গীতসংহিতা
ধন্যবাদের সংগীত।
১০০ পুরো পৃথিবীর লোকেরা, যিহোবার উদ্দেশে জয়ধ্বনি করো।
২ আনন্দের সঙ্গে যিহোবার সেবা করো।
আনন্দে চিৎকার করতে করতে তাঁর সামনে এসো।
তিনিই আমাদের তৈরি করেছেন* আর আমরা তাঁরই।
আমরা তাঁর লোক, তাঁর চারণভূমির* মেষ।
৪ ধন্যবাদ দিতে দিতে তাঁর দরজাগুলো দিয়ে ভিতরে এসো,
তাঁর প্রশংসা করতে করতে তাঁর প্রাঙ্গণে এসো।
তাঁকে ধন্যবাদ দাও, তাঁর নামের প্রশংসা করো।
৫ কারণ যিহোবা ভালো,
তাঁর অটল প্রেম চিরস্থায়ী
আর তাঁর বিশ্বস্ততা প্রজন্মের পর প্রজন্ম ধরে থাকে।