ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • যিশাইয় ৫৮
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

যিশাইয় ৫৮:৩

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১০/১/২০০৯, পৃষ্ঠা ২৭

যিশাইয় ৫৮:৫

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১১/১৫/১৯৯৬, পৃষ্ঠা ৫

যিশাইয় ৫৮:১১

পাদটীকা

  • *

    অর্থাৎ ভূমি থেকে বের হওয়া জল।

যিশাইয় ৫৮:১২

পাদটীকা

  • *

    আক্ষ., “তোমাকে ফাটলের।”

যিশাইয় ৫৮:১৪

পাদটীকা

  • *

    বা “উত্তরাধিকার উপভোগ করাব।”

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
যিশাইয় ৫৮:১-১৪

যিশাইয়

৫৮ “চিৎকার করে ঘোষণা করো, ইতস্তত কোরো না!

শিঙার আওয়াজের মতো তোমার গলার আওয়াজ জোরালো করো।

আমার লোকদের কাছে তাদের বিদ্রোহ সম্বন্ধে,

যাকোবের পরিবারের কাছে তাদের পাপগুলো সম্বন্ধে ঘোষণা করো।

 ২ তারা দিনের পর দিন আমার অনুসন্ধান করে,

তারা আমার পথ সম্বন্ধে জানতে আগ্রহ প্রকাশ করে,

যেন তারা এমন এক জাতির লোক, যারা যা সঠিক, তা করেছে

এবং তাদের ঈশ্বরের ন্যায়বিচার পরিত্যাগ করেনি।

তারা আমার কাছে অনুরোধ করে, যেন আমি ন্যায্য বিচার করি,

এমন যেন তারা ঈশ্বরের নিকটবর্তী হওয়ার বিষয়ে আগ্রহী।

 ৩ তারা বলে: ‘আমরা যখন উপবাস করি, তখন কেন তুমি দেখ না?

আর আমরা যখন নিজেদের কষ্ট দিই, তখন কেন তুমি লক্ষ কর না?’

কারণ তোমরা তোমাদের উপবাসের দিনে নিজেদের ইচ্ছামতো চল

আর তোমরা তোমাদের মজুরদের উপর অত্যাচার কর।

 ৪ তোমাদের উপবাস ঝগড়া ও মারপিটের দিকে নিয়ে যায়

আর তোমরা নিষ্ঠুরভাবে একে অন্যকে ঘুসি মার।

তোমরা যেভাবে উপবাস কর, সেভাবে উপবাস করে আশা করতে পার না, স্বর্গে তোমাদের গলার আওয়াজ শোনা হবে।

 ৫ আমি কি তোমাদের এইভাবে উপবাস করতে বলেছি যে,

সেই দিন তোমরা নিজেদের কষ্ট দেবে,

লম্বা লম্বা ঘাসের মতো তোমাদের মাথা নত করবে

এবং চট ও ছাইয়ের উপর তোমাদের বিছানা তৈরি করবে?

তোমরা কি এটাকে উপবাস বল?

এই দিন কি যিহোবার কাছে গ্রহণযোগ্য?

 ৬ না, আমি তোমাদের যে-উপবাস করতে বলেছি, সেটা এইরকম:

তোমরা যেন মন্দতার শিকল খুলে দাও,

জোয়ালের বাঁধন খুলে দাও,

অত্যাচারিত ব্যক্তিদের মুক্ত করে দাও

এবং প্রতিটা জোয়াল ভেঙে দু-টুকরো করে দাও।

 ৭ তোমরা যেন ক্ষুধার্ত ব্যক্তির সঙ্গে তোমাদের রুটি ভাগ করে নাও,

যারা গরিব এবং যাদের বাড়ি নেই, তাদের তোমাদের বাড়িতে নিয়ে আসো,

কোনো উলঙ্গ ব্যক্তিকে দেখতে পেয়ে তাকে কাপড় পরাও

এবং তোমাদের আত্মীয়স্বজনের কাছ থেকে নিজেদের মুখ ঘুরিয়ে না নাও।

 ৮ তাহলে, তোমার আলো ভোরের আলোর মতো উজ্জ্বল হয়ে উঠবে

আর তুমি দ্রুত সুস্থ হয়ে উঠবে।

তোমার সততা তোমার আগে আগে যাবে

আর যিহোবার গৌরব পিছন দিক থেকে তোমাকে সুরক্ষা জোগাবে।

 ৯ তখন তুমি ডাকবে আর যিহোবা উত্তর দেবেন।

তুমি সাহায্য চেয়ে কাঁদবে আর তিনি বলবেন, ‘এই যে আমি!’

তুমি যদি তোমার মধ্য থেকে জোয়াল দূর করে দাও

এবং অন্যের দিকে আঙুল দেখানো এবং অন্যের বিষয়ে নিন্দামূলক কথা বলা বন্ধ করে দাও,

১০ তুমি যদি ক্ষুধার্ত ব্যক্তিকে এমন কিছু দাও, যেটা তুমি নিজে পেতে চাও

এবং যারা কষ্ট ভোগ করছে, তাদের ভালোভাবে যত্ন নাও,

তা হলে তোমার আলো গাঢ় অন্ধকারের মধ্যেও জ্বলজ্বল করবে

আর তোমার অন্ধকার দুপুর বেলার মতো হয়ে উঠবে।

১১ যিহোবা সবসময় তোমার আগে আগে যাবেন,

তিনি এমনকী শুকনো ভূমিতেও তোমাকে পরিতৃপ্ত করবেন,

তিনি তোমার হাড়ে শক্তি দেবেন

আর তুমি এমন বাগানের মতো হয়ে উঠবে, যেটাতে ভালোভাবে জল দেওয়া হয়

আর এমন ঝরনার* মতো হয়ে উঠবে, যেটার জল কখনো শুকিয়ে যায় না।

১২ তারা ধ্বংস হয়ে যাওয়া প্রাচীন জায়গাগুলো তোমার জন্য পুনর্নির্মাণ করবে,

তুমি অতীতের প্রজন্মের ভিত্তিগুলো পুনর্স্থাপন করবে।

তোমাকে ভাঙা প্রাচীরের* মেরামতকারী বলা হবে,

তোমাকে রাস্তার পুনর্স্থাপনকারী বলা হবে, যেগুলোর পাশে লোকেরা বাস করবে।

১৩ তুমি যদি বিশ্রামবারের কারণে আমার পবিত্র দিনে নিজের ইচ্ছামতো কাজ না কর

আর তুমি যদি বিশ্রামবারকে প্রচুর আনন্দের দিন, যিহোবার এক পবিত্র দিন এবং এক গৌরবের দিন হিসেবে দেখ

আর নিজের ইচ্ছামতো কাজ না করে এবং অর্থহীন কথা না বলে এটাকে গৌরবান্বিত কর,

১৪ তা হলে তুমি যিহোবার কারণে প্রচুর আনন্দ লাভ করবে

আর আমি পৃথিবীর উঁচু উঁচু জায়গাগুলোকে তোমার অধীনে নিয়ে আসব।

আমি তোমাকে তোমার পূর্বপুরুষ যাকোবের উত্তরাধিকার থেকে উৎপন্ন ফসল খাওয়াব*

কারণ যিহোবার মুখ এই কথা বলেছে।”

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার