাজা, তার অধ্যক্ষেরা এবং জেরুসালেমের পুরো মণ্ডলী সিদ্ধান্ত নিয়েছিলেন যে, নিস্তারপর্ব দ্বিতীয় মাসে পালন করা হবে। ৩ তারা প্রথম মাসে এই উৎসব পালন করতে পারেননি কারণ অনেক যাজক নিজেকে পবিত্র করেনি এবং লোকেরাও জেরুসালেমে একত্রিত হয়নি। ৪ দ্বিতীয় মাসে নিস্তারপর্ব পালন করার এই ব্যবস্থা রাজা এবং পুরো মণ্ডলীর কাছে সঠিক বলে মনে হল। ৫ তাই, তারা বের্‌-শেবা থেকে শুরু করে দান পর্যন্ত পুরো ইজরায়েলে এই ঘোষণা করার সিদ্ধান্ত নিল, যেন লোকেরা ইজরায়েলের ঈশ্বর যিহোবার উদ্দেশে নিস্তারপর্ব পালন করার জন্য জেরুসালেমে আসে কারণ এর আগে তারা দলগতভাবে আইন অনুযায়ী এই উৎসব পালন করেনি।

৬ তারপর, বার্তাবাহকেরা রাজা ও অধ্যক্ষদের চিঠিগুলো নিয়ে পুরো ইজরায়েল ও যিহূদায় গেল, ঠিক যেমনটা রাজা তাদের আদেশ দিয়েছিলেন। তারা এই কথা বলতে বলতে গেল: “হে ইজরায়েলের লোকেরা, অব্রাহাম, ইস্‌হাক ও ইজরায়েলের ঈশ্বর যিহোবার কাছে ফিরে এসো, যাতে তিনি সেই অবশিষ্ট ব্যক্তিদের কাছে ফিরে আসেন, যারা অশূরের রাজাদের হাত থেকে রক্ষা পেয়েছে। ৭ তোমরা তোমাদের পূর্বপুরুষদের এবং তোমাদের ভাইদের মতো হোয়ো না, যারা তোমাদের পূর্বপুরুষদের ঈশ্বর যিহোবার প্রতি অবিশ্বস্ত হয়ে পড়েছিল, যেটার কারণে ঈশ্বর তাদের এমন অবস্থা করেছিলেন যে, তাদের দেখে লোকদের বুক কেঁপে উঠেছিল, ঠিক যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। ৮ এখন তোমরা তোমাদের পূর্বপুরুষদের মতো একগুঁয়ে হোয়ো না। যিহোবার অধীনে এসো এবং তাঁর পবিত্র স্থানে এসো, যেটাকে তিনি চিরকালের জন্য পবিত্র করেছেন আর তোমাদের ঈশ্বর যিহোবার সেবা করো, যাতে তিনি তোমাদের উপর আর রেগে না থাকেন। ৯ তোমরা যখন যিহোবার কাছে ফিরে আসবে, তখন তোমাদের ভাইদের ও ছেলেদের প্রতি সেই লোকেরা করুণা দেখাবে, যারা তাদের বন্দি করে রেখেছে আর তাদের এই দেশে ফিরে আসতে দেবে কারণ তোমাদের ঈশ্বর যিহোবা সমবেদনাময়* ও করুণাময়। তোমরা যদি তাঁর কাছে ফিরে আস, তা হলে তিনি তোমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন না।”

১০ বার্তাবাহকেরা পুরো ইফ্রয়িম ও মনঃশির এলাকার সমস্ত নগরে গেল আর এমনকী সবূলূনেও গেল। কিন্তু, লোকেরা তাদের নিয়ে হাসিঠাট্টা করল এবং তাদের উপহাস করল। ১১ তারপরও আশের, মনঃশি ও সবূলূনের কয়েক জন লোক নিজেদের নত করল এবং জেরুসালেমে এল। ১২ আর সেইসঙ্গে সত্য ঈশ্বরের আশীর্বাদ যিহূদার উপর ছিল, যাতে যিহোবার কথা অনুযায়ী রাজা ও অধ্যক্ষেরা যে-আজ্ঞা দিয়েছিলেন, যিহূদার লোকেরা একতাবদ্ধভাবে তা পালন করতে পারে।

১৩ দ্বিতীয় মাসে অনেক লোক খামিরবিহীন* রুটির উৎসব পালন করার জন্য জেরুসালেমে একত্রিত হল। সেখানে সত্যিই প্রচুর লোক ছিল। ১৪ তারা সবাই জেরুসালেম থেকে বেদিগুলো দূর করে দিল আর ধূপবেদিগুলোও দূর করে দিল আর সেগুলো নিয়ে গিয়ে কিদ্রোণ উপত্যকায় ফেলে দিল। ১৫ এরপর, তারা দ্বিতীয় মাসের ১৪তম দিনে নিস্তারপর্বের বলির পশু মারল। যাজকেরা ও লেবীয়েরা লজ্জিত হল, তাই তারা নিজেদের পবিত্র করল আর হোমবলি নিয়ে যিহোবার গৃহে এল। ১৬ তারা তাদের নির্ধারিত জায়গায় দাঁড়াল, ঠিক যেমনটা সত্য ঈশ্বরের দাস মোশির ব্যবস্থায় বলা হয়েছিল। তারপর, যাজকেরা লেবীয়দের হাত থেকে রক্ত নিয়ে বেদির উপর ছিটিয়ে দিল। ১৭ মণ্ডলীতে এমন অনেক লোক ছিল, যারা নিজেদের পবিত্র করেনি আর লেবীয়দের দায়িত্ব ছিল, যেন তারা সেই অশুচি লোকদের জন্য নিস্তারপর্বের বলির পশু মারে এবং যিহোবার জন্য লোকদের পবিত্র করে। ১৮ অনেকেই নিজেদের শুচি করেনি, বিশেষ করে ইফ্রয়িম, মনঃশি, ইষাখর ও সবূলূনের লোকেরা। তারপরও, তারা আইন ভেঙে নিস্তারপর্বের ভোজ খেল। তাই, হিষ্কিয় তাদের জন্য এই প্রার্থনা করলেন: “হে যিহোবা, তুমি ভালো। তুমি যেন এমন প্রত্যেককে ক্ষমা কর, ১৯ যারা সত্য ঈশ্বরের, নিজেদের পূর্বপুরুষদের ঈশ্বর যিহোবার অনুসন্ধান করার জন্য নিজেদের হৃদয়কে প্রস্তুত করেছে, যদিও তারা পবিত্রতার মানদণ্ড অনুযায়ী নিজেদের পবিত্র করেনি।” ২০ যিহোবা হিষ্কিয়ের প্রার্থনা শুনে লোকদের ক্ষমা* করে দিলেন।

২১ যে-ইজরায়েলীয়েরা জেরুসালেমে ছিল, তারা সাত দিন ধরে অনেক আনন্দের সঙ্গে খামিরবিহীন* রুটির উৎসব পালন করল আর প্রতিদিন লেবীয়েরা ও যাজকেরা যিহোবার জন্য জোরে জোরে বাদ্যযন্ত্র বাজিয়ে যিহোবার প্রশংসা করল। ২২ এ ছাড়া, হিষ্কিয় সেইসমস্ত লেবীয়ের সঙ্গে কথা বললেন এবং তাদের উৎসাহিত করলেন, যারা বিচক্ষণতার সঙ্গে যিহোবার সেবা করত। আর তারা উৎসব চলাকালীন সাত দিন ধরে খাওয়া-দাওয়া করল, মঙ্গলার্থক বলি উৎসর্গ করল এবং তাদের পূর্বপুরুষদের ঈশ্বর যিহোবাকে ধন্যবাদ দিল।

২৩ এরপর, পুরো মণ্ডলী সিদ্ধান্ত নিল যে, তারা আরও সাত দিন উৎসব পালন করবে। তাই, তারা আনন্দের সঙ্গে আরও সাত দিন ধরে উৎসব পালন করল। ২৪ যিহূদার রাজা হিষ্কিয় মণ্ডলীর জন্য ১,০০০টা ষাঁড় এবং ৭,০০০টা মেষ দিলেন আর অধ্যক্ষেরা মণ্ডলীর জন্য ১,০০০টা ষাঁড় এবং ১০,০০০টা মেষ দিলেন। প্রচুর যাজক নিজেকে পবিত্র করল। ২৫ যিহূদার পুরো মণ্ডলী, যাজকেরা, লেবীয়েরা, ইজরায়েল থেকে আসা পুরো মণ্ডলী আর ইজরায়েল থেকে আসা বিদেশিরা এবং যিহূদায় বসবাসরত বিদেশিরা আনন্দ করতে থাকল। ২৬ জেরুসালেমের লোকেরা খুব আনন্দ করল কারণ ইজরায়েলের রাজা দায়ূদের ছেলে শলোমনের দিন থেকে সেই সময় পর্যন্ত জেরুসালেমে কখনো এইরকম কিছু ঘটেনি। ২৭ শেষে, লেবীয় যাজকেরা উঠে লোকদের আশীর্বাদ করল। তাদের প্রার্থনা ঈশ্বরের পবিত্র বাসস্থান স্বর্গে গিয়ে পৌঁছোল আর তিনি তাদের প্রার্থনা শুনলেন।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার